ETV Bharat / bharat

হাসপাতাল চত্বরে পড়ে কোরোনায় মৃতের দেহ, খুবলে খেল কুকুর

হাসপাতাল চত্বরে পড়ে রইল কোরোনায় মৃত বৃদ্ধর দেহ । খুবলে খেল কুকুর । অন্ধ্রপ্রদেশের হাসপাতালের এই ঘটনায় টুইটারে সরব হলেন চন্দ্রবাবু নাইডু।

ap
কোরোনা
author img

By

Published : Aug 13, 2020, 7:05 PM IST

ওঙ্গোল(অন্ধ্রপ্রদেশ), ১৩ অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে একের পর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে । কোথাও কোরোনায় মৃতের দেহ মাটি কাটার মেশিনে তুলে সৎকারে নিয়ে যাওয়া হয়েছে, তো কোথাও সংক্রমণের আশঙ্কায় আক্রান্তকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স চালক। শুধু কি তাই ? এরকম আরও অনেক ঘটনা সামনে এসেছে । কোথাও আতঙ্ক তো কোথাও গাফিলতি দেখা গেছে । আরও একটি বেদনাদায়ক ঘটনা সামনে এল। এবার ঘটনাস্থান অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল শহর ।

কোরোনায় মৃত এক বৃদ্ধের দেহ পড়েছিল প্রকাশম জেলার ওঙ্গোলের GGH হাসপাতাল চত্বরে । দিন কয়েক ধরে দেহটি পড়ে থাকলেও এগিয়ে আসেননি হাসপাতাল কর্মীরা । অথচ যখন তখন এসে মৃতদেহটি চাটছিল কুকুরে । শুধু কি তাই, দেহটি ইঁদুর-কুকুরকে খুবলে খেতেও দেখেছেন হাসপাতালে আসা রোগীরা । মর্মান্তিক এই ঘটনার কথা হাসপাতাল কর্মীদের জানানো হয় । তারপরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি মর্গে সরানো হয়।

ওই বৃদ্ধ কোন্ডেপির বিট্রগুন্টা এলাকার বাসিন্দা । দিন পাঁচেক আগে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর সোমবার সন্ধেয় হাসপাতাল চত্বরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । অন্য রোগীদের বক্তব্য, মৃতদেহের উপরের অংশ কখনও ইঁদুরে তো কখনও কুকুরে খুবলে খাচ্ছিল । ঘটনার খবর যায় পরিবারের কাছে ।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কোন্ডেপির বিধায়ক বালা বিরাঞ্জানিয়া স্বামী । তিনি ঘটনার বিষয়ে হাসপাতালের আধিকারিকদের কাছে জানতে চান । হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট শ্রীরাম জানান, ওই বৃদ্ধকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়নি । OP-তেও তাঁর কোনও রেকর্ড নেই । ভরতি হলে তবেই তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া যেত ।

তাহলে কি ওই বৃদ্ধ গত পাঁচদিন ধরে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল ? নাকি ওয়ার্ড থেকে বেরিয়ে এসে মারা যান ? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে ।

ঘটনাটি নিয়ে টুইটারে সরব হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা TDP নেতা চন্দ্রবাবু নাইডু । টুইটারে তিনি লিখেছেন, "মর্মান্তিক ঘটনা । ২ দিন ধরে ওঙ্গোল GGH-এ এক রোগীর মৃতদেহ অযত্নে পড়ে থাকতে দেখা গেছে । মৃতদেহটি খুবলে খায় কুকুরে । যা দেখে আতঙ্কিত অন্য রোগীরা । এই ঘটনায় মানুষের মর্যাদা লঙ্ঘিত । এবং রাজ্য সরকারের ব্যর্থতার পরিচয় দেয় । এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা আমার কাছে নেই । "

  • This is heartbreaking! A patient’s dead body has been lying uncared at the Ongole GGH for 2 days. Dogs have mauled & eaten the body sending jitters into co-patients. This is a serious violation of human dignity & huge mgmt failure of AP Gov. I am at loss of words to condemn this! pic.twitter.com/CVdBw8umLj

    — N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওঙ্গোল(অন্ধ্রপ্রদেশ), ১৩ অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে একের পর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে । কোথাও কোরোনায় মৃতের দেহ মাটি কাটার মেশিনে তুলে সৎকারে নিয়ে যাওয়া হয়েছে, তো কোথাও সংক্রমণের আশঙ্কায় আক্রান্তকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স চালক। শুধু কি তাই ? এরকম আরও অনেক ঘটনা সামনে এসেছে । কোথাও আতঙ্ক তো কোথাও গাফিলতি দেখা গেছে । আরও একটি বেদনাদায়ক ঘটনা সামনে এল। এবার ঘটনাস্থান অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল শহর ।

কোরোনায় মৃত এক বৃদ্ধের দেহ পড়েছিল প্রকাশম জেলার ওঙ্গোলের GGH হাসপাতাল চত্বরে । দিন কয়েক ধরে দেহটি পড়ে থাকলেও এগিয়ে আসেননি হাসপাতাল কর্মীরা । অথচ যখন তখন এসে মৃতদেহটি চাটছিল কুকুরে । শুধু কি তাই, দেহটি ইঁদুর-কুকুরকে খুবলে খেতেও দেখেছেন হাসপাতালে আসা রোগীরা । মর্মান্তিক এই ঘটনার কথা হাসপাতাল কর্মীদের জানানো হয় । তারপরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি মর্গে সরানো হয়।

ওই বৃদ্ধ কোন্ডেপির বিট্রগুন্টা এলাকার বাসিন্দা । দিন পাঁচেক আগে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর সোমবার সন্ধেয় হাসপাতাল চত্বরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । অন্য রোগীদের বক্তব্য, মৃতদেহের উপরের অংশ কখনও ইঁদুরে তো কখনও কুকুরে খুবলে খাচ্ছিল । ঘটনার খবর যায় পরিবারের কাছে ।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কোন্ডেপির বিধায়ক বালা বিরাঞ্জানিয়া স্বামী । তিনি ঘটনার বিষয়ে হাসপাতালের আধিকারিকদের কাছে জানতে চান । হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট শ্রীরাম জানান, ওই বৃদ্ধকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়নি । OP-তেও তাঁর কোনও রেকর্ড নেই । ভরতি হলে তবেই তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া যেত ।

তাহলে কি ওই বৃদ্ধ গত পাঁচদিন ধরে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল ? নাকি ওয়ার্ড থেকে বেরিয়ে এসে মারা যান ? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে ।

ঘটনাটি নিয়ে টুইটারে সরব হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা TDP নেতা চন্দ্রবাবু নাইডু । টুইটারে তিনি লিখেছেন, "মর্মান্তিক ঘটনা । ২ দিন ধরে ওঙ্গোল GGH-এ এক রোগীর মৃতদেহ অযত্নে পড়ে থাকতে দেখা গেছে । মৃতদেহটি খুবলে খায় কুকুরে । যা দেখে আতঙ্কিত অন্য রোগীরা । এই ঘটনায় মানুষের মর্যাদা লঙ্ঘিত । এবং রাজ্য সরকারের ব্যর্থতার পরিচয় দেয় । এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা আমার কাছে নেই । "

  • This is heartbreaking! A patient’s dead body has been lying uncared at the Ongole GGH for 2 days. Dogs have mauled & eaten the body sending jitters into co-patients. This is a serious violation of human dignity & huge mgmt failure of AP Gov. I am at loss of words to condemn this! pic.twitter.com/CVdBw8umLj

    — N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.