ETV Bharat / bharat

সাত রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের - স্বাস্থ্যমন্ত্রক

বৈঠকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশ – এই সাত রাজ্যকে স্বাস্থ্য পরিষেবার জন্য পর্যাপ্ত অক্সিজেন রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য বলা হয় ।

স্বাস্থ্যপরিষেবার কাজে ব্যবহৃত অক্সিজেন
স্বাস্থ্যপরিষেবার কাজে ব্যবহৃত অক্সিজেন
author img

By

Published : Sep 13, 2020, 10:37 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা আছে কি না তা নিশ্চিত করার জন্য সাত রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের ডাকা এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় । বৈঠকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশ – এই সাত রাজ্যকে স্বাস্থ্য পরিষেবার জন্য পর্যাপ্ত অক্সিজেন রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য বলা হয় ।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও । রাজ্যগুলিকে স্বাস্থ্যপরিষেবার কাজে ব্যবহৃত অক্সিজেনের ঘাটতি মোকাবিলায় বেশ কিছু পরামর্শও দেওয়া হয় । প্রতিটি হাসপাতালে অক্সিজেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে । পাশাপাশি, অক্সিজেন যাতে কখনও একেবারেই শেষ না হয়ে যায়, তার জন্য আগাম পরিকল্পনা করার কথাও বলা হয়েছে বৈঠকে । পাশাপাশি, স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার্য অক্সিজেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা কেন্দ্র শাসিত অঞ্চলে যাতে নির্বিঘ্নে পাঠানো যেতে পারে, সে-বিষয়েও নিশ্চিত করার কথা বলা হয়েছে । এক শহর থেকে অন্য শহরে তরল অক্সিজেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রিন করিডর ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে ।

আরও পড়ুন : প্রবীন ও ঝুঁকিপূর্ণ কাজ যাঁরা করছেন, তাঁদের আগে ভ্যাকসিন দেওয়া হবে : হর্ষ বর্ধন

অক্সিজেন নির্মাতাদের সরবরাহের জন্য হাসপাতাল ও সংস্থাগুলির দীর্ঘমেয়াদি দরপত্র / চুক্তি রয়েছে, যা সম্মানিত হওয়া দরকার । এক রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেনের অবাধ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয় বলেও রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্র।

রাজ্যগুলিকে অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার জন্য নির্মাতারা এবং সরবরাহকারীদের যথাযথ বিল পরিশোধের পাশাপাশি অক্সিজেন উৎপাদন ইউনিটগুলিকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ সরবরাহের উন্নত করতে বলা হয়েছে । অক্সিজেন সিলিন্ডারগুলির যথাযথ জীবাণুমুক্তকরণ নিশ্চিত করার যথাযথ প্রোটোকল মেনে চলার জন্য বলা হয় রাজ্যগুলিকে।

দিল্লি, 13 সেপ্টেম্বর : রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা আছে কি না তা নিশ্চিত করার জন্য সাত রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের ডাকা এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় । বৈঠকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশ – এই সাত রাজ্যকে স্বাস্থ্য পরিষেবার জন্য পর্যাপ্ত অক্সিজেন রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য বলা হয় ।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও । রাজ্যগুলিকে স্বাস্থ্যপরিষেবার কাজে ব্যবহৃত অক্সিজেনের ঘাটতি মোকাবিলায় বেশ কিছু পরামর্শও দেওয়া হয় । প্রতিটি হাসপাতালে অক্সিজেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে । পাশাপাশি, অক্সিজেন যাতে কখনও একেবারেই শেষ না হয়ে যায়, তার জন্য আগাম পরিকল্পনা করার কথাও বলা হয়েছে বৈঠকে । পাশাপাশি, স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার্য অক্সিজেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা কেন্দ্র শাসিত অঞ্চলে যাতে নির্বিঘ্নে পাঠানো যেতে পারে, সে-বিষয়েও নিশ্চিত করার কথা বলা হয়েছে । এক শহর থেকে অন্য শহরে তরল অক্সিজেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রিন করিডর ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে ।

আরও পড়ুন : প্রবীন ও ঝুঁকিপূর্ণ কাজ যাঁরা করছেন, তাঁদের আগে ভ্যাকসিন দেওয়া হবে : হর্ষ বর্ধন

অক্সিজেন নির্মাতাদের সরবরাহের জন্য হাসপাতাল ও সংস্থাগুলির দীর্ঘমেয়াদি দরপত্র / চুক্তি রয়েছে, যা সম্মানিত হওয়া দরকার । এক রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেনের অবাধ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয় বলেও রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্র।

রাজ্যগুলিকে অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার জন্য নির্মাতারা এবং সরবরাহকারীদের যথাযথ বিল পরিশোধের পাশাপাশি অক্সিজেন উৎপাদন ইউনিটগুলিকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ সরবরাহের উন্নত করতে বলা হয়েছে । অক্সিজেন সিলিন্ডারগুলির যথাযথ জীবাণুমুক্তকরণ নিশ্চিত করার যথাযথ প্রোটোকল মেনে চলার জন্য বলা হয় রাজ্যগুলিকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.