ETV Bharat / bharat

থানা চত্বরে আত্মহত্যা রাজস্থান পুলিশের হেড কনস্টেবলের - রাজস্থান

গতকাল রাজস্থানের দৌসা জেলার এক পুলিশ কর্মী থানা চত্বরে আত্মহত্যা করেন । তবে কী কারণে তিনি এই পথ বেছে নিলেন তা জানা যায়নি ।

photo
photo
author img

By

Published : May 30, 2020, 3:30 PM IST

দৌসা ( রাজস্থান), 30 মে : এক পুলিশ কর্মীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য দেখা দিল রাজস্থানের দৌসা জেলার সেনথাল থানায় । মৃত পুলিশ কর্মীর নাম গিরিরাজ । তিনি সেনথাল থানার হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন ।

পুলিশ সূত্রে খবর, থানা চত্বরে আত্মহত্যা করেন গিরিরাজ । গতকাল বিকেল নাগাদ এক পুলিশ অফিসার তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । এরপর তিনি খবর দেন বাকিদের । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দৌসা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ।

এদিকে কী কারণের জন্য তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্তের জন্য পুলিশ একটি মামলা দায়ের করেছে । ময়নাতদন্তের পর ওই পুলিশকর্মীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানা গেছে ।

দৌসা ( রাজস্থান), 30 মে : এক পুলিশ কর্মীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য দেখা দিল রাজস্থানের দৌসা জেলার সেনথাল থানায় । মৃত পুলিশ কর্মীর নাম গিরিরাজ । তিনি সেনথাল থানার হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন ।

পুলিশ সূত্রে খবর, থানা চত্বরে আত্মহত্যা করেন গিরিরাজ । গতকাল বিকেল নাগাদ এক পুলিশ অফিসার তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । এরপর তিনি খবর দেন বাকিদের । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দৌসা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ।

এদিকে কী কারণের জন্য তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্তের জন্য পুলিশ একটি মামলা দায়ের করেছে । ময়নাতদন্তের পর ওই পুলিশকর্মীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.