ETV Bharat / bharat

"কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন প্রণব মুখোপাধ্যায়" - প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

"তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও উৎসর্গের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন ।" টুইট উপ রাষ্ট্রপতির ।

Venkaiah Naidu
Venkaiah Naidu
author img

By

Published : Sep 1, 2020, 8:40 AM IST

দিল্লি, 31 অগাস্ট : তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ আজ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহ অনেকেই ৷ টুইটারে শোকপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

  • Deeply saddened by the passing away of former President, Shri Pranab Mukherjee. The country has lost an elder statesman in his death. He rose from humble beginnings to occupy the country’s highest constitutional position through hard work, discipline and dedication. pic.twitter.com/pHFnbklT9O

    — Vice President of India (@VPSecretariat) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটারে লেখেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত ৷ তাঁর মৃত্যুতে দেশ একজন বড় রাষ্ট্রনায়ককে হারাল ৷ কঠোর পরিশ্রম, শৃঙ্খলার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন তিনি ৷"

দিল্লি, 31 অগাস্ট : তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ আজ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহ অনেকেই ৷ টুইটারে শোকপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

  • Deeply saddened by the passing away of former President, Shri Pranab Mukherjee. The country has lost an elder statesman in his death. He rose from humble beginnings to occupy the country’s highest constitutional position through hard work, discipline and dedication. pic.twitter.com/pHFnbklT9O

    — Vice President of India (@VPSecretariat) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটারে লেখেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত ৷ তাঁর মৃত্যুতে দেশ একজন বড় রাষ্ট্রনায়ককে হারাল ৷ কঠোর পরিশ্রম, শৃঙ্খলার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন তিনি ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.