ETV Bharat / bharat

ফের একবার সংসদভবনে দেবগৌড়া ? - কর্নাটকের খবর

সোনিয়া গান্ধির অনুরোধ কর্নাটকের রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পথে এইচ ডি দেবগৌড়া ।

দেবেগৌড়া
দেবেগৌড়া
author img

By

Published : Jun 8, 2020, 4:18 PM IST

Updated : Jun 8, 2020, 6:05 PM IST

বেঙ্গালুরু, 8 জুন : 23 বছর পর ফের রাজ্যসভায় প্রবেশ করতে চলেছেন দেবগৌড়া । এবারের কর্নাটকের রাজ্যসভা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া । কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি । টুইটে এমনই জানালেন দেবগৌড়ার ছেলে এইচ ডি কুমারস্বামী । দেবগৌড়া এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা । অবশেষে আজ কংগ্রেসের তরফে এই নীরবতা ভাঙা হল ।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী আজ টুইটে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবারের রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে স্থির করেছেন । দলীয় কর্মী, সোনিয়া গান্ধি ও একাধিক জাতীয় স্তরের নেতৃত্বের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । আগামীকাল তিনি মনোনয়নপত্র জমা দেবেন । দলের সকলের অনুরোধে সাড়া দেওয়ার জন্য দেবগৌড়াকে ধন্যবাদ জানাই । "

গতবারের লোকসভা নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি হাসান তিনি ছেড়ে দিয়েছিলেন তাঁর পৌত্র প্রাজ্জ্বল রেভানার জন্য । প্রাজ্জ্বল হাসান থেকে জিতলেও, 2019 লোকসভা ভোটে গেরুয়া ঝড়ের সামনে জিততে পারেননি দেবগৌড়া । এই পরিস্থিতিতে 1996 সালের পর ফের একবার রাজ্যসভায় প্রবেশের পথ খুলে গেল প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য । এতদিন পর্যন্ত জনতা দল সেকুলার রাজ্যসভার সাংসদ পদের জন্য শুধুমাত্র বড় বড় পুঁজিপতিদেরই নাম নিয়ে এসেছে । এদের মধ্যে রয়েছে বিজয় মালিয়া, বি এম ফারুকসহ অন্যান্যরা । কুমারস্বামী আরও বলেন, তাঁর বাবার জন্য 87 বছর বয়সে ফের একবার রাজ্যসভায় প্রবেশ করাটা মোটেও মুখের কথা নয় । তবে দলীয় নেতা ও সোনিয়া গান্ধির অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ।

19 জুন রাজ্যসভায় কর্নাটকের চারটি আসনের জন্য নির্বাচন হবে । রাজ্যসভার নির্বাচনের জন্য BJP ইতিমধ্যেই দুজন প্রার্থীর নাম জমা দিয়েছে । তৃতীয় প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি BJP । কংগ্রেসর তরফে প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের নাম নেওয়া হয়েছে । নির্বাচনে জিতলে তিনি প্রথমবারের জন্য রাজ্যসভায় যাবেন । কর্নাটকের বিধানসভায় 68 টি আসন রয়েছে কংগ্রেসের হাতে, তা দিয়ে একটি আসন অনায়াসেই নিজেদের পকেটে রাখতে পারবে কংগ্রেস ।

কোনও প্রার্থীকে রাজ্যসভায় জেতানোর জন্য 44 জন বিধায়কের সমর্থন প্রয়োজন । জনতা দল সেকুলারের এই মুহূর্তে রয়েছে 34 জন বিধায়ক । অর্থাৎ, দেবগৌড়ার রাজ্যসভায় প্রবেশের পথ মসৃণ করতে দরকার আরও 10 টি আসন । মল্লিকার্জুন খাড়গেকে সমর্থন দেওয়ার পরেও কংগ্রেসের যে অতিরিক্ত বিধায়করা থাকছেন, তাঁদের সমর্থন নিয়েই ফের একবার সংসদভবনে প্রবেশ করবেন দেবগৌড়া । এমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

বেঙ্গালুরু, 8 জুন : 23 বছর পর ফের রাজ্যসভায় প্রবেশ করতে চলেছেন দেবগৌড়া । এবারের কর্নাটকের রাজ্যসভা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া । কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি । টুইটে এমনই জানালেন দেবগৌড়ার ছেলে এইচ ডি কুমারস্বামী । দেবগৌড়া এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা । অবশেষে আজ কংগ্রেসের তরফে এই নীরবতা ভাঙা হল ।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী আজ টুইটে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবারের রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে স্থির করেছেন । দলীয় কর্মী, সোনিয়া গান্ধি ও একাধিক জাতীয় স্তরের নেতৃত্বের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । আগামীকাল তিনি মনোনয়নপত্র জমা দেবেন । দলের সকলের অনুরোধে সাড়া দেওয়ার জন্য দেবগৌড়াকে ধন্যবাদ জানাই । "

গতবারের লোকসভা নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি হাসান তিনি ছেড়ে দিয়েছিলেন তাঁর পৌত্র প্রাজ্জ্বল রেভানার জন্য । প্রাজ্জ্বল হাসান থেকে জিতলেও, 2019 লোকসভা ভোটে গেরুয়া ঝড়ের সামনে জিততে পারেননি দেবগৌড়া । এই পরিস্থিতিতে 1996 সালের পর ফের একবার রাজ্যসভায় প্রবেশের পথ খুলে গেল প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য । এতদিন পর্যন্ত জনতা দল সেকুলার রাজ্যসভার সাংসদ পদের জন্য শুধুমাত্র বড় বড় পুঁজিপতিদেরই নাম নিয়ে এসেছে । এদের মধ্যে রয়েছে বিজয় মালিয়া, বি এম ফারুকসহ অন্যান্যরা । কুমারস্বামী আরও বলেন, তাঁর বাবার জন্য 87 বছর বয়সে ফের একবার রাজ্যসভায় প্রবেশ করাটা মোটেও মুখের কথা নয় । তবে দলীয় নেতা ও সোনিয়া গান্ধির অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ।

19 জুন রাজ্যসভায় কর্নাটকের চারটি আসনের জন্য নির্বাচন হবে । রাজ্যসভার নির্বাচনের জন্য BJP ইতিমধ্যেই দুজন প্রার্থীর নাম জমা দিয়েছে । তৃতীয় প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি BJP । কংগ্রেসর তরফে প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের নাম নেওয়া হয়েছে । নির্বাচনে জিতলে তিনি প্রথমবারের জন্য রাজ্যসভায় যাবেন । কর্নাটকের বিধানসভায় 68 টি আসন রয়েছে কংগ্রেসের হাতে, তা দিয়ে একটি আসন অনায়াসেই নিজেদের পকেটে রাখতে পারবে কংগ্রেস ।

কোনও প্রার্থীকে রাজ্যসভায় জেতানোর জন্য 44 জন বিধায়কের সমর্থন প্রয়োজন । জনতা দল সেকুলারের এই মুহূর্তে রয়েছে 34 জন বিধায়ক । অর্থাৎ, দেবগৌড়ার রাজ্যসভায় প্রবেশের পথ মসৃণ করতে দরকার আরও 10 টি আসন । মল্লিকার্জুন খাড়গেকে সমর্থন দেওয়ার পরেও কংগ্রেসের যে অতিরিক্ত বিধায়করা থাকছেন, তাঁদের সমর্থন নিয়েই ফের একবার সংসদভবনে প্রবেশ করবেন দেবগৌড়া । এমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

Last Updated : Jun 8, 2020, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.