ETV Bharat / bharat

কিছুক্ষণের মধ্যেই এলাহাবাদ কোর্টে হাথরসের নির্যাতিতার পরিবার

হাথরসের ঘটনা নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি ৷ পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে । এমনকী , শেষকৃত্যের সময় পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছিল । সে'রাতে কী ঘটেছিল তা আজ আদালতের লখনউ বেঞ্চে জানাবে নির্যাতিতার পরিবার ।

Hathras
লাহাবাদ কোর্টে হাজির হবে হাথরসের নির্যাতিতার পরিবার
author img

By

Published : Oct 12, 2020, 1:32 PM IST

লখনউ , 12 অক্টোবর : হাথরসের নির্যাতিতার দেহ রাতারাতি দাহ করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে । এমনকী , দাহ করার সময় পরিবারকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ । এই নিয়ে আজ এলাহাবাদ কোর্টে বয়ান দেবে হাথরসের নির্যাতিতার পরিবার । কড়া নিরাপত্তার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে তারা এলাহাবাদ কোর্টে হাজির হবে । ইতিমধ্যেই তারা লখনউ পৌঁছেছে । রবিবারই উত্তরপ্রদেশ পুলিশ নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়া বিষয়ে আশ্বাস দিয়েছিল । নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার । অন্যদিকে , আজ নির্যাতিতার গ্রামে যেতে পারে CBI ।

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও ধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে 29 সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর ৷

হাথরসের এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি ৷ পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে । এমনকী , শেষকৃত্যের সময় পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছিল । সে'রাতে কী ঘটেছিল তা আজ আদালতের লখনউ বেঞ্চে জানাবে নির্যাতিতার পরিবার ।

লখনউ , 12 অক্টোবর : হাথরসের নির্যাতিতার দেহ রাতারাতি দাহ করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে । এমনকী , দাহ করার সময় পরিবারকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ । এই নিয়ে আজ এলাহাবাদ কোর্টে বয়ান দেবে হাথরসের নির্যাতিতার পরিবার । কড়া নিরাপত্তার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে তারা এলাহাবাদ কোর্টে হাজির হবে । ইতিমধ্যেই তারা লখনউ পৌঁছেছে । রবিবারই উত্তরপ্রদেশ পুলিশ নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়া বিষয়ে আশ্বাস দিয়েছিল । নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার । অন্যদিকে , আজ নির্যাতিতার গ্রামে যেতে পারে CBI ।

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও ধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে 29 সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর ৷

হাথরসের এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি ৷ পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে । এমনকী , শেষকৃত্যের সময় পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছিল । সে'রাতে কী ঘটেছিল তা আজ আদালতের লখনউ বেঞ্চে জানাবে নির্যাতিতার পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.