ETV Bharat / bharat

হাথরসের গণধর্ষণে নির্ভয়ার স্মৃতি, দিল্লিতে বিক্ষোভ ভিমসেনা ও মহিলা কংগ্রেসের - nirbhaya gangrape 2020

AIIMS-র সামানের রাস্তা অবরোধ করে আজ বিক্ষোভ দেখায় চন্দ্রশেখর আজ়াদের ভিম সেনা । "অভিযুক্তদের ফাঁসি দিন", স্লোগান ওঠে । বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস ।

delhi
pix - ANI
author img

By

Published : Sep 29, 2020, 6:49 PM IST

দিল্লি, 29 সেপ্টেম্বর : টানা 15দিনের লড়াই শেষ হয়েছে আজ সকালে । হাথরসের 'গণধর্ষিতা'র মৃত্যু মনে করিয়ে দিচ্ছে আট বছর আগের কথা । যেন নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি । জীবন-মৃত্যুর টানাপোড়েন । কিন্তু শেষরক্ষা হয়নি । ক্ষোভে ফেটে পড়েছে দেশ । এই ক্ষোভ অচেনা নয় । সেবছর শীতেও প্রতিবাদ মিছিল হয়েছিল রাজপথে । আজও সেই একইরকম বিক্ষোভ । তপশিলি জাতিভুক্ত বলেই কি এই অত্যাচার? প্রশ্ন উঠেছে । বিচার চেয়ে দিল্লির হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ভিম সেনা । স্লোগান একটাই, "ফাঁসি দিন !" এইদিকে বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস ।

দলিত পরিবারের সদস্য বলেই অত্যাচার ও ধর্ষণ , এই বিষয় প্রথম নয় উত্তরপ্রদেশে । 2014-এ বাদাউনে দুইজন দলিত কিশোরীকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল । সেইবারও অভিযোগ ছিল, দলিত পরিবারের সদস্য হয়েও তারা দিনপ্রতি তিন টাকা পারিশ্রমিক বাড়ানোর আবেদন করে । 'শাস্তি' হিসেবে তাদের মারধর ও গণধর্ষণ করা হয় । এরপর ঝুলিয়ে দেওয়া হয় গাছে । যাতে নিম্নবর্ণীয় সমাজে এই উদাহরণ থেকে যায় ।

হাথরসের এই যুবতি নিম্নবর্ণীয় পরিবারের । 14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদর জং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি ।

দিল্লিতে বিক্ষোভ ভিমসেনা ও মহিলা কংগ্রেসের

পরিবারের অভিযোগ, যুবতির চিকিৎসায় সঠিক সময় শুরু হয়নি । অভিযুক্তদের গ্রেপ্তারেও বিলম্ব করেছে পুলিশ । বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পুলিশ পদক্ষেপ করেছে । এই অভিযোগই বিক্ষোভের আগুনকে আরও তীব্র করেছে । তবে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তারা এখন পুলিশি হেপাজতে । খুনের মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে ।

AIIMS-র সামানের রাস্তা অবরোধ করে আজ বিক্ষোভ দেখায় চন্দ্রশেখর আজ়াদের ভিম সেনা । "অভিযুক্তদের ফাঁসি দিন", স্লোগান ওঠে । বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস । পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । চলে ধস্তাধস্তি । অনেক কর্মীকে আটক করা হয় । আটক হন দিল্লি মহিলা কংগ্রেসের সভানেত্রী অমৃতা ধাওয়ান । তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় হাথরসের এই মেয়েটির মৃত্যু হল ।

congress
গ্রেপ্তার হন একাধিক কংগ্রেস কর্মী

দু'সপ্তাহের লড়াই শেষ, দিল্লির হাসপাতালে মৃত্যু উত্তরপ্রদেশের গণধর্ষিতার

আজ সকালে নির্যাতিতার মৃত্যুর পরেই যোগী সরকারকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধি । টুইটে তিনি লেখেন, উত্তরপ্রদেশে আইন-প্রশাসন ব্যবস্থা খুব খারাপ । মহিলাদের নিরাপত্তার কোনও চিহ্ন নেই । অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে । এই ছোটো মেয়েটির অপরাধীদের কঠোর থেকে কঠোরতর সাজা হওয়া উচিত ।

  • ...यूपी में कानून व्यवस्था हद से ज्यादा बिगड़ चुकी है। महिलाओं की सुरक्षा का नाम-ओ-निशान नहीं है।अपराधी खुले आम अपराध कर रहे हैं।

    इस बच्ची के क़ातिलों को कड़ी से कड़ी सजा मिलनी चाहिए। @myogiadityanath उप्र की महिलाओं की सुरक्षा के प्रति आप जवाबदेह हैं। 2/2

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 29 সেপ্টেম্বর : টানা 15দিনের লড়াই শেষ হয়েছে আজ সকালে । হাথরসের 'গণধর্ষিতা'র মৃত্যু মনে করিয়ে দিচ্ছে আট বছর আগের কথা । যেন নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি । জীবন-মৃত্যুর টানাপোড়েন । কিন্তু শেষরক্ষা হয়নি । ক্ষোভে ফেটে পড়েছে দেশ । এই ক্ষোভ অচেনা নয় । সেবছর শীতেও প্রতিবাদ মিছিল হয়েছিল রাজপথে । আজও সেই একইরকম বিক্ষোভ । তপশিলি জাতিভুক্ত বলেই কি এই অত্যাচার? প্রশ্ন উঠেছে । বিচার চেয়ে দিল্লির হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ভিম সেনা । স্লোগান একটাই, "ফাঁসি দিন !" এইদিকে বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস ।

দলিত পরিবারের সদস্য বলেই অত্যাচার ও ধর্ষণ , এই বিষয় প্রথম নয় উত্তরপ্রদেশে । 2014-এ বাদাউনে দুইজন দলিত কিশোরীকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল । সেইবারও অভিযোগ ছিল, দলিত পরিবারের সদস্য হয়েও তারা দিনপ্রতি তিন টাকা পারিশ্রমিক বাড়ানোর আবেদন করে । 'শাস্তি' হিসেবে তাদের মারধর ও গণধর্ষণ করা হয় । এরপর ঝুলিয়ে দেওয়া হয় গাছে । যাতে নিম্নবর্ণীয় সমাজে এই উদাহরণ থেকে যায় ।

হাথরসের এই যুবতি নিম্নবর্ণীয় পরিবারের । 14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদর জং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি ।

দিল্লিতে বিক্ষোভ ভিমসেনা ও মহিলা কংগ্রেসের

পরিবারের অভিযোগ, যুবতির চিকিৎসায় সঠিক সময় শুরু হয়নি । অভিযুক্তদের গ্রেপ্তারেও বিলম্ব করেছে পুলিশ । বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পুলিশ পদক্ষেপ করেছে । এই অভিযোগই বিক্ষোভের আগুনকে আরও তীব্র করেছে । তবে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । তারা এখন পুলিশি হেপাজতে । খুনের মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে ।

AIIMS-র সামানের রাস্তা অবরোধ করে আজ বিক্ষোভ দেখায় চন্দ্রশেখর আজ়াদের ভিম সেনা । "অভিযুক্তদের ফাঁসি দিন", স্লোগান ওঠে । বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস । পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । চলে ধস্তাধস্তি । অনেক কর্মীকে আটক করা হয় । আটক হন দিল্লি মহিলা কংগ্রেসের সভানেত্রী অমৃতা ধাওয়ান । তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় হাথরসের এই মেয়েটির মৃত্যু হল ।

congress
গ্রেপ্তার হন একাধিক কংগ্রেস কর্মী

দু'সপ্তাহের লড়াই শেষ, দিল্লির হাসপাতালে মৃত্যু উত্তরপ্রদেশের গণধর্ষিতার

আজ সকালে নির্যাতিতার মৃত্যুর পরেই যোগী সরকারকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধি । টুইটে তিনি লেখেন, উত্তরপ্রদেশে আইন-প্রশাসন ব্যবস্থা খুব খারাপ । মহিলাদের নিরাপত্তার কোনও চিহ্ন নেই । অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে । এই ছোটো মেয়েটির অপরাধীদের কঠোর থেকে কঠোরতর সাজা হওয়া উচিত ।

  • ...यूपी में कानून व्यवस्था हद से ज्यादा बिगड़ चुकी है। महिलाओं की सुरक्षा का नाम-ओ-निशान नहीं है।अपराधी खुले आम अपराध कर रहे हैं।

    इस बच्ची के क़ातिलों को कड़ी से कड़ी सजा मिलनी चाहिए। @myogiadityanath उप्र की महिलाओं की सुरक्षा के प्रति आप जवाबदेह हैं। 2/2

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.