ETV Bharat / bharat

শামির বিবি হাসিনকে গ্রেপ্তার করল পুলিশ - hasin jahan

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবি হাসিন জাহানকে গ্রেপ্তার করল পুলিশ ।

হাসিন
author img

By

Published : Apr 29, 2019, 1:05 PM IST

আমরোহা, 29 এপ্রিল : ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবি হাসিন জাহানকে গ্রেপ্তার করল পুলিশ । গতকাল রাতে আমরোহাতে শামির বাড়িতে জোর করে ঢুকে পরেন হাসিন । সঙ্গে ছিল মেয়ে বেবো । তারপরেই শামির মায়ের সঙ্গে বচসায় জড়ান হাসিন । যার জেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় শামির পরিবারের পক্ষ থেকে ।

অভিযোগের ভিত্তিতে 151 নম্বর ধারায় হাসিনকে গ্রেপ্তার করল পুলিশ । 151 নম্বর ধারায় পুলিশ বিনা পরোয়ানায় 24 ঘণ্টার জন্য একজনকে প্রেপ্তার করতে পারে । এদিকে হাসিনের অভিযোগ, শামি প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে ।

প্রসঙ্গত, গতবছর শামির বিরুদ্ধে ধর্ষণ ও বিষক্রিয়ার মাধ্যমে খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ আনে তাঁর বিবি । পাশাপাশি শামির বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতাসহ একাধিক অভিযোগও তোলেন হাসিন । বিভিন্ন সময়ে শামির বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে বিতর্কও তৈরি হয়েছে বিস্তর । তাঁদের মধ্যে এখন বিবাহবিচ্ছেদের মামলা চলছে ।

আমরোহা, 29 এপ্রিল : ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবি হাসিন জাহানকে গ্রেপ্তার করল পুলিশ । গতকাল রাতে আমরোহাতে শামির বাড়িতে জোর করে ঢুকে পরেন হাসিন । সঙ্গে ছিল মেয়ে বেবো । তারপরেই শামির মায়ের সঙ্গে বচসায় জড়ান হাসিন । যার জেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় শামির পরিবারের পক্ষ থেকে ।

অভিযোগের ভিত্তিতে 151 নম্বর ধারায় হাসিনকে গ্রেপ্তার করল পুলিশ । 151 নম্বর ধারায় পুলিশ বিনা পরোয়ানায় 24 ঘণ্টার জন্য একজনকে প্রেপ্তার করতে পারে । এদিকে হাসিনের অভিযোগ, শামি প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে ।

প্রসঙ্গত, গতবছর শামির বিরুদ্ধে ধর্ষণ ও বিষক্রিয়ার মাধ্যমে খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ আনে তাঁর বিবি । পাশাপাশি শামির বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতাসহ একাধিক অভিযোগও তোলেন হাসিন । বিভিন্ন সময়ে শামির বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে বিতর্কও তৈরি হয়েছে বিস্তর । তাঁদের মধ্যে এখন বিবাহবিচ্ছেদের মামলা চলছে ।

Sonipat (Haryana), Apr 28 (ANI): Amidst the Lok Sabha elections, while addressing a public rally at Haryana's Sonipat today, Haryana Chief Minister Manohar Lal Khattar said, "Those who have misconception related to Electronic Voting Machines (EVMs) let them think that way as the moment when they will be losing elections only the excuse of EVM will come into their mind." "When Congress people lose elections they always blame EVMs, for them it means 'Ek Veham Mera' and they can't get away from this misconception. But, at the end the 'Chowkidar' of this nation (Narendra Modi) will become the Prime Minister and not any namdaar," Khattar added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.