ETV Bharat / bharat

মিছিলকে চন্ডীগড়ে প্রবেশে বাধা পুলিশের, গ্রেপ্তার হরসিমরত কউর বাদল

ভাতিন্ডা থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হরসিমরত কউর বাদল । মিছিল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চন্ডীগড়ে প্রবেশের চেষ্টা করে । সেখানে পঞ্জাবে রাজ্যপাল ভি পি সিং বাদনোরকে কৃষি আইনগুলির প্রতিবাদে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল অকালি দলের । কিন্তু হরসিমরত কউর বাদলের নেতৃত্বে মিছিল চন্ডীগড়ে প্রবেশের আগেই তা আটকে দেয় পুলিশ । গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে ।

হরসিমরত কউর বাদল
হরসিমরত কউর বাদল
author img

By

Published : Oct 1, 2020, 11:04 PM IST

চন্ডীগড়, 1 অক্টোবর : চন্ডীগড়ে প্রবেশের চেষ্টা করায় গ্রেপ্তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল । আজ রাত 9.57 মিনিটে নিজের গ্রেপ্তারির বিষয়ে টুইট করেন অকালি দলের নেত্রী । টুইটারে তিনি লিখেছেন, "কৃষকদের জন্য কথা বলতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে । কিন্তু এভাবে আমাদের চুপ করিয়ে রাখা যাবে না । "

নিজের টুইটার হ্যান্ডেলে দু'টি ছবিও শেয়ার করেন তিনি । যেখানে দেখা যাচ্ছে হরসিমরত কউর-সহ অন্যান্য অকালি দলের কর্মী ও সমর্থকেরা মুখে মাস্ক পরে প্রতিবাদ মিছিল করছিলেন । সেই মিছিলে বাধা দেয় পুলিশ ।

প্রসঙ্গত, কৃষি আইনের প্রতিবাদে আজ সকাল থেকে তিনটি পৃথক "কিষাণ মার্চ"-এর শুরু করেছিল অকালি দল । অমৃতসর থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শিরোমণি অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল । ভাতিন্ডা থেকে মিছিলের নেতৃত্ব দেন সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হরসিমরত কউর বাদল । তৃতীয় মিছিলটি শুরু হয়েছিল আনন্দপুর সাহিব থেকে, যার নেতৃত্বে ছিলেন অকালি দলের নেতা প্রেম সিং চান্দুমাজরা ও দলজিৎ সিং ।

  • ਕਿਸਾਨਾਂ ਦੇ ਹੱਕਾਂ ਦੀ ਰਾਖੀ ਲਈ ਆਵਾਜ਼ ਚੁੱਕਣ ਬਦਲੇ ਸਾਨੂੰ ਗ੍ਰਿਫ਼ਤਾਰ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ, ਪਰ ਅਸੀਂ ਸੱਚਾਈ ਦੀ ਪੈਰਵੀ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਅਤੇ ਇਸ ਜ਼ੋਰ ਜ਼ਬਰ ਨਾਲ ਸਾਡੀ ਸੱਚਾਈ ਦੀ ਆਵਾਜ਼ ਦਬਾਈ ਨਹੀਂ ਜਾ ਸਕੇਗੀ।

    Arrested for raising farmers' voice, but they won't be able to silence us.#IkkoNaaraKisanPyaara pic.twitter.com/zzFtt6TqqT

    — Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কর্নাটকে বনধ পালন কৃষক সংগঠনের, দিল্লিতেও বিক্ষোভ

তিনটি মিছিলই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চন্ডীগড়ে প্রবেশের চেষ্টা করে । সেখানে পঞ্জাবে রাজ্যপাল ভি পি সিং বাদনোরকে কৃষি আইনগুলির প্রতিবাদে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল অকালি দলের । কিন্তু হরসিমরত কউর বাদলের নেতৃত্বে মিছিল চন্ডিগড়ে প্রবেশের আগেই তা আটকে দেয় পুলিশ । গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে ।

পঞ্জাব-সহ দেশের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । বিলে অনুমোদন না দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আবেদন জানিয়েছিল বিরোধী দলগুলিও । কিন্তু এইসবের মধ্যেই কৃষি সংক্রান্ত তিনটি বিলে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তৈরি হয় আইন । এরপর থেকে কৃষকদের প্রতিবাদ আরও তীব্র হয়েছে ।

চন্ডীগড়, 1 অক্টোবর : চন্ডীগড়ে প্রবেশের চেষ্টা করায় গ্রেপ্তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল । আজ রাত 9.57 মিনিটে নিজের গ্রেপ্তারির বিষয়ে টুইট করেন অকালি দলের নেত্রী । টুইটারে তিনি লিখেছেন, "কৃষকদের জন্য কথা বলতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে । কিন্তু এভাবে আমাদের চুপ করিয়ে রাখা যাবে না । "

নিজের টুইটার হ্যান্ডেলে দু'টি ছবিও শেয়ার করেন তিনি । যেখানে দেখা যাচ্ছে হরসিমরত কউর-সহ অন্যান্য অকালি দলের কর্মী ও সমর্থকেরা মুখে মাস্ক পরে প্রতিবাদ মিছিল করছিলেন । সেই মিছিলে বাধা দেয় পুলিশ ।

প্রসঙ্গত, কৃষি আইনের প্রতিবাদে আজ সকাল থেকে তিনটি পৃথক "কিষাণ মার্চ"-এর শুরু করেছিল অকালি দল । অমৃতসর থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শিরোমণি অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল । ভাতিন্ডা থেকে মিছিলের নেতৃত্ব দেন সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হরসিমরত কউর বাদল । তৃতীয় মিছিলটি শুরু হয়েছিল আনন্দপুর সাহিব থেকে, যার নেতৃত্বে ছিলেন অকালি দলের নেতা প্রেম সিং চান্দুমাজরা ও দলজিৎ সিং ।

  • ਕਿਸਾਨਾਂ ਦੇ ਹੱਕਾਂ ਦੀ ਰਾਖੀ ਲਈ ਆਵਾਜ਼ ਚੁੱਕਣ ਬਦਲੇ ਸਾਨੂੰ ਗ੍ਰਿਫ਼ਤਾਰ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ, ਪਰ ਅਸੀਂ ਸੱਚਾਈ ਦੀ ਪੈਰਵੀ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਅਤੇ ਇਸ ਜ਼ੋਰ ਜ਼ਬਰ ਨਾਲ ਸਾਡੀ ਸੱਚਾਈ ਦੀ ਆਵਾਜ਼ ਦਬਾਈ ਨਹੀਂ ਜਾ ਸਕੇਗੀ।

    Arrested for raising farmers' voice, but they won't be able to silence us.#IkkoNaaraKisanPyaara pic.twitter.com/zzFtt6TqqT

    — Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কর্নাটকে বনধ পালন কৃষক সংগঠনের, দিল্লিতেও বিক্ষোভ

তিনটি মিছিলই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চন্ডীগড়ে প্রবেশের চেষ্টা করে । সেখানে পঞ্জাবে রাজ্যপাল ভি পি সিং বাদনোরকে কৃষি আইনগুলির প্রতিবাদে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল অকালি দলের । কিন্তু হরসিমরত কউর বাদলের নেতৃত্বে মিছিল চন্ডিগড়ে প্রবেশের আগেই তা আটকে দেয় পুলিশ । গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে ।

পঞ্জাব-সহ দেশের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । বিলে অনুমোদন না দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আবেদন জানিয়েছিল বিরোধী দলগুলিও । কিন্তু এইসবের মধ্যেই কৃষি সংক্রান্ত তিনটি বিলে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তৈরি হয় আইন । এরপর থেকে কৃষকদের প্রতিবাদ আরও তীব্র হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.