ETV Bharat / bharat

"গণতন্ত্রপ্রেমীরা আজ গর্বিত", সাংসদদের জন্য চা নিয়ে যাওয়ায় ডেপুটি চেয়ারম্যানের প্রশংসা প্রধানমন্ত্রীর - সাংসদদের জন্য চা নিয়ে যাওয়ায় ডেপুটি চেয়ারম্যানের প্রশংসা প্রধানমন্ত্রীর

আজ সকালে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে যান হরিবংশ নারায়ণ সিং । তাঁর এই ভূমিকার প্রশংসা করে আজ টুইট করেন প্রধানমন্ত্রী ৷

হরিবংশ নারায়ণ সিং-এর প্রশংসা প্রধানমন্ত্রীর
হরিবংশ নারায়ণ সিং-এর প্রশংসা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Sep 22, 2020, 10:16 AM IST

দিল্লি, 22 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে তাঁকে রীতিমতো হেনস্থা করার অভিযোগ উঠেছিল কয়েকজন বিরোধী সাংসদের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল বিরোধীরা । আর আজ সকালে সেই সাংসদদের জন্যই চা নিয়ে যান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং । আর তাঁর এই ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আজ সকালে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে যান হরিবংশ নারায়ণ সিং । এনিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, "যাঁরা তাঁকে কয়েকদিন আগে হেনস্থা ও আক্রমণ করল ও যাঁরা ধরনায় বসেছে তাঁদের জন্য চা নিয়ে গিয়ে বড় হৃদয়ের প্রমাণ দিলেন হরিবংশজি । এটা তাঁর মহত্বকে তুলে ধরে । আমি দেশবাসীকে তাঁকে অভিনন্দন জানাতে বলব ।"

  • To personally serve tea to those who attacked and insulted him a few days ago as well as those sitting on Dharna shows that Shri Harivansh Ji has been blessed with a humble mind and a big heart. It shows his greatness. I join the people of India in congratulating Harivansh Ji.

    — Narendra Modi (@narendramodi) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটারে আরও লেখেন, "শতাব্দীর পর শতাব্দী ধরে বিহারের মহান মাটি আমাদের গণতন্ত্রের মূল্য শিখিয়েছে । আর হরিবংশজির মতো রাজনীতিবিদ আজ যা করলেন তা প্রত্যেক গণতন্ত্রপ্রেমীকে গর্বিত করে ।"

  • For centuries, the great land of Bihar has been teaching us the values of democracy. In line with that wonderful ethos, MP from Bihar and Rajya Sabha Deputy Chairperson Shri Harivansh Ji’s inspiring and statesman like conduct this morning will make every democracy lover proud.

    — Narendra Modi (@narendramodi) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 22 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে তাঁকে রীতিমতো হেনস্থা করার অভিযোগ উঠেছিল কয়েকজন বিরোধী সাংসদের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল বিরোধীরা । আর আজ সকালে সেই সাংসদদের জন্যই চা নিয়ে যান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং । আর তাঁর এই ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আজ সকালে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে যান হরিবংশ নারায়ণ সিং । এনিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, "যাঁরা তাঁকে কয়েকদিন আগে হেনস্থা ও আক্রমণ করল ও যাঁরা ধরনায় বসেছে তাঁদের জন্য চা নিয়ে গিয়ে বড় হৃদয়ের প্রমাণ দিলেন হরিবংশজি । এটা তাঁর মহত্বকে তুলে ধরে । আমি দেশবাসীকে তাঁকে অভিনন্দন জানাতে বলব ।"

  • To personally serve tea to those who attacked and insulted him a few days ago as well as those sitting on Dharna shows that Shri Harivansh Ji has been blessed with a humble mind and a big heart. It shows his greatness. I join the people of India in congratulating Harivansh Ji.

    — Narendra Modi (@narendramodi) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটারে আরও লেখেন, "শতাব্দীর পর শতাব্দী ধরে বিহারের মহান মাটি আমাদের গণতন্ত্রের মূল্য শিখিয়েছে । আর হরিবংশজির মতো রাজনীতিবিদ আজ যা করলেন তা প্রত্যেক গণতন্ত্রপ্রেমীকে গর্বিত করে ।"

  • For centuries, the great land of Bihar has been teaching us the values of democracy. In line with that wonderful ethos, MP from Bihar and Rajya Sabha Deputy Chairperson Shri Harivansh Ji’s inspiring and statesman like conduct this morning will make every democracy lover proud.

    — Narendra Modi (@narendramodi) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.