ETV Bharat / bharat

সবদলের নেতাদের ধন্যবাদ, বৈঠক শেষে টুইট মোদির - tweet

সর্বদলীয় বৈঠকের পর টুইট করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানালেন মোদি ।

সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 20, 2019, 12:02 AM IST

Updated : Jun 20, 2019, 7:54 AM IST

দিল্লি, 20 জুন: অসাধারণ । গুরুত্বপূর্ণ । বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠক শেষে টুইট করে মোদি বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ । সমস্ত নেতাদের ধন্যবাদ, গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ দেওয়ার জন্য । '

মূলত, এক দেশ এক নির্বাচন নীতি নিয়েই গতকাল সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী । সেই বৈঠকের পর কেন্দ্রীয় সরকার একটি ঘোষণা করে । প্রধানমন্ত্রীর প্রস্তাবিত "এক দেশ এক নির্বাচন"-র সম্ভাব্যতা খতিয়ে দেখতে কেন্দ্র একটি কমিটি গঠন করবে । বৈঠকের পর টুইট করে রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান । টুইটে মোদি লেখেন, 'বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ । বিভিন্ন রাজনৈতিক ইশু নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয় । গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ দেওয়ার জন্য সমস্ত নেতাদের ধন্যবাদ । '

আরও পড়ুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

অন্যদিকে CPI(M)-সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "এক দেশ এক নির্বাচন নীতি চালুর ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা রয়েছে । তাছাড়া. এই নীতি যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার বিরোধী ।" বামেদের পাশাপাশি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি-সহ DMK মতো বিরোধী দলগুলো এই নীতির বিরোধিতা করেছে ।

আরও পড়ুন : রাম-রহমানকে মিলিয়ে সংসদে ধর্মনিরপেক্ষতার বার্তা অধীরের

যদিও বৈঠক শেষ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সর্বদলীয় বৈঠক সফল । মোদিজির ভাবনাকে বেশিরভাগ বিরোধী দলই সমর্থন জানিয়েছে । এই নীতি নিয়ে CPI(M) ও CPI-র সঙ্গে মতবিরোধ রয়েছে । এই বৈঠকে NDA শরিক দলগুলো ছাড়াও বামদলগুলো উপস্থিত ছিল ।

দিল্লি, 20 জুন: অসাধারণ । গুরুত্বপূর্ণ । বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠক শেষে টুইট করে মোদি বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ । সমস্ত নেতাদের ধন্যবাদ, গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ দেওয়ার জন্য । '

মূলত, এক দেশ এক নির্বাচন নীতি নিয়েই গতকাল সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী । সেই বৈঠকের পর কেন্দ্রীয় সরকার একটি ঘোষণা করে । প্রধানমন্ত্রীর প্রস্তাবিত "এক দেশ এক নির্বাচন"-র সম্ভাব্যতা খতিয়ে দেখতে কেন্দ্র একটি কমিটি গঠন করবে । বৈঠকের পর টুইট করে রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান । টুইটে মোদি লেখেন, 'বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ । বিভিন্ন রাজনৈতিক ইশু নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয় । গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ দেওয়ার জন্য সমস্ত নেতাদের ধন্যবাদ । '

আরও পড়ুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

অন্যদিকে CPI(M)-সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "এক দেশ এক নির্বাচন নীতি চালুর ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা রয়েছে । তাছাড়া. এই নীতি যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার বিরোধী ।" বামেদের পাশাপাশি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি-সহ DMK মতো বিরোধী দলগুলো এই নীতির বিরোধিতা করেছে ।

আরও পড়ুন : রাম-রহমানকে মিলিয়ে সংসদে ধর্মনিরপেক্ষতার বার্তা অধীরের

যদিও বৈঠক শেষ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সর্বদলীয় বৈঠক সফল । মোদিজির ভাবনাকে বেশিরভাগ বিরোধী দলই সমর্থন জানিয়েছে । এই নীতি নিয়ে CPI(M) ও CPI-র সঙ্গে মতবিরোধ রয়েছে । এই বৈঠকে NDA শরিক দলগুলো ছাড়াও বামদলগুলো উপস্থিত ছিল ।

Mumbai, Apr 29 (ANI): Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das casts his vote at Mumbai's Peddar Road. Polling for 4th phase of LS elections are underway across the country. Results will declare on May 23.
Last Updated : Jun 20, 2019, 7:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.