ETV Bharat / bharat

ফ্ল্যাট থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে উদ্ধার মা-ছেলের কোপানো দেহ - delhi woman killed

জাহাঙ্গীরপুরির 'কে' ব্লকের একটি বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা আজ সকালে পুলিশে খবর দেন  ।  পুলিশ এসে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ । দরজা ভেঙে পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে ঘরের ভেতর এক মহিলা ও তাঁর নাবালক ছেলের দেহ পড়ে রয়েছে ।

Body recover
মা ও ছেলের দেহ উদ্ধার
author img

By

Published : Jan 21, 2020, 5:54 PM IST

দিল্লি, 21 জানুয়ারি : ফ্ল্যাটের দরজা ভেঙে এক মহিলা ও তাঁর ছেলের দেহ উদ্ধার করল পুলিশ । দুজনকেই কুপিয়ে খুন করা হয়েছে । ঘটনাটি দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকার ।

জাহাঙ্গীরপুরির 'কে' ব্লকের একটি বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা আজ সকালে পুলিশে খবর দেন । পুলিশ এসে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ । দরজা ভেঙে পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে ঘরের ভেতর এক মহিলা ও তাঁর নাবালক ছেলের দেহ পড়ে রয়েছে ।

উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য জানিয়েছেন, ওই মহিলার নাম পূজা । তাঁর স্বামীর বছর দুয়েক আগে মৃত্যু হয়েছে । ফ্ল্যাটে পূজা তাঁর 12 বছরের ছেলেকে নিয়ে থাকতেন । দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ভারী কিছু দিয়ে আঘাত করার পর ওই দুইজনকে কুপিয়ে খুন করা হয়েছে । সম্ভবত দুই-তিন দিন আগে খুন করা হয় ।

তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে গত তিন দিনে ওই মহিলার ফ্ল্যাটে কে বা কারা এসেছিল । তা ছাড়া ওই মহিলার মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে । পূজার মা ওই এলাকাতেই অন্য একটি ফ্ল্যাটে থাকেন । তিনি বলেন, "প্রতিবেশীদের কাছ থেকেই খবরটা শুনলাম । কীভাবে এমনটা হল বুঝতে পারছি না । "

দিল্লি, 21 জানুয়ারি : ফ্ল্যাটের দরজা ভেঙে এক মহিলা ও তাঁর ছেলের দেহ উদ্ধার করল পুলিশ । দুজনকেই কুপিয়ে খুন করা হয়েছে । ঘটনাটি দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকার ।

জাহাঙ্গীরপুরির 'কে' ব্লকের একটি বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা আজ সকালে পুলিশে খবর দেন । পুলিশ এসে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ । দরজা ভেঙে পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে ঘরের ভেতর এক মহিলা ও তাঁর নাবালক ছেলের দেহ পড়ে রয়েছে ।

উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য জানিয়েছেন, ওই মহিলার নাম পূজা । তাঁর স্বামীর বছর দুয়েক আগে মৃত্যু হয়েছে । ফ্ল্যাটে পূজা তাঁর 12 বছরের ছেলেকে নিয়ে থাকতেন । দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ভারী কিছু দিয়ে আঘাত করার পর ওই দুইজনকে কুপিয়ে খুন করা হয়েছে । সম্ভবত দুই-তিন দিন আগে খুন করা হয় ।

তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে গত তিন দিনে ওই মহিলার ফ্ল্যাটে কে বা কারা এসেছিল । তা ছাড়া ওই মহিলার মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে । পূজার মা ওই এলাকাতেই অন্য একটি ফ্ল্যাটে থাকেন । তিনি বলেন, "প্রতিবেশীদের কাছ থেকেই খবরটা শুনলাম । কীভাবে এমনটা হল বুঝতে পারছি না । "

Mumbai, Jan 21 (ANI): While speaking to ANI in Mumbai on January 21, MLA and Bharatiya Janata Party (BJP) leader Raj Purohit spoke on proposal of Mumbai malls, eateries and pubs to remain open round the clock. He said, "If culture of alcohol gets popular, it will lead to increase in crime against women and there will be thousands of Nirbhaya cases." "He should think whether such culture is good for India," he added on Maharashtra Tourism Minister Aaditya Thackeray's statement.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.