কাবুল, 25 মার্চ : কাবুলের একটি গুরুদ্বারে বন্দুকধারীদের হামলা । মৃত 27, জখম 8 । আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম চার বন্দুকধারী ৷
আজ সকালে 7.45 মিনিট নাগাদ কাবুলের শোর বাজারের গুরুদ্বারে হামলা চালায় দুষ্কৃতীরা, জানিয়েছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী তারিক আরিয়ন । টোলো নিউজ় সূত্রে খবর, কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে । ভিতরে 200 জনের বেশি আটকে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছিল ।
আফগানিস্তানকে 1 বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার যে ঘোষণা অ্যামেরিকা করেছিল তা আর দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। কারণ, সেদেশের রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে বিবাদেই ব্যস্ত। তালিবানদের সঙ্গে কোনও সমঝোতায় না যাওয়ায় সাহায্যের ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়। ঠিক তারপরই এই ঘটনা।
ঘটনার তীব্র নিন্দা ভারতের। এক শোকবার্তায় বলা হয়েছে, মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি। আফগানিস্তানে হিন্দু ও শিখ সম্প্রদায়ের আক্রান্ত পরিবারগুলিকে সহায়তা দিতে তৈরি ভারত।