শ্রীনগর, 22 জুন: দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ভেরিনাগ এলাকার কারপানে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই ৷ সকাল থেকে সেখানে গুলির লড়াই শুরু হয় ।
পুলিশ, সেনা ও CRPF-এর একটি যৌথ দল ভেরিনাগ এলাকায় অভিযান শুরু করে । যৌথবাহিনী সন্দেহভাজন এলাকাতে পৌঁছালেই জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ পালটা জবাব দেয় যৌথবাহিনীও ৷
সেনার পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে পদস্থ এক আধিকারিক জানান, সেনা এবং পুলিশের যৌথ দল আর জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত দু'তরফের কেউ আহত বা মারা গেছেন কি না তা জানা যায়নি ৷ খুব তাড়াতাড়ি তা জাননো হবে বলে বিবৃতি দেওয়া হয়েছে ৷