দিল্লি, 3 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে চলল গুলি ৷ বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের সামনে রাত 12 টা নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ হামলার খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের বাইরে জমায়েত শুরু হয় ৷ হামলার প্রতিবাদে জামিয়া নগর থানার সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ লিখিত অভিযোগ দায়েরের পর থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷
ACP জগদীশ যাদব জানান, "তাঁদের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থানে আমাদের দল যাবে ৷ বিশ্ববিদ্যালয়ের গেট নম্বর পাঁচ ও সাতের সামনের CCTV ফুটেজ সংগ্রহ করবে তারা ৷ তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷"
-
#WATCH Delhi: People gather in protest outside Jamia Millia Islamia University following an incident of firing at gate no.5 of the university. 2 scooty-borne unidentified people had fired bullets at the spot. SHO (Station house officer) is present at the spot. Investigation is on pic.twitter.com/EKlxQPBVum
— ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Delhi: People gather in protest outside Jamia Millia Islamia University following an incident of firing at gate no.5 of the university. 2 scooty-borne unidentified people had fired bullets at the spot. SHO (Station house officer) is present at the spot. Investigation is on pic.twitter.com/EKlxQPBVum
— ANI (@ANI) February 2, 2020#WATCH Delhi: People gather in protest outside Jamia Millia Islamia University following an incident of firing at gate no.5 of the university. 2 scooty-borne unidentified people had fired bullets at the spot. SHO (Station house officer) is present at the spot. Investigation is on pic.twitter.com/EKlxQPBVum
— ANI (@ANI) February 2, 2020
জামিয়া কোঅর্ডিনেশন কমিটির তরফে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে ৷ ওই দুই ব্যক্তি স্কুটিতে চেপে এসেছিল বলে জানা গেছে ৷ দিল্লির ডেপুটি পুলিশ কমিশমনার জানান, " স্টেশন হাউজ় অফিসার ঘটনাস্থানে উপস্থিত আছেন ৷ অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ৷" ঘটনার প্রতিবাদে জমায়েত শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বাইরে ৷
-
Delhi: Students of Jamia Millia Islamia University and others gather outside Jamia Nagar Police station. An incident of firing near gate number 5 of the university, by two scootey-borne unidentified people, was reported earlier tonight. No injuries were reported in the incident. pic.twitter.com/XDlgqxmBQK
— ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: Students of Jamia Millia Islamia University and others gather outside Jamia Nagar Police station. An incident of firing near gate number 5 of the university, by two scootey-borne unidentified people, was reported earlier tonight. No injuries were reported in the incident. pic.twitter.com/XDlgqxmBQK
— ANI (@ANI) February 2, 2020Delhi: Students of Jamia Millia Islamia University and others gather outside Jamia Nagar Police station. An incident of firing near gate number 5 of the university, by two scootey-borne unidentified people, was reported earlier tonight. No injuries were reported in the incident. pic.twitter.com/XDlgqxmBQK
— ANI (@ANI) February 2, 2020
আরও পড়ুন : "এই নাও আজ়াদি", জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি
এর আগে 30 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাছেই নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে জামিয়ার পড়ুয়াদের সমবেত বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠেছিল নয়ডার এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জখম হয়েছিল এক পড়ুয়া ৷ কালো রঙের জ্যাকেট পরিহিত এক ব্যক্তি প্রকাশ্যে গুলি চালায় বিক্ষোভকারীদের দিকে ৷ গুলি চালানোর পর বন্দুক হাতে নিয়ে হামলাকারী বলেছিল, "এই নাও আজ়াদি ।" সেদিনের ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।
-
Delhi: An incident of firing has been reported near Gate number 5 of Jamia Millia Islamia University. More details awaited. pic.twitter.com/2L06zSRACg
— ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: An incident of firing has been reported near Gate number 5 of Jamia Millia Islamia University. More details awaited. pic.twitter.com/2L06zSRACg
— ANI (@ANI) February 2, 2020Delhi: An incident of firing has been reported near Gate number 5 of Jamia Millia Islamia University. More details awaited. pic.twitter.com/2L06zSRACg
— ANI (@ANI) February 2, 2020
আরও পড়ুন : শাহিনবাগে চলল গুলি, প্রতিবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI শাখার
1 ফেব্রুযারি ফের গুলি চালানো ঘটনা প্রকাশ্যে আসে শাহিনবাগ থেকে ৷ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালিয়েছিল সে ।