ETV Bharat / bharat

ফের গুলি জামিয়ায়, প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের

ফের হামলার মুখে জামিয়া ৷ রাত প্রায় 12 টা নাগাদ জামিয়ার পাঁচ নম্বর গেটের সামনে গুলির আওয়াজ শোনা যায় ৷ অভিযোগ, অজ্ঞাতপরিচয় দু'জন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত ৷ প্রতিবাদে জমায়েত শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বাইরে ৷

Jamia
ছবি সৌজন্য়ে : ANI
author img

By

Published : Feb 3, 2020, 12:25 AM IST

Updated : Feb 3, 2020, 3:34 AM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে চলল গুলি ৷ বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের সামনে রাত 12 টা নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ হামলার খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের বাইরে জমায়েত শুরু হয় ৷ হামলার প্রতিবাদে জামিয়া নগর থানার সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ লিখিত অভিযোগ দায়েরের পর থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

ACP জগদীশ যাদব জানান, "তাঁদের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থানে আমাদের দল যাবে ৷ বিশ্ববিদ্যালয়ের গেট নম্বর পাঁচ ও সাতের সামনের CCTV ফুটেজ সংগ্রহ করবে তারা ৷ তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷"

  • #WATCH Delhi: People gather in protest outside Jamia Millia Islamia University following an incident of firing at gate no.5 of the university. 2 scooty-borne unidentified people had fired bullets at the spot. SHO (Station house officer) is present at the spot. Investigation is on pic.twitter.com/EKlxQPBVum

    — ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জামিয়া কোঅর্ডিনেশন কমিটির তরফে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে ৷ ওই দুই ব্যক্তি স্কুটিতে চেপে এসেছিল বলে জানা গেছে ৷ দিল্লির ডেপুটি পুলিশ কমিশমনার জানান, " স্টেশন হাউজ় অফিসার ঘটনাস্থানে উপস্থিত আছেন ৷ অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ৷" ঘটনার প্রতিবাদে জমায়েত শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বাইরে ৷

  • Delhi: Students of Jamia Millia Islamia University and others gather outside Jamia Nagar Police station. An incident of firing near gate number 5 of the university, by two scootey-borne unidentified people, was reported earlier tonight. No injuries were reported in the incident. pic.twitter.com/XDlgqxmBQK

    — ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "এই নাও আজ়াদি", জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি

এর আগে 30 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাছেই নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে জামিয়ার পড়ুয়াদের সমবেত বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠেছিল নয়ডার এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জখম হয়েছিল এক পড়ুয়া ৷ কালো রঙের জ্যাকেট পরিহিত এক ব্যক্তি প্রকাশ্যে গুলি চালায় বিক্ষোভকারীদের দিকে ৷ গুলি চালানোর পর বন্দুক হাতে নিয়ে হামলাকারী বলেছিল, "এই নাও আজ়াদি ।" সেদিনের ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

আরও পড়ুন : শাহিনবাগে চলল গুলি, প্রতিবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI শাখার

1 ফেব্রুযারি ফের গুলি চালানো ঘটনা প্রকাশ্যে আসে শাহিনবাগ থেকে ৷ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালিয়েছিল সে ।

দিল্লি, 3 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে চলল গুলি ৷ বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের সামনে রাত 12 টা নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ হামলার খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের বাইরে জমায়েত শুরু হয় ৷ হামলার প্রতিবাদে জামিয়া নগর থানার সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ লিখিত অভিযোগ দায়েরের পর থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

ACP জগদীশ যাদব জানান, "তাঁদের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে ৷ ঘটনাস্থানে আমাদের দল যাবে ৷ বিশ্ববিদ্যালয়ের গেট নম্বর পাঁচ ও সাতের সামনের CCTV ফুটেজ সংগ্রহ করবে তারা ৷ তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷"

  • #WATCH Delhi: People gather in protest outside Jamia Millia Islamia University following an incident of firing at gate no.5 of the university. 2 scooty-borne unidentified people had fired bullets at the spot. SHO (Station house officer) is present at the spot. Investigation is on pic.twitter.com/EKlxQPBVum

    — ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জামিয়া কোঅর্ডিনেশন কমিটির তরফে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে ৷ ওই দুই ব্যক্তি স্কুটিতে চেপে এসেছিল বলে জানা গেছে ৷ দিল্লির ডেপুটি পুলিশ কমিশমনার জানান, " স্টেশন হাউজ় অফিসার ঘটনাস্থানে উপস্থিত আছেন ৷ অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ৷" ঘটনার প্রতিবাদে জমায়েত শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বাইরে ৷

  • Delhi: Students of Jamia Millia Islamia University and others gather outside Jamia Nagar Police station. An incident of firing near gate number 5 of the university, by two scootey-borne unidentified people, was reported earlier tonight. No injuries were reported in the incident. pic.twitter.com/XDlgqxmBQK

    — ANI (@ANI) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "এই নাও আজ়াদি", জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি

এর আগে 30 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাছেই নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে জামিয়ার পড়ুয়াদের সমবেত বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠেছিল নয়ডার এক ব্যক্তির বিরুদ্ধে ৷ জখম হয়েছিল এক পড়ুয়া ৷ কালো রঙের জ্যাকেট পরিহিত এক ব্যক্তি প্রকাশ্যে গুলি চালায় বিক্ষোভকারীদের দিকে ৷ গুলি চালানোর পর বন্দুক হাতে নিয়ে হামলাকারী বলেছিল, "এই নাও আজ়াদি ।" সেদিনের ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

আরও পড়ুন : শাহিনবাগে চলল গুলি, প্রতিবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI শাখার

1 ফেব্রুযারি ফের গুলি চালানো ঘটনা প্রকাশ্যে আসে শাহিনবাগ থেকে ৷ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালিয়েছিল সে ।

New Delhi, Feb 02 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal on February 02 slammed the BJP while addressing a public rally in Vishwas Nagar. He said, "If BJP people come to you, tell them. As long as our Kejriwal is (Chief Minister), travel in buses, electricity, water, schools, and medical treatment will be free." Assembly elections in Delhi will be held on February 08, while the counting of votes will take place on February 11.
Last Updated : Feb 3, 2020, 3:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.