ETV Bharat / bharat

কোরোনা চিকিৎসায় প্লাজ়মা ট্রান্সফিউশনের অনুমতি চাইল গুজরাত

আহমেদাবাদের দুই হাসপাতালের পক্ষ থেকে ICMR-এর কাছে প্লাজ়মা ট্রান্সফিউশনের অনুমতি চাওয়া হয়েছে ৷

author img

By

Published : Apr 18, 2020, 7:51 PM IST

plasma transfusion in corona treatment
প্লাজ়মা ট্রান্সফিউশন

আহমেদাবাদ, 18 এপ্রিল : COVID-19 বা নভেল কোরোনা ভাইরাসের চিকিৎসায় নতুন পদ্ধতি অবলম্বন করবে গুজরাত সরকার ৷ প্লাজ়মা ট্রান্সফিউশন পদ্ধতির মাধ্যমে আক্রান্তের শরীরে অ্যান্টিবডি তৈরি করা হবে ৷ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোরোনা আক্রান্তের ৷ গুজরাতের স্বাস্থ্য আধিকারিকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

নভেল কোরোনা ভাইরাসের সঠিক চিকিৎসা পদ্ধতি কী তা কারওর জানা নেই ৷ কিন্তু কয়েকটি পদ্ধতি অবলম্বন করে সুস্থ হয়ে উঠছেন বহু কোরোনা আক্রান্ত মানুষ ৷ চিকিৎসকদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে COVID-19 এর মোকাবিলা করা সম্ভব হচ্ছে ৷ এবার এই পদ্ধতিকেই অন্যরকমভাবে ব্যবহার করতে চলেছে গুজরাত ৷ কোরোনা আক্রান্তের শরীরে প্লাজ়মা ট্রান্সফিউশন হবে ৷ যে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, তাঁর রক্ত থেকে প্লাজ়মা সংগ্রহ করা হবে ৷ সেই প্লাজ়মা COVID-19 আক্রান্ত ব্যক্তির শরীরে দেওয়া হবে ৷ তার থেকে অ্যান্টিবডি তৈরি হবে , যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ৷ অ্যান্টিবডি আসলে একটি প্রোটিন ৷ মানবদেহে প্লাজ়মা থেকে তৈরি হয় অ্যান্টিবডি ৷

গুজরাতের স্বাস্থ্যবিভাগের মুখ্য সচিব জয়ন্তী রবি জানান, ‘‘প্লাসমা ট্রান্সফিউশনের বিষয়ে একটি প্রস্তাবনা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর কাছে পেশ করেছে আহমেদাবাদের একটি সরকারি ও SVP হাসপাতাল ৷ আমরা শুনেছি ICMR-এর তরফে কেরালা সরকারকে প্লাজ়মা ট্রান্সফিউশনের অনুমতি দেওয়া হয়েছে ৷ ভাইরাসের মোকাবিলা করতে মানবদেহে অ্যান্টিবডি তৈরি হয় ৷ কোরোনা আক্রান্তদের মধ্যে যারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, তাদের রক্তের প্লাজ়মায় এই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে ৷ তাদের থেকে এটি সংগ্রহ করে আক্রান্তদের শরীরে প্রবেশ করানো হবে ৷’’

আহমেদাবাদ, 18 এপ্রিল : COVID-19 বা নভেল কোরোনা ভাইরাসের চিকিৎসায় নতুন পদ্ধতি অবলম্বন করবে গুজরাত সরকার ৷ প্লাজ়মা ট্রান্সফিউশন পদ্ধতির মাধ্যমে আক্রান্তের শরীরে অ্যান্টিবডি তৈরি করা হবে ৷ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোরোনা আক্রান্তের ৷ গুজরাতের স্বাস্থ্য আধিকারিকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

নভেল কোরোনা ভাইরাসের সঠিক চিকিৎসা পদ্ধতি কী তা কারওর জানা নেই ৷ কিন্তু কয়েকটি পদ্ধতি অবলম্বন করে সুস্থ হয়ে উঠছেন বহু কোরোনা আক্রান্ত মানুষ ৷ চিকিৎসকদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে COVID-19 এর মোকাবিলা করা সম্ভব হচ্ছে ৷ এবার এই পদ্ধতিকেই অন্যরকমভাবে ব্যবহার করতে চলেছে গুজরাত ৷ কোরোনা আক্রান্তের শরীরে প্লাজ়মা ট্রান্সফিউশন হবে ৷ যে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, তাঁর রক্ত থেকে প্লাজ়মা সংগ্রহ করা হবে ৷ সেই প্লাজ়মা COVID-19 আক্রান্ত ব্যক্তির শরীরে দেওয়া হবে ৷ তার থেকে অ্যান্টিবডি তৈরি হবে , যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ৷ অ্যান্টিবডি আসলে একটি প্রোটিন ৷ মানবদেহে প্লাজ়মা থেকে তৈরি হয় অ্যান্টিবডি ৷

গুজরাতের স্বাস্থ্যবিভাগের মুখ্য সচিব জয়ন্তী রবি জানান, ‘‘প্লাসমা ট্রান্সফিউশনের বিষয়ে একটি প্রস্তাবনা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর কাছে পেশ করেছে আহমেদাবাদের একটি সরকারি ও SVP হাসপাতাল ৷ আমরা শুনেছি ICMR-এর তরফে কেরালা সরকারকে প্লাজ়মা ট্রান্সফিউশনের অনুমতি দেওয়া হয়েছে ৷ ভাইরাসের মোকাবিলা করতে মানবদেহে অ্যান্টিবডি তৈরি হয় ৷ কোরোনা আক্রান্তদের মধ্যে যারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, তাদের রক্তের প্লাজ়মায় এই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে ৷ তাদের থেকে এটি সংগ্রহ করে আক্রান্তদের শরীরে প্রবেশ করানো হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.