ETV Bharat / bharat

সমঝোতা এক্সপ্রেস বন্ধ থাকায় পাকিস্তানে আটকে 80 ভারতীয় - pakistan

: ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল স্থগিতের কারণে পাকিস্তানে আটকে প্রায় 80 জন ভারতীয় । তাদের বাড়ি গুজরাতের গোধরায় । আটক ভারতীয়দের দেশে ফেরাতে তাদের পরিবারের লোকজন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 25, 2019, 9:59 PM IST

গোধরা (গুজরাত), 25 অগাস্ট : ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল স্থগিতের কারণে পাকিস্তানে আটকে প্রায় 80 জন ভারতীয় । তাদের বাড়ি গুজরাতের গোধরায় । আটক ভারতীয়দের দেশে ফেরাতে তাদের পরিবারের লোকজন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে ।

সিমলা চুক্তির পর 1976 সালে ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চালু হয় । দিল্লি থেকে আটারি সীমান্ত হয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত যেত সমঝোতা এক্সপ্রেস । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর ভারত ও পাকিস্তান এই ট্রেন চলাচল স্থগিত করে ।

গুজরাতের সমাজকর্মী হাজি ফিরদৌস বলেন, "গোধরার বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 80 জন আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিলেন । ট্রেন পরিষেবা স্থগিতের পর তাঁরা আটকে আছে । আমি কেন্দ্রীয় সরকারকে তাঁদের পাকিস্তান থেকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি ।"

জমিয়ত উলেমা-ই-হিন্দের গুজরাত ইউনিটের সহ-সভাপতি মহম্মদ ইদ্রিশ ঘেশ বলেন, "সমস্ত প্রক্রিয়া মেনেই ওনারা পাকিস্তানে যান । আমরা ভারত সরকারকে তাঁদের ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি ।"

পাকিস্তানে গিয়ে আটকে পড়েছেন গোধরার বাসিন্দা মহম্মদ ইউসুফের ভাই মহমম্দ আকরাম । তিনি বলেন, "আমার ভাই আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিল । ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় ও সেখানে আটকে পড়েছে । আমরা ভারত সরকারকে অনুরোধ করছি যাতে সবাইকে ফিরিয়ে আনা হয় ।"

গোধরার তেহসিলদার এইচ এ পাঞ্জাবি বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আমরা সমস্ত তথ্য নিয়ে কালেক্টরকে দেব । তারপর সরকারের অনুরোধ পাঠানো হবে ।"

গোধরা (গুজরাত), 25 অগাস্ট : ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল স্থগিতের কারণে পাকিস্তানে আটকে প্রায় 80 জন ভারতীয় । তাদের বাড়ি গুজরাতের গোধরায় । আটক ভারতীয়দের দেশে ফেরাতে তাদের পরিবারের লোকজন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে ।

সিমলা চুক্তির পর 1976 সালে ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চালু হয় । দিল্লি থেকে আটারি সীমান্ত হয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত যেত সমঝোতা এক্সপ্রেস । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর ভারত ও পাকিস্তান এই ট্রেন চলাচল স্থগিত করে ।

গুজরাতের সমাজকর্মী হাজি ফিরদৌস বলেন, "গোধরার বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 80 জন আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিলেন । ট্রেন পরিষেবা স্থগিতের পর তাঁরা আটকে আছে । আমি কেন্দ্রীয় সরকারকে তাঁদের পাকিস্তান থেকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি ।"

জমিয়ত উলেমা-ই-হিন্দের গুজরাত ইউনিটের সহ-সভাপতি মহম্মদ ইদ্রিশ ঘেশ বলেন, "সমস্ত প্রক্রিয়া মেনেই ওনারা পাকিস্তানে যান । আমরা ভারত সরকারকে তাঁদের ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি ।"

পাকিস্তানে গিয়ে আটকে পড়েছেন গোধরার বাসিন্দা মহম্মদ ইউসুফের ভাই মহমম্দ আকরাম । তিনি বলেন, "আমার ভাই আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিল । ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় ও সেখানে আটকে পড়েছে । আমরা ভারত সরকারকে অনুরোধ করছি যাতে সবাইকে ফিরিয়ে আনা হয় ।"

গোধরার তেহসিলদার এইচ এ পাঞ্জাবি বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আমরা সমস্ত তথ্য নিয়ে কালেক্টরকে দেব । তারপর সরকারের অনুরোধ পাঠানো হবে ।"

Bhubaneswar (Odisha), Aug 25 (ANI): Volunteers from 'People For Seva' are on hunger strike since August 15 in Odisha's Bhubaneswar. They are demanding state government to stop sale of liquor. Around 17 NGO of city stands in support of 'People For Seva' foundation to Ban liquor in the state. Founder of "People For Seva" Aditya Das on hunger strike from last 15 August till today to Ban liquor in the state.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.