ETV Bharat / bharat

মন্থর অর্থনীতিতে হাসি ফোটাল GST, আদায় ছাড়াল 1 লাখ কোটি - সেস

নভেম্বরের  মোট 1 লাখ 3 হাজার 492 কোটি টাকার মধ্যে কেন্দ্রের CGST-র পরিমাণ 19 হাজার 592 কোটি টাকা ৷ একইসঙ্গে রাজ্যের SGST-র অঙ্ক 27 হাজার 144 কোটি টাকা ৷ কেন্দ্র-রাজ্য মিলিত GST-র অঙ্ক 49 হাজার 28 কোটি টাকা (20 হাজার 948 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷ এছাড়া সেস (cess) খাতে আয় 7 হাজার 727 কোটি টাকা (869 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷

GST
GST
author img

By

Published : Dec 1, 2019, 8:10 PM IST

Updated : Dec 1, 2019, 11:53 PM IST

দিল্লি, 1 ডিসেম্বর : সংকট কাটিয়ে উঠতে চলেছে অর্থনীতি ? নভেম্বর মাসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) খাতে আয় গত মাসের চেয়ে সামান্য বেড়েছে ৷ GST থেকে সরকারের আদায়ের মোট অঙ্ক দাঁড়াল 1 লাখ 3 হাজার 492 কোটি টাকা ৷ অর্থমন্ত্রকের তরফে আজ এমনই জানানো হল ৷ GST চালু হওয়ার পর থেকে এই নিয়ে অষ্টম বার এক লাখ কোটির অঙ্ক পেড়োল GST খাতে আদায়ীকৃত রাজস্বের পরিমাণ ৷ সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের পরে নভেম্বর মাসের এই অঙ্ক GST খাতে তৃতীয় সর্বোচ্চ আদায়ীকৃত রাজস্ব ৷

নভেম্বরের মোট 1 লাখ 3 হাজার 492 কোটি টাকার মধ্যে কেন্দ্রের CGST-র পরিমাণ 19 হাজার 592 কোটি টাকা ৷ একইসঙ্গে রাজ্যের SGST-র অঙ্ক 27 হাজার 144 কোটি টাকা ৷ কেন্দ্র-রাজ্য মিলিত GST-র অঙ্ক 49 হাজার 28 কোটি টাকা (20 হাজার 948 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷ এছাড়া সেস (cess) খাতে আয় 7 হাজার 727 কোটি টাকা (869 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷

আরও পড়ুন : GST-তে রেকর্ড আদায়, ছাড়াল এক ট্রিলিয়ন মাত্রা

শেষ দু'মাসে দেশে অর্থনৈতিক বৃদ্ধি পিছিয়ে পড়লেও, 2019 সালের নভেম্বর মাসের GST খাতে কর আদায়ের পরিমাণ 2018 সালের নভেম্বরের তুলনায় 6 শতাংশ বাড়ল ৷ নভেম্বরে অন্তর্দেশীয় লেনদেনের ক্ষেত্রে GST খাতে আয়ের বৃদ্ধি ছিল 12 শতাংশ ৷ চলতি বছরে এটিই অন্তর্দেশীয় লেনদেনে সর্বোচ্চ আয় ৷ আমদানি খাতে GST-র হার 13 শতাংশ কম হলেও অক্টোবরের তুলনায় বেড়েছে আমদানি খাতে GST ৷ অক্টোবরে আমদানি খাতে GST-র হার 20 শতাংশ কম ছিল ৷ অর্থমন্ত্রক সূত্রে খবর, অক্টোবর মাসে GSTR 3B রিটার্নের অঙ্কের পরিমাণ 77.83 লাখ ৷ আদায়ের পরিমাণ খানিকটা বেড়ে যাওয়ায় ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা হলেও গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

দিল্লি, 1 ডিসেম্বর : সংকট কাটিয়ে উঠতে চলেছে অর্থনীতি ? নভেম্বর মাসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) খাতে আয় গত মাসের চেয়ে সামান্য বেড়েছে ৷ GST থেকে সরকারের আদায়ের মোট অঙ্ক দাঁড়াল 1 লাখ 3 হাজার 492 কোটি টাকা ৷ অর্থমন্ত্রকের তরফে আজ এমনই জানানো হল ৷ GST চালু হওয়ার পর থেকে এই নিয়ে অষ্টম বার এক লাখ কোটির অঙ্ক পেড়োল GST খাতে আদায়ীকৃত রাজস্বের পরিমাণ ৷ সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের পরে নভেম্বর মাসের এই অঙ্ক GST খাতে তৃতীয় সর্বোচ্চ আদায়ীকৃত রাজস্ব ৷

নভেম্বরের মোট 1 লাখ 3 হাজার 492 কোটি টাকার মধ্যে কেন্দ্রের CGST-র পরিমাণ 19 হাজার 592 কোটি টাকা ৷ একইসঙ্গে রাজ্যের SGST-র অঙ্ক 27 হাজার 144 কোটি টাকা ৷ কেন্দ্র-রাজ্য মিলিত GST-র অঙ্ক 49 হাজার 28 কোটি টাকা (20 হাজার 948 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷ এছাড়া সেস (cess) খাতে আয় 7 হাজার 727 কোটি টাকা (869 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷

আরও পড়ুন : GST-তে রেকর্ড আদায়, ছাড়াল এক ট্রিলিয়ন মাত্রা

শেষ দু'মাসে দেশে অর্থনৈতিক বৃদ্ধি পিছিয়ে পড়লেও, 2019 সালের নভেম্বর মাসের GST খাতে কর আদায়ের পরিমাণ 2018 সালের নভেম্বরের তুলনায় 6 শতাংশ বাড়ল ৷ নভেম্বরে অন্তর্দেশীয় লেনদেনের ক্ষেত্রে GST খাতে আয়ের বৃদ্ধি ছিল 12 শতাংশ ৷ চলতি বছরে এটিই অন্তর্দেশীয় লেনদেনে সর্বোচ্চ আয় ৷ আমদানি খাতে GST-র হার 13 শতাংশ কম হলেও অক্টোবরের তুলনায় বেড়েছে আমদানি খাতে GST ৷ অক্টোবরে আমদানি খাতে GST-র হার 20 শতাংশ কম ছিল ৷ অর্থমন্ত্রক সূত্রে খবর, অক্টোবর মাসে GSTR 3B রিটার্নের অঙ্কের পরিমাণ 77.83 লাখ ৷ আদায়ের পরিমাণ খানিকটা বেড়ে যাওয়ায় ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা হলেও গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

New Delhi, Dec 01 (ANI): Shiromani Akali Dal (SAD) MLA Manjinder Singh Sirsa and other Delhi Sikh Gurdwara Management Committee (DSGMC) members blackened signboards of Aurangzeb Lane in Delhi on December 01. They demand to remove Aurangzeb's name from roads and also books. While speaking to ANI, Sirsa said, "Guru Tegh Bahadur sacrificed his life against Aurangzeb's attempts of forceful conversions. We oppose Aurangzeb's name on the streets and books, he was a murderer. Seeing his name on streets hurts our sentiments."

Last Updated : Dec 1, 2019, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.