ETV Bharat / bharat

অনন্তনাগে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের বাইরে গ্রেনেড হামলা, জখম 10

অনন্তনাগে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের বাইরে গ্রেনেড হামলা ৷

author img

By

Published : Oct 5, 2019, 12:09 PM IST

Updated : Oct 5, 2019, 12:24 PM IST

ছবিটি প্রতীকী

অনন্তনাগ, 5 অক্টোবর : অনন্তনাগে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের বাইরে গ্রেনেড হামলা ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গ্রেনেড হামলার জেরে 10 জন জখম হয়েছেন । এর মধ্যে রয়েছেন একজন ট্র্যাফিক পুলিশকর্মী ও এক সাংবাদিক । তাঁদের চোট অবশ্য গুরুতর নয় । বাকিদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

5 অগাস্ট 370 ও 35A ধারা প্রত্যাহারের পর থেকে বড় কোনও হামলার ঘটনা ঘটেনি জম্মু ও কাশ্মীরে ৷ বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেলেও এই প্রথম কোনও হামলা হল ৷

অনন্তনাগ, 5 অক্টোবর : অনন্তনাগে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের বাইরে গ্রেনেড হামলা ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গ্রেনেড হামলার জেরে 10 জন জখম হয়েছেন । এর মধ্যে রয়েছেন একজন ট্র্যাফিক পুলিশকর্মী ও এক সাংবাদিক । তাঁদের চোট অবশ্য গুরুতর নয় । বাকিদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

5 অগাস্ট 370 ও 35A ধারা প্রত্যাহারের পর থেকে বড় কোনও হামলার ঘটনা ঘটেনি জম্মু ও কাশ্মীরে ৷ বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেলেও এই প্রথম কোনও হামলা হল ৷

Bareilly (Uttar Pradesh), Oct 05 (ANI): While speaking to ANI on reported death of five deer in the Indian Veterinary Research Institute (IVRI) this week, Director of IVRI, Dr Raj Kumar Singh said, "Five spotted deer have lost their lives due to Pasteurella canis. This disease is found among wildlife animals." "We have taken all precautions and the disease is under control now," Singh added.

Last Updated : Oct 5, 2019, 12:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.