ETV Bharat / bharat

শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলায় আহত দুই জওয়ান - লালচকে গ্রেনেড হামলা

শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত দুই জওয়ান ৷ রবিবার লালচকে গ্রেনেড হামলা হয় ৷

image
লালচকে গ্রেনেড হামলা
author img

By

Published : Feb 2, 2020, 1:35 PM IST

Updated : Feb 2, 2020, 2:48 PM IST

জম্মু ও কাশ্মীর, 2 ফ্রেব্রুয়ারি : শ্রীনগরে গ্রেনেড হামলা ৷ লালচকে আজ গ্রেনেড হামলায় দুই CRPF জওয়ান গুরুতর আহত হয়েছেন ৷ আহত হয়েছেন আরও এক সাধারণ মানুষ ৷

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ঘোষণা ছিল, জঙ্গি হামলার মোকাবিলা করতে বধ্য়পরিকর ৷ পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল ৷ গতকালই জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র ৷ আর এই পরিস্থিতিতে এদিনের গ্রেনেড হামলা নতুন করে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ যদিও সরাসরি হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি ৷

জম্মু ও কাশ্মীর, 2 ফ্রেব্রুয়ারি : শ্রীনগরে গ্রেনেড হামলা ৷ লালচকে আজ গ্রেনেড হামলায় দুই CRPF জওয়ান গুরুতর আহত হয়েছেন ৷ আহত হয়েছেন আরও এক সাধারণ মানুষ ৷

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ঘোষণা ছিল, জঙ্গি হামলার মোকাবিলা করতে বধ্য়পরিকর ৷ পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল ৷ গতকালই জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র ৷ আর এই পরিস্থিতিতে এদিনের গ্রেনেড হামলা নতুন করে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ যদিও সরাসরি হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি ৷

Chennai, Feb 02 (ANI): The DMK-led opposition conducted a signature campaign against the Citizenship (Amendment) Act (CAA), National Register of Citizens (NRC) and the National Population Register (NPR) in Chennai on February 02. The campaign was led by DMK president MK Stalin. Signature campaign started from today and will go on till Feb 8 in entire Tamil Naidu.

Last Updated : Feb 2, 2020, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.