সোপিয়ান,5 অগাস্ট: সন্দেহভাজন জঙ্গিরা আজ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বনবাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর একটি গ্রেনেড ছোড়ে এবং গুলি চালায় । যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,জঙ্গিদের ছোঁড়া বুলেট বা গুলিতে সেনাবাহিনীর কেউ নিহত বা আহত হননি।আক্রমণকারীদের গ্রেপ্তারের জন্য পুরো অঞ্চলটিকে ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে"। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল এমন 370 ধারা বাতিল করার প্রথম বর্ষ উপলক্ষে এই অঞ্চলটি প্রথম থেকেই উচ্চ-নিরাপত্তার আওতায় ছিল বলে জানান তিনি।