ETV Bharat / bharat

কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াইয়ে" দেশ রসাতলে : রাহুল

দেশের কোরোনা পরিস্থিতির মোকাবিলা সরকার ঠিকভাবে করতে পারছে না । অতীতে কংগ্রেসের এই অভিযোগ বারবার নস্যাৎ করে এসেছে শাসক দল ।

Rahul
Rahul
author img

By

Published : Sep 12, 2020, 6:08 PM IST

দিল্লি, 12 সেপ্টেম্বর : দেশের নিম্নগামী অর্থনীতি ও কোরোনার বিরুদ্ধে অপরিকল্পিত নীতিকে হাতিয়ার করে ফের একবার মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি । টুইটারে GDP পতন, কোটি কোটি মানুষের চাকরি হারানো নিয়ে কথা বলার পাশাপাশি রাহুল বলেছেন, কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াই" দেশকে অতল গহ্বরে নিয়ে গেছে ।

দেশের কোরোনা পরিস্থিতির মোকাবিলা সরকার ঠিকভাবে করতে পারছে না । অতীতে কংগ্রেসের এই অভিযোগ বারবার নস্যাৎ করে এসেছে শাসক দল । আজ টুইটারে ফের রাহুল বুঝিয়ে দেন, দেশের কোরোনা পরিস্থতি সামলাতে ব্যর্থ মোদি সরকার । তিনি লেখেন, "কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াই" দেশকে রসাতলে পাঠিয়েছে ।

1. ঐতিহাসিক 24 শতাংশ GDP পতন ।

2. 12 কোটি মানুষ চাকরি হারিয়েছন ।

3. 15.5 লাখ কোটির অতিরিক্ত লোনের বোঝা ।

4. বর্তমানে ভারতে কোরোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ।"

তিনি আরও লেখেন, কিন্তু দেশের সরকার ও সংবাদমাধ্যম বলছে, “সব ঠিক আছে" । প্রসঙ্গত, দেশের কোরোনা আক্রান্তর সংখ্যা 46 লাখের গণ্ডি পার করেছে । পাশাপাশি দেশে সুস্থতার হার 77.77 শতাংশ ।

দিল্লি, 12 সেপ্টেম্বর : দেশের নিম্নগামী অর্থনীতি ও কোরোনার বিরুদ্ধে অপরিকল্পিত নীতিকে হাতিয়ার করে ফের একবার মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি । টুইটারে GDP পতন, কোটি কোটি মানুষের চাকরি হারানো নিয়ে কথা বলার পাশাপাশি রাহুল বলেছেন, কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াই" দেশকে অতল গহ্বরে নিয়ে গেছে ।

দেশের কোরোনা পরিস্থিতির মোকাবিলা সরকার ঠিকভাবে করতে পারছে না । অতীতে কংগ্রেসের এই অভিযোগ বারবার নস্যাৎ করে এসেছে শাসক দল । আজ টুইটারে ফের রাহুল বুঝিয়ে দেন, দেশের কোরোনা পরিস্থতি সামলাতে ব্যর্থ মোদি সরকার । তিনি লেখেন, "কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াই" দেশকে রসাতলে পাঠিয়েছে ।

1. ঐতিহাসিক 24 শতাংশ GDP পতন ।

2. 12 কোটি মানুষ চাকরি হারিয়েছন ।

3. 15.5 লাখ কোটির অতিরিক্ত লোনের বোঝা ।

4. বর্তমানে ভারতে কোরোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ।"

তিনি আরও লেখেন, কিন্তু দেশের সরকার ও সংবাদমাধ্যম বলছে, “সব ঠিক আছে" । প্রসঙ্গত, দেশের কোরোনা আক্রান্তর সংখ্যা 46 লাখের গণ্ডি পার করেছে । পাশাপাশি দেশে সুস্থতার হার 77.77 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.