ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত অভিযানে বরাদ্দকৃত প্যাকেজ অত্যন্ত হতাশাজনক : চিদম্বরম

author img

By

Published : May 18, 2020, 3:42 PM IST

রাজস্ব ঘাটতি খাতে 1,86,650 কোটি টাকা বরাদ্দের সমালোচনা করেন প্রাক্তন অর্থমন্ত্রী । বলেন, "এই বরাদ্দ অর্থ GDP-র 0.91 শতাংশ হবে । বর্তমান যে পরিস্থিতিতে দেশ রয়েছে বা অর্থনীতির যা অবস্থা, সেই অনুযায়ী এই প্যাকেজ অপর্যাপ্ত ।"

ছবি
ছবি

দিল্লি, 18 মে : আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এরমধ্যে গত পাঁচদিনে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এবার এই অর্থনৈতিক প্যাকেজ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম । বললেন, "এই প্যাকেজ অত্যন্ত হতাশাজনক । রাজস্ব ঘাটতির ক্ষেত্রে সরকার যে বরাদ্দ অর্থ ঘোষণা করেছে তাতে সমাজের বহু অংশকে গুরুত্বই দেওয়া হয়নি । যার মধ্যে দেশের গরিব-পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন ।"

চিদম্বরম বলেন, "ঘোষিত আর্থিক প্যাকেজে গরিব, কৃষক, শ্রমিক শ্রেণিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি । তাই এনিয়ে পুনর্বিবেচনা করা উচিত সরকারের ।" রাজস্ব ঘাটতি খাতে 1,86,650 কোটি টাকা বরাদ্দের সমালোচনা করেন তিনি । বলেন, "এই বরাদ্দ অর্থ GDP-র 0.91 শতাংশ হবে । বর্তমান যে পরিস্থিতিতে দেশ রয়েছে বা অর্থনীতির যা অবস্থা, সেই অনুযায়ী এই প্যাকেজ অপর্যাপ্ত । এক্ষেত্রে শুধুমাত্র 0.91 শতাংশ বরাদ্দ হল ।" ফলে তাঁর আবেদন, সরকার যেন পুনরায় আরেকটা নতুন অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা করে । যা GDP-র 10 শতাংশের সমান হয় ।

সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত অভিযানের কথা ঘোষণা করেন । যার অঙ্গ হিসেবে 20 লাখ কোটি টাকার প্যাকেজের কথা বলেন । যা কোরোনা পরিস্থিতিতে অনেক সাহায্য করতে পারে । এই পুরো টাকার বিভাজন ক্ষেত্রবিশেষে গত পাঁচদিন ধরে বিশ্লেষণ করেন নির্মলা সীতারমন । তাতে MSME থেকে শুরু করে, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা, ছোটো প্রতিষ্ঠানের খাতে অর্থ বরাদ্দ করেন তিনি । এই ক্ষেত্রগুলিকে উজ্জীবিত করতে একাধিক প্যাকেজের ঘোষণা করেন । আজ ভিডিয়ো কনফারেন্সে এক বিবৃতি দিয়ে চিদম্বরম বলেন, "রাজস্ব ঘাটতির যে প্যাকেজ সরকার অনুমোদন করেছে বা বরাদ্দ করেছে তাতে সমাজের বহু অংশের আশা পূর্ণ করতে ব্যর্থ হবে । যে দেশের জনসংখ্যার নিম্নস্তরে প্রায় 13 কোটি পরিবার রয়েছে । এদের মধ্যে কেউ কৃষক, পরিযায়ী শ্রমিক, কেউ দিনমজুরি করেন । সে দেশে এমন প্যাকেজ হতাশাজনক । "

এই প্যাকেজ সম্বন্ধে বলতে গিয়েই তিনি সংসদীয় কমিটির বিষয় তুলে ধরেন । বলেন, "এই আর্থিক প্যাকেজ ঘোষণার আগে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করা দরকার ছিল । কিন্তু তিনি (অর্থমন্ত্রী) তা করেননি । এতে আদতে বোঝাই যাচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে সংসদকে এড়িয়ে যাচ্ছে । সরকার সংসদীয় কমিটিকে এড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে ।"

দিল্লি, 18 মে : আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এরমধ্যে গত পাঁচদিনে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এবার এই অর্থনৈতিক প্যাকেজ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম । বললেন, "এই প্যাকেজ অত্যন্ত হতাশাজনক । রাজস্ব ঘাটতির ক্ষেত্রে সরকার যে বরাদ্দ অর্থ ঘোষণা করেছে তাতে সমাজের বহু অংশকে গুরুত্বই দেওয়া হয়নি । যার মধ্যে দেশের গরিব-পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন ।"

চিদম্বরম বলেন, "ঘোষিত আর্থিক প্যাকেজে গরিব, কৃষক, শ্রমিক শ্রেণিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি । তাই এনিয়ে পুনর্বিবেচনা করা উচিত সরকারের ।" রাজস্ব ঘাটতি খাতে 1,86,650 কোটি টাকা বরাদ্দের সমালোচনা করেন তিনি । বলেন, "এই বরাদ্দ অর্থ GDP-র 0.91 শতাংশ হবে । বর্তমান যে পরিস্থিতিতে দেশ রয়েছে বা অর্থনীতির যা অবস্থা, সেই অনুযায়ী এই প্যাকেজ অপর্যাপ্ত । এক্ষেত্রে শুধুমাত্র 0.91 শতাংশ বরাদ্দ হল ।" ফলে তাঁর আবেদন, সরকার যেন পুনরায় আরেকটা নতুন অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা করে । যা GDP-র 10 শতাংশের সমান হয় ।

সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত অভিযানের কথা ঘোষণা করেন । যার অঙ্গ হিসেবে 20 লাখ কোটি টাকার প্যাকেজের কথা বলেন । যা কোরোনা পরিস্থিতিতে অনেক সাহায্য করতে পারে । এই পুরো টাকার বিভাজন ক্ষেত্রবিশেষে গত পাঁচদিন ধরে বিশ্লেষণ করেন নির্মলা সীতারমন । তাতে MSME থেকে শুরু করে, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা, ছোটো প্রতিষ্ঠানের খাতে অর্থ বরাদ্দ করেন তিনি । এই ক্ষেত্রগুলিকে উজ্জীবিত করতে একাধিক প্যাকেজের ঘোষণা করেন । আজ ভিডিয়ো কনফারেন্সে এক বিবৃতি দিয়ে চিদম্বরম বলেন, "রাজস্ব ঘাটতির যে প্যাকেজ সরকার অনুমোদন করেছে বা বরাদ্দ করেছে তাতে সমাজের বহু অংশের আশা পূর্ণ করতে ব্যর্থ হবে । যে দেশের জনসংখ্যার নিম্নস্তরে প্রায় 13 কোটি পরিবার রয়েছে । এদের মধ্যে কেউ কৃষক, পরিযায়ী শ্রমিক, কেউ দিনমজুরি করেন । সে দেশে এমন প্যাকেজ হতাশাজনক । "

এই প্যাকেজ সম্বন্ধে বলতে গিয়েই তিনি সংসদীয় কমিটির বিষয় তুলে ধরেন । বলেন, "এই আর্থিক প্যাকেজ ঘোষণার আগে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করা দরকার ছিল । কিন্তু তিনি (অর্থমন্ত্রী) তা করেননি । এতে আদতে বোঝাই যাচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে সংসদকে এড়িয়ে যাচ্ছে । সরকার সংসদীয় কমিটিকে এড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.