ETV Bharat / bharat

এবার থেকে বিমানে মিলবে খাবার, মাস্ক না পরলে নো-ফ্লাই লিস্টেড - মাস্ক না পরলে নো-ফ্লাই লিস্টেড

এবার থেকে আকাশপথেও মিলবে খাবার ৷ এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজ়াল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য ৷ প্রত্যেক বার খাবার দেওয়ার আগে বিমানকর্মীদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে ৷

Govt allows inflight meals
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 28, 2020, 5:33 PM IST

দিল্লি, 28 অগাস্ট : এবার থেকে প্যাকিং করা খাবার পাওয়া যাবে বিমানে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই উড়ানে এই সুবিধা পাওয়া যাবে ৷ আন্তর্জাতিক বিমানে এবার থেকে মিলবে গরম খাবারও ৷ কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় উড়ান সংস্থাগুলিকে খাবার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে বিমানে যাত্রা করার সময়ে, প্রত্যেক যাত্রীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ DGCA-র এক আধিকারিক জানিয়েছেন, কোনও যাত্রী যদি মুখে মাস্ক না পরেন, তবে তাঁকে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে সংশ্লিষ্ট উড়ান সংস্থা ৷

উদ্ভুত কোরোনা পরিস্থিতির মধ্যে 25 মে থেকে অন্তর্দেশীয় উড়ানে যাত্রীদের খাবার পরিষেবা দেওয়া বন্ধ ছিল ৷ আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে, যাত্রার সময়ের উপর নির্ভর করে আগে থেকে প্যাকিং করা ঠান্ডা খাবার দেওয়া হচ্ছিল ৷ গতকাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, "অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে এবার থেকে উড়ান সংস্থাগুলি চাইলে আগে থেকে প্যাকিং করা খাবার দিতে পারবে যাত্রীদের ৷" নির্দেশিকায় আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে উড়ান সংস্থাগুলি ও চার্টার বিমানগুলি যাত্রীদের গরম খাবার পরিবেশন করতে পারবে ৷"

আরও পড়ুন : আন্তর্জাতিক উড়ানে কন্ট্যাক্ট-লেস ব্যবস্থা সহজ হচ্ছে

এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজ়াল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য ৷ একইসঙ্গে আরও বলা হয়েছে, "প্রত্যেক বার খাবার দেওয়ার আগে বিমানকর্মীদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে ৷" পাশাপাশি, উড়ানের সময়ে বিমানে থাকা এনটারটেইনমেন্ট সিস্টেমও ব্যবহার করতে পারবেন যাত্রীরা ৷ সেক্ষেত্রে যাত্রা শুরুর আগে প্রত্যেক যাত্রীকে ডিসপোজ়েবল ইয়ারফোন অথবা জীবাণুমুক্ত-পরিস্কার হেডফোন দিতে হবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে ৷

আরও পড়ুন : 24 নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমানের ভাড়া

এই সবকিছুর পাশাপাশি, প্রত্যেক বিমানযাত্রীরকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে ৷ DGCA-র এক আধিকারিক জানিয়েছেন, "যদি কোনও যাত্রী মুখে মাস্ক না পরেন, সেক্ষেত্রে তাঁকে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে সংশ্লিষ্ট উড়ান সংস্থা ৷" DGCA-র নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী নিয়ম না মানলে, সংশ্লিষ্ট উড়ান সংস্থা ওই যাত্রীকে নো ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে ৷

কোরোনা আবহে 23 মার্চ থেকে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ তবে বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এয়ার বাবলের মাধ্যমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু রয়েছে ৷

দিল্লি, 28 অগাস্ট : এবার থেকে প্যাকিং করা খাবার পাওয়া যাবে বিমানে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই উড়ানে এই সুবিধা পাওয়া যাবে ৷ আন্তর্জাতিক বিমানে এবার থেকে মিলবে গরম খাবারও ৷ কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় উড়ান সংস্থাগুলিকে খাবার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে বিমানে যাত্রা করার সময়ে, প্রত্যেক যাত্রীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ DGCA-র এক আধিকারিক জানিয়েছেন, কোনও যাত্রী যদি মুখে মাস্ক না পরেন, তবে তাঁকে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে সংশ্লিষ্ট উড়ান সংস্থা ৷

উদ্ভুত কোরোনা পরিস্থিতির মধ্যে 25 মে থেকে অন্তর্দেশীয় উড়ানে যাত্রীদের খাবার পরিষেবা দেওয়া বন্ধ ছিল ৷ আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে, যাত্রার সময়ের উপর নির্ভর করে আগে থেকে প্যাকিং করা ঠান্ডা খাবার দেওয়া হচ্ছিল ৷ গতকাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, "অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে এবার থেকে উড়ান সংস্থাগুলি চাইলে আগে থেকে প্যাকিং করা খাবার দিতে পারবে যাত্রীদের ৷" নির্দেশিকায় আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে উড়ান সংস্থাগুলি ও চার্টার বিমানগুলি যাত্রীদের গরম খাবার পরিবেশন করতে পারবে ৷"

আরও পড়ুন : আন্তর্জাতিক উড়ানে কন্ট্যাক্ট-লেস ব্যবস্থা সহজ হচ্ছে

এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজ়াল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য ৷ একইসঙ্গে আরও বলা হয়েছে, "প্রত্যেক বার খাবার দেওয়ার আগে বিমানকর্মীদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে ৷" পাশাপাশি, উড়ানের সময়ে বিমানে থাকা এনটারটেইনমেন্ট সিস্টেমও ব্যবহার করতে পারবেন যাত্রীরা ৷ সেক্ষেত্রে যাত্রা শুরুর আগে প্রত্যেক যাত্রীকে ডিসপোজ়েবল ইয়ারফোন অথবা জীবাণুমুক্ত-পরিস্কার হেডফোন দিতে হবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে ৷

আরও পড়ুন : 24 নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমানের ভাড়া

এই সবকিছুর পাশাপাশি, প্রত্যেক বিমানযাত্রীরকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে ৷ DGCA-র এক আধিকারিক জানিয়েছেন, "যদি কোনও যাত্রী মুখে মাস্ক না পরেন, সেক্ষেত্রে তাঁকে নো-ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে সংশ্লিষ্ট উড়ান সংস্থা ৷" DGCA-র নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী নিয়ম না মানলে, সংশ্লিষ্ট উড়ান সংস্থা ওই যাত্রীকে নো ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারে ৷

কোরোনা আবহে 23 মার্চ থেকে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ তবে বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এয়ার বাবলের মাধ্যমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.