ETV Bharat / bharat

মহারাষ্ট্রের রাজ্যপালের পদত্যাগ দাবি শরদ পাওয়ারের - ভগৎ সিং কোশিয়ারী

ন্য়ূনতম আত্মসম্মানবোধ থাকলে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত মহারাষ্ট্রর রাজ্যপাল কোশিয়ারীর৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিতর্কিত চিঠি পাঠানো নিয়ে প্রতিক্রিয়ায় বললেন শরদ পওয়ার৷

governor_should_resign_if_he_has_any_self_esteem_pawar-to-koshiyari
ন্য়ূনতম আত্মসম্মানবোধ থাকলে পদত্যাগ করুন রাজ্যপাল: শরদ পওয়ার
author img

By

Published : Oct 19, 2020, 5:28 PM IST

ওসমানাবাদ (মহারাষ্ট্র), 19 অক্টোবর : মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারীর তীব্র সমালোচনা করলেন NCP সভাপতি শরদ পওয়ার ৷ আজ ওসমানাবাদ জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন ৷ সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন কোশিয়ারী। তার কড়া জবাব দেন উদ্ধব ৷ ওই চিঠিতে রাজ্যপাল উদ্ধবের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে COVID সুরক্ষাবিধি মেনে মহারাষ্ট্রের মন্দিরগুলি খুলে দেওয়ার জন্য সওয়াল করেছিলেন৷

জবাবে উদ্ধব রাজ্যপালকে লেখা চিঠিতে জানান, তাঁর হিন্দুত্ব বুঝতে কোশিয়ারীর সার্টিফিকেটের দরকার নেই ৷ মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই চিঠি, পালটা চিঠি নিয়ে সে রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ কোশিয়ারী যে ভুল করেছেন তা মেনে নিয়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর মতে, রাজ্যপাল তাঁর শব্দচয়নে আরও সতর্ক থাকলে ভালো হত ৷

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শরদ পওয়ার বলেন, "যে শব্দগুলি রাজ্যপাল ব্যবহার করেছেন তা ওই পদের মর্যাদা একেবারেই বাড়ায় না ৷ অনেক রাজ্যপাল দেখেছি, কিন্তু এমন বিবৃতি দিতে কাউকে দেখিনি ৷ ন্য়ূনতম আত্মসম্মানবোধ থাকলে তাঁর রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ৷ "

ওসমানাবাদ (মহারাষ্ট্র), 19 অক্টোবর : মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারীর তীব্র সমালোচনা করলেন NCP সভাপতি শরদ পওয়ার ৷ আজ ওসমানাবাদ জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন ৷ সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন কোশিয়ারী। তার কড়া জবাব দেন উদ্ধব ৷ ওই চিঠিতে রাজ্যপাল উদ্ধবের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে COVID সুরক্ষাবিধি মেনে মহারাষ্ট্রের মন্দিরগুলি খুলে দেওয়ার জন্য সওয়াল করেছিলেন৷

জবাবে উদ্ধব রাজ্যপালকে লেখা চিঠিতে জানান, তাঁর হিন্দুত্ব বুঝতে কোশিয়ারীর সার্টিফিকেটের দরকার নেই ৷ মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই চিঠি, পালটা চিঠি নিয়ে সে রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ কোশিয়ারী যে ভুল করেছেন তা মেনে নিয়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর মতে, রাজ্যপাল তাঁর শব্দচয়নে আরও সতর্ক থাকলে ভালো হত ৷

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শরদ পওয়ার বলেন, "যে শব্দগুলি রাজ্যপাল ব্যবহার করেছেন তা ওই পদের মর্যাদা একেবারেই বাড়ায় না ৷ অনেক রাজ্যপাল দেখেছি, কিন্তু এমন বিবৃতি দিতে কাউকে দেখিনি ৷ ন্য়ূনতম আত্মসম্মানবোধ থাকলে তাঁর রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.