নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি:নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: জলকষ্টে ভুগছে এমন 100টি জেলাকে চিহ্নিত করবে সরকার ৷ সেইসব জেলাগুলিকে 'জল জীবন' প্রকল্পের আওতায় আনা হবে ৷ এই খাতে ব্যয় করা হবে 3.06 লাখ কোটি টাকা ৷ জানিয়েছেন নির্মলা সীতারমন ৷
তীব্র জল সংকটে ভুগেছে মহারাষ্ট্রসহ একাধিক রাজ্য ৷ তাই জল সংকট নিয়ে এবারের বাজেটে জোর দেওয়া হবে তা প্রত্যাশিত ছিল ৷ জলের সমস্যা মোকাবিলার জন্য চিহ্নিত করা সেই জেলাগুলিতে জল জীবন প্রকল্পের ব্যবহার হবে ৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, জলের উৎস খুঁজে বের করা, হ্রদগুলির পুনর্নিমাণ, জল নিষ্কাশন, বৃষ্টির জল আহরণের পাশাপাশি নিকাশি জলের পুনর্ব্যবহারের উপর জোর দেওয়া হবে ৷
ভূগর্ভস্থ জলের ঘাটতি, নগরায়ণ এবং ক্রমবর্ধমান ইন্ড্রাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি জলের চাহিদা মেটাতে অক্ষম ৷ সমস্যা তখনই বেড়ে যায় যখন আবাসিক এবং ইন্ডাষ্ট্রি উভয়েরই বেশ পরিমাণে জলের প্রয়োজন পড়ে ৷ আমাদের দেশে সাধারণ অবস্থায় একজন মানুষের প্রতিদিন 135 লিটার জলের প্রয়োজন পড়ে ৷