ETV Bharat / bharat

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখছে কেন্দ্র - পাবলিক প্রভিডেন্ট ফান্ড

অর্থ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "2019-2020 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের (1 জানুয়ারি, 2020- 31 মার্চ, 2020) বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে ৷"

সুদের হার
সুদের হার
author img

By

Published : Jan 1, 2020, 6:03 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : ব্যাঙ্ক আমানতের হারকে সংযোজন করেও 2012-2018-র চতুর্থ ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PFF) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তি রেখেছে সরকার ৷ অর্থনীতি নিয়ে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র ৷ সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

PPF ও NSC-র বার্ষিক সুদের হার থাকবে 7.9 শতাংশ ৷ তবে, কিষাণ বিকাশ পত্রের জন্য সুদের হার 7.6 শতাংশ এবং এটির ম্যাচিওরিটি সময় 113 মাস ৷ ত্রৈমাসিক ভিত্তিতে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করা হবে ৷

একটি বিবৃতির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, "2019-2020 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের (1 জানুয়ারি, 2020- 31 মার্চ, 2020) বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে ৷"

পরবর্তী রাজস্বের প্রথম ত্রৈমাসিকে শিশু কন্যা সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে 8.4 শতাংশ সুদের হার দেওয়া হবে ৷

দিল্লি, 1 জানুয়ারি : ব্যাঙ্ক আমানতের হারকে সংযোজন করেও 2012-2018-র চতুর্থ ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PFF) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তি রেখেছে সরকার ৷ অর্থনীতি নিয়ে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র ৷ সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

PPF ও NSC-র বার্ষিক সুদের হার থাকবে 7.9 শতাংশ ৷ তবে, কিষাণ বিকাশ পত্রের জন্য সুদের হার 7.6 শতাংশ এবং এটির ম্যাচিওরিটি সময় 113 মাস ৷ ত্রৈমাসিক ভিত্তিতে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করা হবে ৷

একটি বিবৃতির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, "2019-2020 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের (1 জানুয়ারি, 2020- 31 মার্চ, 2020) বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে ৷"

পরবর্তী রাজস্বের প্রথম ত্রৈমাসিকে শিশু কন্যা সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে 8.4 শতাংশ সুদের হার দেওয়া হবে ৷

Intro:Body:

"The rates of interest on various small savings schemes for the fourth quarter of the financial year 2019-20 starting January 1, 2020, and ending on March 31, 2020, shall remain unchanged from those notified for the third quarter of the financial year 2019-20," the finance ministry said in a notification.



New Delhi: The government on Tuesday kept the interest rates on small savings schemes, including NSC and PPF, unchanged for the fourth quarter of 2019-20 despite moderating bank deposit rates.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.