ETV Bharat / bharat

লকডাউন 5.0, কার্যকর শুধু কনটেইনমেন্ট জ়োনে

কনটেইনমেন্ট জ়োনের বাইরেও আপাতত খুলছে না স্কুল, কলেজ । বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান । বন্ধ মেট্রো রেল পরিষেবাও ।

ছবি
ছবি
author img

By

Published : May 30, 2020, 6:59 PM IST

Updated : May 30, 2020, 11:10 PM IST

দিল্লি, 30 মে : এবার শুধুমাত্র কনটেইনমেন্ট জ়োনেই মেয়াদ বাড়ল লকডাউনের । 30 জুন পর্যন্ত কনটেইনমেন্ট জ়োনগুলিতে লকডাউন থাকবে । এই লকডাউন 5.0-র নাম দেওয়া হয়েছে আনলক 1.0 । কনটেইনমেন্ট জ়োনের বাইরে অন্য এলাকাগুলি থেকে লকডাউনের সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে । তবে, আপাতত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান । মেট্রো রেল পরিষেবাও বন্ধ থাকছে । খুলছে না ধর্মীয় স্থান, রেস্তরাঁ, শপিং মল ।

কনটেইনমেন্ট জ়োনে জারি থাকবে লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবাতেই ছাড় দেওয়া হবে । এই এলাকাগুলিতে মানুষজনের যাতায়াতের উপরও কড়া নজর রাখা হবে । প্রয়োজনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা হতে পারে । সংক্রমণের নিরিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাফার জ়োন চিহ্নিত করতে পারবে । যেখানে রাজ্য সরকার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করবে ।

এবারের লকডাউনকে তিনটি ফেজ়ে ভাগ করা হচ্ছে । আপাতত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান । তবে, এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিতে চলতে পারে কোনও বিশেষ উড়ান । মেট্রো রেল পরিষেবাও বন্ধ থাকছে । পাশাপাশি সিনেমা হল, জিম, সুইমিংপুল, থিয়েটার, বার, সমস্ত অডিটোরিয়াম বন্ধ রাখা হচ্ছে । একই সঙ্গে সামাজিক, রাজনৈতিক, বিনোদন বা ধর্মীয় উপলক্ষ্যে কোনও জমায়েতের উপরও নিষেধাজ্ঞা থাকবে । পরিস্থিতির পর্যালোচনা করে এগুলি চালু করার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক ।

এই মুহূর্তেই খুলছে না ধর্মীয় স্থান, রেস্তরাঁ, শপিং মল । কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরগুলির সঙ্গে আলোচনা করার পর 8 জুন থেকে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে । খুলে দেওয়া হবে ধর্মীয় স্থান, রেস্তরাঁ, শপিং মল । কনটেইনমেন্ট জ়োনের পাশাপাশি অন্য এলাকাগুলিতেও খুলছে না স্কুল, কলেজ, কোচিং বা অন্য শিক্ষা প্রতিষ্ঠান । এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসন অভিভাবক, অংশীদারদের সঙ্গে আলোচনা করবে রাজ্য সরকারগুলি । তারপর তাদের সিদ্ধান্ত কেন্দ্রকে জানাবে । সেই সিদ্ধান্তের ভিত্তিতে জুলাই মাসে স্কুল-কলেজ খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । কনটেইনমেন্ট জ়োনের বাইরে তেমন কোনও নিষেধাজ্ঞা থাকছে না । আন্তঃরাজ্য যাত্রী বা মালপত্র পরিবহন সচল থাকবে । এক্ষেত্রে কোনও অনুমোদন বা ই-পারমিটের দরকার হবে না ।

লকডাউন 4.0 -তে সন্ধে 7টা থেকে সকাল 7 টা পর্যন্ত ছিল নাইট কারফিউর সময়কাল । লকডাউন 5.0-তে নাইট কারফিউর সময়ে পরিবর্তন এসেছে । এক্ষেত্রে রাত 9টা থেকে ভোর 5 টা পর্যন্ত বাইরে বেরনো যাবে না । যাঁরা 65 বছরের ঊর্ধ্বে বা 10 বছরের নিচে তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । একই নিয়ম অন্তঃসত্ত্বাদের জন্যও প্রযোজ্য ।

দিল্লি, 30 মে : এবার শুধুমাত্র কনটেইনমেন্ট জ়োনেই মেয়াদ বাড়ল লকডাউনের । 30 জুন পর্যন্ত কনটেইনমেন্ট জ়োনগুলিতে লকডাউন থাকবে । এই লকডাউন 5.0-র নাম দেওয়া হয়েছে আনলক 1.0 । কনটেইনমেন্ট জ়োনের বাইরে অন্য এলাকাগুলি থেকে লকডাউনের সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে । তবে, আপাতত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান । মেট্রো রেল পরিষেবাও বন্ধ থাকছে । খুলছে না ধর্মীয় স্থান, রেস্তরাঁ, শপিং মল ।

কনটেইনমেন্ট জ়োনে জারি থাকবে লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবাতেই ছাড় দেওয়া হবে । এই এলাকাগুলিতে মানুষজনের যাতায়াতের উপরও কড়া নজর রাখা হবে । প্রয়োজনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা হতে পারে । সংক্রমণের নিরিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাফার জ়োন চিহ্নিত করতে পারবে । যেখানে রাজ্য সরকার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করবে ।

এবারের লকডাউনকে তিনটি ফেজ়ে ভাগ করা হচ্ছে । আপাতত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান । তবে, এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিতে চলতে পারে কোনও বিশেষ উড়ান । মেট্রো রেল পরিষেবাও বন্ধ থাকছে । পাশাপাশি সিনেমা হল, জিম, সুইমিংপুল, থিয়েটার, বার, সমস্ত অডিটোরিয়াম বন্ধ রাখা হচ্ছে । একই সঙ্গে সামাজিক, রাজনৈতিক, বিনোদন বা ধর্মীয় উপলক্ষ্যে কোনও জমায়েতের উপরও নিষেধাজ্ঞা থাকবে । পরিস্থিতির পর্যালোচনা করে এগুলি চালু করার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক ।

এই মুহূর্তেই খুলছে না ধর্মীয় স্থান, রেস্তরাঁ, শপিং মল । কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরগুলির সঙ্গে আলোচনা করার পর 8 জুন থেকে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে । খুলে দেওয়া হবে ধর্মীয় স্থান, রেস্তরাঁ, শপিং মল । কনটেইনমেন্ট জ়োনের পাশাপাশি অন্য এলাকাগুলিতেও খুলছে না স্কুল, কলেজ, কোচিং বা অন্য শিক্ষা প্রতিষ্ঠান । এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসন অভিভাবক, অংশীদারদের সঙ্গে আলোচনা করবে রাজ্য সরকারগুলি । তারপর তাদের সিদ্ধান্ত কেন্দ্রকে জানাবে । সেই সিদ্ধান্তের ভিত্তিতে জুলাই মাসে স্কুল-কলেজ খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । কনটেইনমেন্ট জ়োনের বাইরে তেমন কোনও নিষেধাজ্ঞা থাকছে না । আন্তঃরাজ্য যাত্রী বা মালপত্র পরিবহন সচল থাকবে । এক্ষেত্রে কোনও অনুমোদন বা ই-পারমিটের দরকার হবে না ।

লকডাউন 4.0 -তে সন্ধে 7টা থেকে সকাল 7 টা পর্যন্ত ছিল নাইট কারফিউর সময়কাল । লকডাউন 5.0-তে নাইট কারফিউর সময়ে পরিবর্তন এসেছে । এক্ষেত্রে রাত 9টা থেকে ভোর 5 টা পর্যন্ত বাইরে বেরনো যাবে না । যাঁরা 65 বছরের ঊর্ধ্বে বা 10 বছরের নিচে তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । একই নিয়ম অন্তঃসত্ত্বাদের জন্যও প্রযোজ্য ।

Last Updated : May 30, 2020, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.