লখনউ, 28 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর বিরুদ্ধে রাজ্যজুড়ে যে বিক্ষোভ হচ্ছিল, তা পুলিশ-প্রশাসন দৃষ্টান্তমূলকভাবে দমন করেছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক টুইটে লেখা হয়, "প্রত্যেক বিক্ষোভকারী চুপ হয়ে গেছে ৷ যারা যারা অশান্তির সৃষ্টি করছিল তারা সবাই চুপ হয়ে গেছে ৷ যোগী আদিত্যনাথের সরকারের কড়া পদক্ষেপে সবাই একেবারে শান্ত হয়ে গেছে ৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে, তার জরিমানা দিতে হবে ৷ যারা যারা অশান্তি ও হিংসা ছড়াচ্ছিল তারা সবাই চুপ ৷ কারণ রাজ্যে যোগী আদিত্যনাথের সরকার চলছে ৷"
উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে 21 জন ৷ এদের মধ্যে অনেকই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যদিও সরকারের তরফে জানানো হয়েছে একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কোথাও বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়নি ৷ একইসঙ্গে আরও একটি টুইটে রাজ্য প্রশাসন জানিয়েছে, যারা যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের জরিমানা করা হচ্ছে । পুলিশ ইতিমধ্যে 498 জনকে চিহ্নিত করেছে যাদের মধ্যে শুধুমাত্র মীরাট থেকেই রয়েছে 148 জন ৷
মুখ্যমন্ত্রীর এই টুইটের পর মুখ খোলেন কংগ্রেসের মুখপাত্র নবাব মালিক ৷ তিনি বলেন, " দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে ৷ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে উসকানি দিচ্ছেন ৷ ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছেন ৷"