ETV Bharat / bharat

সরকারের কড়া পদক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত, টুইট যোগীর - NRC

উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে 21 জন ৷ এদের মধ্যে অনেকই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যদিও সরকারের তরফে জানানো হয়েছে একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কোথাও বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়নি ৷ একইসঙ্গে আরও একটি টুইটে রাজ্য প্রশাসন জানিয়েছে, যারা যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের জরিমানা করা হচ্ছে ।

Yogi Adityanath
যোগী আদিত্যনাথ
author img

By

Published : Dec 28, 2019, 2:50 PM IST

লখনউ, 28 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর বিরুদ্ধে রাজ্যজুড়ে যে বিক্ষোভ হচ্ছিল, তা পুলিশ-প্রশাসন দৃষ্টান্তমূলকভাবে দমন করেছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক টুইটে লেখা হয়, "প্রত্যেক বিক্ষোভকারী চুপ হয়ে গেছে ৷ যারা যারা অশান্তির সৃষ্টি করছিল তারা সবাই চুপ হয়ে গেছে ৷ যোগী আদিত্যনাথের সরকারের কড়া পদক্ষেপে সবাই একেবারে শান্ত হয়ে গেছে ৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে, তার জরিমানা দিতে হবে ৷ যারা যারা অশান্তি ও হিংসা ছড়াচ্ছিল তারা সবাই চুপ ৷ কারণ রাজ্যে যোগী আদিত্যনাথের সরকার চলছে ৷"

উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে 21 জন ৷ এদের মধ্যে অনেকই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যদিও সরকারের তরফে জানানো হয়েছে একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কোথাও বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়নি ৷ একইসঙ্গে আরও একটি টুইটে রাজ্য প্রশাসন জানিয়েছে, যারা যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের জরিমানা করা হচ্ছে । পুলিশ ইতিমধ্যে 498 জনকে চিহ্নিত করেছে যাদের মধ্যে শুধুমাত্র মীরাট থেকেই রয়েছে 148 জন ৷

মুখ্যমন্ত্রীর এই টুইটের পর মুখ খোলেন কংগ্রেসের মুখপাত্র নবাব মালিক ৷ তিনি বলেন, " দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে ৷ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে উসকানি দিচ্ছেন ৷ ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছেন ৷"

লখনউ, 28 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর বিরুদ্ধে রাজ্যজুড়ে যে বিক্ষোভ হচ্ছিল, তা পুলিশ-প্রশাসন দৃষ্টান্তমূলকভাবে দমন করেছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক টুইটে লেখা হয়, "প্রত্যেক বিক্ষোভকারী চুপ হয়ে গেছে ৷ যারা যারা অশান্তির সৃষ্টি করছিল তারা সবাই চুপ হয়ে গেছে ৷ যোগী আদিত্যনাথের সরকারের কড়া পদক্ষেপে সবাই একেবারে শান্ত হয়ে গেছে ৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে, তার জরিমানা দিতে হবে ৷ যারা যারা অশান্তি ও হিংসা ছড়াচ্ছিল তারা সবাই চুপ ৷ কারণ রাজ্যে যোগী আদিত্যনাথের সরকার চলছে ৷"

উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে 21 জন ৷ এদের মধ্যে অনেকই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যদিও সরকারের তরফে জানানো হয়েছে একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কোথাও বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়নি ৷ একইসঙ্গে আরও একটি টুইটে রাজ্য প্রশাসন জানিয়েছে, যারা যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের জরিমানা করা হচ্ছে । পুলিশ ইতিমধ্যে 498 জনকে চিহ্নিত করেছে যাদের মধ্যে শুধুমাত্র মীরাট থেকেই রয়েছে 148 জন ৷

মুখ্যমন্ত্রীর এই টুইটের পর মুখ খোলেন কংগ্রেসের মুখপাত্র নবাব মালিক ৷ তিনি বলেন, " দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে ৷ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে উসকানি দিচ্ছেন ৷ ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছেন ৷"

Moradabad (UP)/ Varanasi (UP), Dec 28 (ANI): Dense fog engulfed several areas of Uttar Pradesh on December 28. Commuters faced problems due to low visibility. Speaking to ANI, a bus driver in Moradabad said, "Cold has increased to a level; we are facing problems due to low visibility and driving just with an idea." Locals in Moradabad flocked to tea stalls in order to grasp heat. People were also seen setting up bonfire as cold wave intensified in Varanasi. Temperature is likely to further go down in coming days.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.