ETV Bharat / bharat

অনলাইনে ভিডিয়ো দেখে সন্তান প্রসব করতে গিয়ে সদ্যোজাত সহ মৃত্যু যুবতির - baby

অনলাইনে ভিডিয়ো দেখে বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হল এক যুবতি ও সদ্যোজাতের।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 12, 2019, 11:41 AM IST

গোরাখপুর, ১২ মার্চ : অনলাইনে ভিডিয়ো দেখে বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হল এক যুবতি ও সদ্যোজাতের। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরখপুরেরে।

ওই যুবতি অবিবাহিত ছিলেন। তিনি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশের প্রথমিক অনুমান, অনলাইনে ভিডিয়ো দেখে বাড়িতে সন্তান প্রসব করতে গেছিলেন ওই যুবতি। কিন্তু, বাড়িতে একা কীভাবে তিনি সন্তান প্রসব করতে গেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

দরজার তলা দিয়ে রক্ত বেরতে দেখে ওই বাড়িটি অন্য ভাড়াটে বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে সদ্যোজাত ও ওই যুবতির মৃতদেহ উদ্ধার করে।

গোরাখপুর, ১২ মার্চ : অনলাইনে ভিডিয়ো দেখে বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হল এক যুবতি ও সদ্যোজাতের। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরখপুরেরে।

ওই যুবতি অবিবাহিত ছিলেন। তিনি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশের প্রথমিক অনুমান, অনলাইনে ভিডিয়ো দেখে বাড়িতে সন্তান প্রসব করতে গেছিলেন ওই যুবতি। কিন্তু, বাড়িতে একা কীভাবে তিনি সন্তান প্রসব করতে গেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

দরজার তলা দিয়ে রক্ত বেরতে দেখে ওই বাড়িটি অন্য ভাড়াটে বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে সদ্যোজাত ও ওই যুবতির মৃতদেহ উদ্ধার করে।

Srinagar (J-K), Mar 05 (ANI): The trade bodies of Kashmir have called for a complete shutdown to protest against the ban on the Islamic political group Jamaat-e-Islami by the government at the Centre and the recent amendments in Article 35A. All shops, business establishments remained closed and public transport was off the streets in the city. The ban is also being supported by the All J-K Transport Welfare Association. Meanwhile, the authorities have deployed security personnel at important places to stop any kind of protest. Internet speed has also been made down to 2G only across Kashmir to maintain law and order situation.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.