ETV Bharat / bharat

গুগলের বেঙ্গালুরুর অফিসের কর্মচারী কোরোনা আক্রান্ত, বাড়ি থেকে কাজের নির্দেশ বাকিদের - corona story

গুগলের বেঙ্গালুরুর অফিসে কোরোনা আক্রান্ত হলেন এক কর্মচারী । বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন । তাঁকে হাসপাতালের বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু । যে সকল ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কর্নাটক সরকার ।

google
google
author img

By

Published : Mar 13, 2020, 11:54 AM IST

বেঙ্গালুরু , 13 মার্চ : গুগলের বেঙ্গালুরুর অফিসে কোরোনা আক্রান্ত হলেন এক কর্মচারী । 26 বছর বয়সি ওই যুবক সম্প্রতি গ্রিস থেকে ফিরেছেন । বেঙ্গালুরুর একাধিক স্থানেও গিয়েছেন তিনি । আপাতত অন্যান্য কর্মচারীদের 'ওয়ার্ক ফ্রম হোম'-র নির্দেশ দিয়েছে গুগল ।

বেঙ্গালুরুর একটি হাসপাতালে কোরোনা আক্রান্ত ওই যুবক চিকিৎসাধীন । তাঁকে হাসপাতালের বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু । যে সকল ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও চিহ্নিত করা হয়েছে বলে কর্নাটক সরকার ।

গুগলের তরফে জানানো হয়েছে, ওই যুবক অফিসে কয়েক ঘণ্টা ছিলেন । তারপরই তাঁর শরীর খারাপ করে । গুগলের তরফে একটি বিবৃতি জারি করা হয় । বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "আমরা নিশ্চিত করছি আমাদের বেঙ্গালুরুর অফিসে এক কর্মচারী কোরোনা আক্রান্ত । তিনি অফিসে কয়েক ঘণ্টা ছিলেন । এরপর তাঁর শরীরে অসুখের উপসর্গ দেখা দেয় । তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ।"

অফিসের অন্য কর্মচারীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে গুগল । গুগল জানিয়েছে, "সুরক্ষার জন্য আমরা বেঙ্গালুরু অফিসের কর্মচারীদের শুক্রবার থেকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছি । এবং যেসব কর্মচারীরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে । " ডেল ইন্ডিয়া এবং মাইন্ড ট্রি-র পর এটি ভারতের তৃতীয় IT কম্পানি যেখানে কর্মচারী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

একটি সর্বভারতীয় সংস্থাকে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তের প্রাথমিক যোগাযোগগুলি চিহ্নিত করা হয়েছে । বাড়িতে নিজেদের পৃথক করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।

বেঙ্গালুরু , 13 মার্চ : গুগলের বেঙ্গালুরুর অফিসে কোরোনা আক্রান্ত হলেন এক কর্মচারী । 26 বছর বয়সি ওই যুবক সম্প্রতি গ্রিস থেকে ফিরেছেন । বেঙ্গালুরুর একাধিক স্থানেও গিয়েছেন তিনি । আপাতত অন্যান্য কর্মচারীদের 'ওয়ার্ক ফ্রম হোম'-র নির্দেশ দিয়েছে গুগল ।

বেঙ্গালুরুর একটি হাসপাতালে কোরোনা আক্রান্ত ওই যুবক চিকিৎসাধীন । তাঁকে হাসপাতালের বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু । যে সকল ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও চিহ্নিত করা হয়েছে বলে কর্নাটক সরকার ।

গুগলের তরফে জানানো হয়েছে, ওই যুবক অফিসে কয়েক ঘণ্টা ছিলেন । তারপরই তাঁর শরীর খারাপ করে । গুগলের তরফে একটি বিবৃতি জারি করা হয় । বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "আমরা নিশ্চিত করছি আমাদের বেঙ্গালুরুর অফিসে এক কর্মচারী কোরোনা আক্রান্ত । তিনি অফিসে কয়েক ঘণ্টা ছিলেন । এরপর তাঁর শরীরে অসুখের উপসর্গ দেখা দেয় । তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ।"

অফিসের অন্য কর্মচারীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে গুগল । গুগল জানিয়েছে, "সুরক্ষার জন্য আমরা বেঙ্গালুরু অফিসের কর্মচারীদের শুক্রবার থেকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছি । এবং যেসব কর্মচারীরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে । " ডেল ইন্ডিয়া এবং মাইন্ড ট্রি-র পর এটি ভারতের তৃতীয় IT কম্পানি যেখানে কর্মচারী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

একটি সর্বভারতীয় সংস্থাকে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তের প্রাথমিক যোগাযোগগুলি চিহ্নিত করা হয়েছে । বাড়িতে নিজেদের পৃথক করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.