ETV Bharat / bharat

BJP-র জয়ে উৎফুল্ল মুসলিম দম্পতি, সদ্যোজাতর নাম রাখলেন নরেন্দ্র মোদি ! - bjp

মোদির জয়কে স্মরণ করে রাখতে মুসলিম দম্পতি ছেলের নাম রাখলেন মোদি । উত্তরপ্রদেশের ঘটনা ।

সদ্যোজাত
author img

By

Published : May 25, 2019, 9:06 PM IST

Updated : May 25, 2019, 11:44 PM IST

গন্ডা (উত্তরপ্রদেশ), 25 মে : ফের একবার ক্ষমতায় এসেছে NDA । মোদি-মোদি স্বরে ছেয়েছে দেশ থেকে দেশান্তর । আর এর মাঝেই অভিনব ঘটনা ঘটাল উত্তরপ্রদেশের গন্ডার এক পরিবার । মোদির জয়কে স্মরণ করে রাখতে তাঁর নামেই নিজের সন্তানের নাম দিলেন এক দম্পতি ।

সদ্যোজাত মোদির ঠাকুরদা মহম্মদ ইদ্রিশ বলেন, "23 মে মোদিজি জিতলেন । আবার প্রধানমন্ত্রী হবেন উনি । আর আমাদের বাচ্চাটাও ওদিনই জন্ম নিল । এরপর ওর আম্মি, আব্বাকে ফোন করে । আমার ছেলে দুবাইতে কাজ করে । ছেলেই বলে মোদির নামে নামকরণ করতে ।"

সদ্যোজাতর মা মিনাজ বেগম বলেন, "প্রথম পাঁচ বছরে মোদি সরকার দারুণ কাজ করছে । আশা করি, আগামী পাঁচ বছরেও আমরা অনেক সুযোগ-সুবিধা পাব ।" মিনাজ আরও বলেন, "আমি চাই আমার ছেলে মোদিজির মতো ভালো কাজ করি । ওঁর মতো সাফল্য পাক ।"

23 মে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে । 352টি আসন পেয়ে ক্ষমতা ধরে রেখেছে NDA । এরমধ্যে BJP একাই পেয়েছে 303টি আসন ।

গন্ডা (উত্তরপ্রদেশ), 25 মে : ফের একবার ক্ষমতায় এসেছে NDA । মোদি-মোদি স্বরে ছেয়েছে দেশ থেকে দেশান্তর । আর এর মাঝেই অভিনব ঘটনা ঘটাল উত্তরপ্রদেশের গন্ডার এক পরিবার । মোদির জয়কে স্মরণ করে রাখতে তাঁর নামেই নিজের সন্তানের নাম দিলেন এক দম্পতি ।

সদ্যোজাত মোদির ঠাকুরদা মহম্মদ ইদ্রিশ বলেন, "23 মে মোদিজি জিতলেন । আবার প্রধানমন্ত্রী হবেন উনি । আর আমাদের বাচ্চাটাও ওদিনই জন্ম নিল । এরপর ওর আম্মি, আব্বাকে ফোন করে । আমার ছেলে দুবাইতে কাজ করে । ছেলেই বলে মোদির নামে নামকরণ করতে ।"

সদ্যোজাতর মা মিনাজ বেগম বলেন, "প্রথম পাঁচ বছরে মোদি সরকার দারুণ কাজ করছে । আশা করি, আগামী পাঁচ বছরেও আমরা অনেক সুযোগ-সুবিধা পাব ।" মিনাজ আরও বলেন, "আমি চাই আমার ছেলে মোদিজির মতো ভালো কাজ করি । ওঁর মতো সাফল্য পাক ।"

23 মে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে । 352টি আসন পেয়ে ক্ষমতা ধরে রেখেছে NDA । এরমধ্যে BJP একাই পেয়েছে 303টি আসন ।


New Delhi, May 25 (ANI): American singer Taylor Swift and her boyfriend Joe Alwyn were seen spending some quality time together in Paris, France. It is being reported that the pair caught the attention of several onlookers at a local cafe, strolling around the streets of the city on Friday morning. In fact, they were seen sporting baseball caps and dark sunglasses to keep things subtle during their outing. Taylor has been working in Europe for the last few days and the duo arrived in Paris late Thursday as per the source. Taylor and Joe will be spending the weekend in the City of Love where the former is appearing on 'The Voice'. As per an insider they had breakfast at Cafe de Flore on Friday, May 24th morning and then the two walked around the streets of Beaubourg. Swift was also a guest on Friday's episode of 'The Graham Norton Show'. The star performed on the talk show and had some fun time with Sophie Turner, Jessica Chastain, Michael Fassbender and James McAvoy. She even shared an Instagram post regarding the same. The couple first went public with their relationship back in May 2017.
Last Updated : May 25, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.