ETV Bharat / bharat

কালিকটে প্রায় 90 লাখ টাকার সোনা সহ আটক 2

দুই যাত্রী আজ কালিকট বিমানবন্দরে নামে । এরপর তল্লাশির সময় তাদের কাছ থেকে সোনা উদ্ধার হয় ।

Gold recover in Airport
Gold recover in Airport
author img

By

Published : Oct 7, 2020, 8:18 PM IST

মাল্লাপুরম, 7 অক্টোবর : কালিকট বিমানবন্দর থেকে সোনা বাজেয়াপ্ত করল বিমানবন্দর কর্তৃপক্ষ । আটক দুই মহিলা যাত্রী । ওই দু'জনের কাছ থেকে প্রায় 2.3 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে । উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য 90 লাখ টাকা ।

দুই যাত্রী আজ কালিকট বিমানবন্দরে নামে । এরপর তল্লাশির সময় তাদের কাছ থেকে সোনা উদ্ধার হয় । বিমানবন্দর সূত্রের খবর, প্রায় 1.650 কেজি সোনা এক মহিলা যাত্রীর অন্তর্বাসের মধ্যে মেলে । অপরদিকে 650 গ্রাম সোনার ক্যাপসুল অন্য এক যাত্রীর ব্যাগ থেকে পাওয়া গিয়েছে । এরপরই ওই দুই মহিলাকে আটক করা হয় ।

কয়েকদিন আগেই হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21 কেজি সোনা উদ্ধার হয় । জানা যায়, একটি পার্সেল থেকে কাস্টমস অফিসারর সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেছেন । উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় 25 কোটি টাকা । পার্সেলটি মধ্য পূর্বের কোনও একটি জায়গা থেকে এসেছিল । হায়দরাবাদ হয়ে সেটি মুম্বই যাওয়ার কথা ছিল । পার্সেলটিতে একটি ফোন নম্বর ও ঠিকানা ছিল বলেও জানা গিয়েছিল । সূত্রের খবর, পার্সেলে থাকা ঠিকানাটি ভুয়ো ছিল ।

মাল্লাপুরম, 7 অক্টোবর : কালিকট বিমানবন্দর থেকে সোনা বাজেয়াপ্ত করল বিমানবন্দর কর্তৃপক্ষ । আটক দুই মহিলা যাত্রী । ওই দু'জনের কাছ থেকে প্রায় 2.3 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে । উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য 90 লাখ টাকা ।

দুই যাত্রী আজ কালিকট বিমানবন্দরে নামে । এরপর তল্লাশির সময় তাদের কাছ থেকে সোনা উদ্ধার হয় । বিমানবন্দর সূত্রের খবর, প্রায় 1.650 কেজি সোনা এক মহিলা যাত্রীর অন্তর্বাসের মধ্যে মেলে । অপরদিকে 650 গ্রাম সোনার ক্যাপসুল অন্য এক যাত্রীর ব্যাগ থেকে পাওয়া গিয়েছে । এরপরই ওই দুই মহিলাকে আটক করা হয় ।

কয়েকদিন আগেই হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21 কেজি সোনা উদ্ধার হয় । জানা যায়, একটি পার্সেল থেকে কাস্টমস অফিসারর সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেছেন । উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় 25 কোটি টাকা । পার্সেলটি মধ্য পূর্বের কোনও একটি জায়গা থেকে এসেছিল । হায়দরাবাদ হয়ে সেটি মুম্বই যাওয়ার কথা ছিল । পার্সেলটিতে একটি ফোন নম্বর ও ঠিকানা ছিল বলেও জানা গিয়েছিল । সূত্রের খবর, পার্সেলে থাকা ঠিকানাটি ভুয়ো ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.