ETV Bharat / bharat

জয়পুরে সাঙ্গানের বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 32 কেজি সোনা - Gold Worth Rs 15.67 Crore Seized From Gulf Passengers

জয়পুরে সাঙ্গানের বিমানবন্দর থেকে উদ্ধার প্রায় 15 কোটির সোনা ৷ ওই সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ ৷

Gold Worth Rs 15.67 Crore Seized From Gulf Passengers At Jaipur Airport
জয়পুরে সাঙ্গানের বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 32 কেজি সোনা
author img

By

Published : Jul 4, 2020, 7:14 PM IST

জয়পুর , 4 জুলাই : জয়পুরের সাঙ্গানের বিমানবন্দরথেকে উদ্ধার হয় প্রায় 15 কোটিটাকার সোনা ৷ গতকাল UAE ওসৌদি আরব থেকে দুটি চাটার্ড বিমান এসে জয়পুরে পৌঁছায় ৷ বিমান যাত্রীদের মধ্যেতল্লাশি চালিয়ে 14 জনযাত্রীর থেকে উদ্ধার হয় মোট 32 কিলোগ্রাম সোনার বিস্কুট ৷ যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা ৷

প্রশাসনেরতরফে আজ একটি বিবৃতি জারি করা হয় ৷ বিবৃতিতে জানানো হয়, শুল্ক বিভাগের কর্মীরা গতকালসাঙ্গানের বিমানবন্দর থেকে সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে ৷ সোনার বিস্কুটগুলিএকটি ব্যাগের মধ্যে ছিল ৷ UAE থেকেফেরা তিনজন যাত্রীর কাছ থেকে মোট 9.3 কিলোগ্রাম ও রিয়াধ, সৌদি আরব থেকে ফেরা বাকী 11 জন যাত্রীর থেকে মোট 22.65 কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয় ৷ ওইসোনার মোট বাজারমূল্য হয় 15.67 কোটিটাকা ৷

প্রশাসনসূত্রে খবর, শুল্কআইনের আওতায় ওই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করছেপুলিশ ৷

জয়পুর , 4 জুলাই : জয়পুরের সাঙ্গানের বিমানবন্দরথেকে উদ্ধার হয় প্রায় 15 কোটিটাকার সোনা ৷ গতকাল UAE ওসৌদি আরব থেকে দুটি চাটার্ড বিমান এসে জয়পুরে পৌঁছায় ৷ বিমান যাত্রীদের মধ্যেতল্লাশি চালিয়ে 14 জনযাত্রীর থেকে উদ্ধার হয় মোট 32 কিলোগ্রাম সোনার বিস্কুট ৷ যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা ৷

প্রশাসনেরতরফে আজ একটি বিবৃতি জারি করা হয় ৷ বিবৃতিতে জানানো হয়, শুল্ক বিভাগের কর্মীরা গতকালসাঙ্গানের বিমানবন্দর থেকে সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে ৷ সোনার বিস্কুটগুলিএকটি ব্যাগের মধ্যে ছিল ৷ UAE থেকেফেরা তিনজন যাত্রীর কাছ থেকে মোট 9.3 কিলোগ্রাম ও রিয়াধ, সৌদি আরব থেকে ফেরা বাকী 11 জন যাত্রীর থেকে মোট 22.65 কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয় ৷ ওইসোনার মোট বাজারমূল্য হয় 15.67 কোটিটাকা ৷

প্রশাসনসূত্রে খবর, শুল্কআইনের আওতায় ওই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করছেপুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.