ETV Bharat / bharat

কেরালা সোনা পাচার মামলা : নিখোঁজ UAE কনসুলেটের নিরাপত্তা আধিকারিক - সংযুক্ত আরব আমিরাতে কনস্যুলেট

নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কেরালা পুলিশের ওই নিরাপত্তা আধিকারিক জয়াঘোশে ৷ কারণ, কয়েকজন অজ্ঞাতপরিচয় তাঁকে হুমকি দিচ্ছিল৷

Kerala
Kerala
author img

By

Published : Jul 18, 2020, 2:10 AM IST

তিরুবনন্তপুরম, 18 জুলাই : কেরালা সোনা পাচার মামলায় নয়া মোড় ৷ সংযুক্ত আরব আমিরশাহী কনসুলেটের সঙ্গে যুক্ত কেরালা পুলিশের এক অফিসার নিখোঁজ ৷ বৃহস্পতিবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ কেরালা পুলিশের ওই নিরাপত্তা আধিকারিক জয়াঘোশের নিখোঁজের খবর নিশ্চিত করেন অপর এক আধিকারিক অনিল কুমার৷ তিনি জানান, "তদন্ত চলছে ৷ ডগ স্কোয়াডকে কাজে লাগানো হবে ৷ আমরা তাঁর কল রেকর্ডের জন্য অপেক্ষা করছি ৷"

এদিকে জয়াঘোশের আত্মীয়রা জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন৷ কারণ, কয়েকজন অজ্ঞাতপরিচয় তাঁকে হুমকি দিচ্ছিল৷ চলতি মাসের প্রথম দিকে জয়াঘোশকে মামলার অন্যতম অভিযুক্ত স্বপ্না কয়েকবার ফোন করেছিল বলে খবর ছড়িয়েছে ৷ প্রসহ্গত, স্বপ্না সুরেশ UAE কনসুলেটের প্রাক্তন কর্মী ৷ এবং বর্তমানে সে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তরের সঙ্গে যুক্ত৷ আরব থেকে কেরালায় সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্নাকে গ্রেপ্তার করে NIA।

অভিযোগ, এই স্বপ্নার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রাজ্যের আমলা এম শিবশংকরের৷ নাম জড়ানোর পর তাঁকে সাসপেনশনের কথা ঘোষণা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ স্বপ্না সোনা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সরিথ কুমারের অধীনে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করত৷ এই সরিথ কুমারের সঙ্গে এম শিবশংকরের ফোনে দীর্ঘক্ষণ কথোপকথনের রেকর্ডও সামনে এসেছে৷ এছাড়া তিরুবনন্তপুরমে শিবশংকরের অ্যাপার্টমেন্টে স্বপ্না সুরেশ ও সরিথ কুমার দেখা করেছিল৷ একাধিকবার৷ তবে সুরেশকে থার্ড পার্টি হায়ার করেছিল বলে জানা যাচ্ছে৷ এই মামলায় রবিবার স্বপ্নার সঙ্গেই বেঙ্গালুরু থেকে ধরা হয় আরেক অভিযুক্ত সন্দীপ নায়ারকে।

তিরুবনন্তপুরম, 18 জুলাই : কেরালা সোনা পাচার মামলায় নয়া মোড় ৷ সংযুক্ত আরব আমিরশাহী কনসুলেটের সঙ্গে যুক্ত কেরালা পুলিশের এক অফিসার নিখোঁজ ৷ বৃহস্পতিবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ কেরালা পুলিশের ওই নিরাপত্তা আধিকারিক জয়াঘোশের নিখোঁজের খবর নিশ্চিত করেন অপর এক আধিকারিক অনিল কুমার৷ তিনি জানান, "তদন্ত চলছে ৷ ডগ স্কোয়াডকে কাজে লাগানো হবে ৷ আমরা তাঁর কল রেকর্ডের জন্য অপেক্ষা করছি ৷"

এদিকে জয়াঘোশের আত্মীয়রা জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন৷ কারণ, কয়েকজন অজ্ঞাতপরিচয় তাঁকে হুমকি দিচ্ছিল৷ চলতি মাসের প্রথম দিকে জয়াঘোশকে মামলার অন্যতম অভিযুক্ত স্বপ্না কয়েকবার ফোন করেছিল বলে খবর ছড়িয়েছে ৷ প্রসহ্গত, স্বপ্না সুরেশ UAE কনসুলেটের প্রাক্তন কর্মী ৷ এবং বর্তমানে সে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তরের সঙ্গে যুক্ত৷ আরব থেকে কেরালায় সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্নাকে গ্রেপ্তার করে NIA।

অভিযোগ, এই স্বপ্নার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রাজ্যের আমলা এম শিবশংকরের৷ নাম জড়ানোর পর তাঁকে সাসপেনশনের কথা ঘোষণা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ স্বপ্না সোনা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সরিথ কুমারের অধীনে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করত৷ এই সরিথ কুমারের সঙ্গে এম শিবশংকরের ফোনে দীর্ঘক্ষণ কথোপকথনের রেকর্ডও সামনে এসেছে৷ এছাড়া তিরুবনন্তপুরমে শিবশংকরের অ্যাপার্টমেন্টে স্বপ্না সুরেশ ও সরিথ কুমার দেখা করেছিল৷ একাধিকবার৷ তবে সুরেশকে থার্ড পার্টি হায়ার করেছিল বলে জানা যাচ্ছে৷ এই মামলায় রবিবার স্বপ্নার সঙ্গেই বেঙ্গালুরু থেকে ধরা হয় আরেক অভিযুক্ত সন্দীপ নায়ারকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.