তিরুবনন্তপুরম, 18 জুলাই : কেরালা সোনাপাচার মামলার তৃতীয় অভিযুক্ত ফয়জ়ল ফরিদের বিরুদ্ধে আজ ব্লু কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল । ইন্টারপোল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর অনুরোধের ভিত্তিতে এই কাজটি করেছে, যা শুল্ক বিভাগের পাশাপাশি এই মামলার তদন্ত করছে ।
এই ব্লু কর্নার নোটিস জারির লক্ষ্য বিশ্বের যে কোনও বিমানবন্দর দিয়ে অভিযুক্ত অন্য কোনও দেশে পালিয়ে যায় কি না তার উপর নজর রাখা । কোচির NIA আদালত ইতিমধ্যে ফয়জ়ল ফরিদের বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে । তার পাসপোর্টও বাতিল করে দিয়েছে ভারত ।
এই সমস্ত পদক্ষেপই ইন্টারপোলের সহায়তায় ফয়জ়ল ফরিদকে ভারতে ফিরিয়ে আনার পদ্ধতির অংশ ছিল । ব্লু কর্নার নোটিসও এখন জারি করা হয়েছে । NIA তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, দুবাইয়ের দ্বিপাক্ষিক ব্যাগেজ চ্যানেলের মাধ্যমে স্বর্ণ পাচারের সুবিধার্থে নথি জাল করেছে ফয়জ়ল ফরিদ । সে তিরুবনন্তপুরম বিমানবন্দরে দ্বিপাক্ষিক ব্যাগেজ চ্যানেলের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী সোনা কিনে পাঠায় বলেও জানান তদন্তকারী অফিসাররা । NIA-র তদন্তকারী দল আশাবাদী, একবার ফয়জ়ল ফরিদকে গ্রেপ্তার করা হলে, তাকে ভারতে ফিরিয়ে আনা এবং জিজ্ঞাসাবাদ করা হলে সোনা পাচার মামলার সম্ভাব্য কারবারিদের যোগসূত্রও প্রমাণিত হতে পারে ।