ETV Bharat / bharat

ভেস্তে গেল পাচারের ছক, চেন্নাই বিমানবন্দরে উদ্ধার 40 লাখ টাকার সোনা - chennai airport

পাচারের আগেই 40 লাখ টাকার সোনা উদ্ধার ৷ গ্রেপ্তার 2 ।

S
S
author img

By

Published : Oct 16, 2020, 2:57 PM IST

চেন্নাই, 16 অক্টোবর : ভেস্তে গেল পাচারের ছক ৷ চেন্নাইয়ের বিমানবন্দরে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল প্রায় 40 লাখ টাকার সোনা ৷

দিল্লিতে শুল্ক দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, চেন্নাই বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়েছে ৷ সে 416 গ্রাম সোনা তিনটি প্যাকেটে ভরে মলদ্বারে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল ৷ উদ্ধার হওয়া সোনার মূল্য 21.8 লাখ টাকা ৷ 1962 সালের কাস্টমস আইনের 104 নম্বর ধারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷

আর একটি ঘটনায় এক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা ৷ বিমানবন্দরে তল্লাশির সময় ধৃতের কাছে পাওয়া গিয়েছে চারটি সোনার পাত ও 2টি সোনার কয়েন । যার ওজন 348 গ্রাম ৷ উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য 18 লাখ 21 হাজার টাকা ৷ সোনা পাচারের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে৷

চেন্নাই, 16 অক্টোবর : ভেস্তে গেল পাচারের ছক ৷ চেন্নাইয়ের বিমানবন্দরে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল প্রায় 40 লাখ টাকার সোনা ৷

দিল্লিতে শুল্ক দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, চেন্নাই বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়েছে ৷ সে 416 গ্রাম সোনা তিনটি প্যাকেটে ভরে মলদ্বারে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল ৷ উদ্ধার হওয়া সোনার মূল্য 21.8 লাখ টাকা ৷ 1962 সালের কাস্টমস আইনের 104 নম্বর ধারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷

আর একটি ঘটনায় এক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা ৷ বিমানবন্দরে তল্লাশির সময় ধৃতের কাছে পাওয়া গিয়েছে চারটি সোনার পাত ও 2টি সোনার কয়েন । যার ওজন 348 গ্রাম ৷ উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য 18 লাখ 21 হাজার টাকা ৷ সোনা পাচারের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.