দিল্লি , 28 জুলাই : বাড়ল সোনার দাম । প্রতি গ্রাম সোনায় 905 টাকা দাম বেড়েছে । দিল্লিতে প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়াল 52 হাজার 960 টাকা । আন্তর্জাতিক বাজারেও বেড়েছে সোনার দাম ।
এর আগে প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়ে হয়েছিল 52 হাজার 55 টাকা । সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও । রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে 3 হাজার 347 টাকা । এই নিয়ে রুপোর দাম প্রতি কেজিতে বেড়ে হল 65 হাজার 670 টাকা । এর আগে রুপোর দাম ছিল 62 হাজার 323 টাকা ।
HDFC -র সিনিয়র বিশেষজ্ঞ তপন প্যাটেল বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম বেড়েছে 905 টাকা ।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে বেড়েছে 1 হাজার 935 ডলার । পাশাপাশি রুপোর দাম বেড়েছে প্রতি আউন্সে 24 ডলার ।