ETV Bharat / bharat

মন্ত্রীর টুইটের পরই অভিযুক্ত সাঁতার কোচের বিরুদ্ধে মামলা রুজু - Rape

অভিযুক্ত সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করল গোয়া পুলিশ ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 5, 2019, 3:49 PM IST

Updated : Sep 5, 2019, 7:17 PM IST

পানাজি, 5 সেপ্টেম্বর : যৌন হেনস্থার অভিযোগে সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করল গোয়া পুলিশ ৷ সুরজিৎ পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷

2015 সাল থেকেই সুরজিতের কাছে সাঁতার শিখছিল জাতীয়স্তরের এক সাঁতারু ৷ কোচের ডাকেই বছর দুয়েক আগে পরিবারের সঙ্গে গোয়া যায় হুগলির রিষড়ার বাসিন্দা ওই কিশোরী ৷ অভিযোগ, মাসছয়েক ধরে তার সঙ্গে অশালীন আচরণ করছিল সুরজিৎ ৷ কিন্তু, ভয়ে কাউকে বিষয়টি জানায়নি মেয়েটি ৷ পরে বাধ্য হয়ে গোটা ঘটনার ভিডিয়ো তুলে রাখে মেয়েটি ৷

সম্প্রতি প্রকাশ্যে আসে সেই ভিডিয়ো ৷ তা ভাইরাল হয় । এরপর সাঁতার সার্কিটে যথেষ্ট সুনাম থাকা কোচের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ তিনি টুইট করেন, 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে আমি এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেছি । তিনি (অভিযুক্ত কোচ ) যা করেছেন, তা ঘৃণ্য অপরাধ । আমি পুলিশকেও শীঘ্রই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলছি ।' অভিযুক্ত কোচ যাতে দেশের আর কোথাও চাকরি না পান, তা দেখবেন বলেও জানান কিরেন রিজিজু । মন্ত্রী লেখেন, 'আমি পুরো ঘটনাটি নজরে রেখেছি । গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই অভিযুক্তের সঙ্গে চুক্তি রদ করেছে । আমি দেশের বাকি সাঁতার সংগঠনগুলিকেও বলেছি যাতে তারা অভিযুক্তকে কোচ হিসাবে না নেয় ।'

মন্ত্রীর টুইটের পরই সুরজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (শিক্ষক হিসেবে ধর্ষণ), 354 (মহিলাদের শালীনতা ও সম্মানের উপর আঘাত), 506 ধারায় (ভয় দেখানো) মামলা রুজু করে পুলিশ ৷ তাদের তরফে জানানো হয়েছে, "মামলা রুজু হয়েছে ৷ অভিযুক্ত ও নির্যাতিতা দুজনেই পশ্চিমবঙ্গের ৷ অভিযুক্ত পলাতক ৷"

এই সংক্রান্ত আরও খবর : ''আর কেউ প্রমাণ চাইবেন না, ভিডিয়ো সব কথা বলছে''

পানাজি, 5 সেপ্টেম্বর : যৌন হেনস্থার অভিযোগে সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করল গোয়া পুলিশ ৷ সুরজিৎ পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷

2015 সাল থেকেই সুরজিতের কাছে সাঁতার শিখছিল জাতীয়স্তরের এক সাঁতারু ৷ কোচের ডাকেই বছর দুয়েক আগে পরিবারের সঙ্গে গোয়া যায় হুগলির রিষড়ার বাসিন্দা ওই কিশোরী ৷ অভিযোগ, মাসছয়েক ধরে তার সঙ্গে অশালীন আচরণ করছিল সুরজিৎ ৷ কিন্তু, ভয়ে কাউকে বিষয়টি জানায়নি মেয়েটি ৷ পরে বাধ্য হয়ে গোটা ঘটনার ভিডিয়ো তুলে রাখে মেয়েটি ৷

সম্প্রতি প্রকাশ্যে আসে সেই ভিডিয়ো ৷ তা ভাইরাল হয় । এরপর সাঁতার সার্কিটে যথেষ্ট সুনাম থাকা কোচের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ তিনি টুইট করেন, 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে আমি এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেছি । তিনি (অভিযুক্ত কোচ ) যা করেছেন, তা ঘৃণ্য অপরাধ । আমি পুলিশকেও শীঘ্রই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলছি ।' অভিযুক্ত কোচ যাতে দেশের আর কোথাও চাকরি না পান, তা দেখবেন বলেও জানান কিরেন রিজিজু । মন্ত্রী লেখেন, 'আমি পুরো ঘটনাটি নজরে রেখেছি । গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই অভিযুক্তের সঙ্গে চুক্তি রদ করেছে । আমি দেশের বাকি সাঁতার সংগঠনগুলিকেও বলেছি যাতে তারা অভিযুক্তকে কোচ হিসাবে না নেয় ।'

মন্ত্রীর টুইটের পরই সুরজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (শিক্ষক হিসেবে ধর্ষণ), 354 (মহিলাদের শালীনতা ও সম্মানের উপর আঘাত), 506 ধারায় (ভয় দেখানো) মামলা রুজু করে পুলিশ ৷ তাদের তরফে জানানো হয়েছে, "মামলা রুজু হয়েছে ৷ অভিযুক্ত ও নির্যাতিতা দুজনেই পশ্চিমবঙ্গের ৷ অভিযুক্ত পলাতক ৷"

এই সংক্রান্ত আরও খবর : ''আর কেউ প্রমাণ চাইবেন না, ভিডিয়ো সব কথা বলছে''

New Delhi, Sep 05 (ANI): On the occasion of Teacher's Day, President Ram Nath Kovind presented National Awards to teachers in Delhi. Union Minister of Human Resource Development (HRD) Ramesh Pokhriyal and Minister of State (MoS) for Human Resource Development (HRD) Sanjay Dhotre was also present at the ceremony. Awards were presented to 46 exceptional teachers for their commitment to improve the quality of school education. The award is in its 61st year having been instituted in 1958. Teacher's Day in India is celebrated in the memory of Dr Sarvepalli Radhakrishnan whose birth anniversary falls on September 5. Dr Radhakrishnan was a renowned academic and served as the President of India from 1962 to 1967.
Last Updated : Sep 5, 2019, 7:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.