ETV Bharat / bharat

বিশ্ব খাদ্যসূচকে পাকিস্তান-বাংলাদেশের পরে ভারতের স্থান - খাদ্যসূচকে বাংলাদেশ

GHI -এর রিপোর্ট অনুযায়ী এই তীব্রতা স্কেলে ভারতের স্কোর 30.3 । যার অর্থ ভারত যে পর্যায়ের অনাহারে ভুগছে তা অত্যন্ত চিন্তাজনক ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 16, 2019, 7:02 PM IST

Updated : Oct 16, 2019, 8:33 PM IST

দিল্লি, 16 অক্টোবর : ক্ষুধা ও অপুষ্টির নিরিখে খাদ্যসূচকে প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের পিছনে ভারত । মানবিকতার কাজে যুক্ত দুই আন্তর্জাতিক অলাভজনক সংস্থা 117 দেশের একটি তালিকা প্রকাশ করে । সেই তালিকা অনুযায়ী 117 দেশের মধ্যে 102 নম্বরে রয়েছে ভারত । অথচ পাকিস্তান রয়েছে 94, বাংলাদেশ 88 ও নেপাল 73 নম্বরে রয়েছে ।

বিশ্ব খাদ্যসূচক অনুসারে অনাহারের (GHI) 100 পয়েন্টের একটি তীব্রতা স্কেল রয়েছে । এই স্কেল অনুযায়ী যদি কোনও দেশের স্কোর 0 হয় তাহলে সেই দেশ অনাহার মুক্ত । অন্যদিকে তীব্রতা স্কেলে 100 স্কোর পাওয়ার অর্থ চূড়ান্ত অনাহার । রিপোর্ট অনুযায়ী এই তীব্রতা স্কেলে ভারতের স্কোর 30.3 ।

2014 সালে খাদ্যসূচকে ভারত ছিল 55 নম্বরে । সেখানে 2019 সালে ভারত খাদ্যসূচকে 102 নম্বরে রয়েছে । যার থেকে বোঝা যায় প্রতি বছর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । 2014 সালে 76 টি দেশের মধ্যে খাদ্যসূচকে ভারতের স্থান ছিল 55 নম্বরে । 2017 সালে 119 টি দেশের মধ্যে 100-তে স্থান ছিল ভারতের । 2018 সালে 119 টি দেশের মধ্যে 103 নম্বরে ছিল ভারতের স্থান ।

আয়ারল্যাণ্ডের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মানির ওয়েলথহাঙ্গারলাইফ নামক দুটি সংস্থা বিশ্ব খাদ্যসূচকের এই বার্ষিক রিপোর্ট প্রকাশ করে । এই রিপোর্ট অনুযায়ী, বিপুল জনসংখ্যাই ভারতের খাদ্যসূচকে বড়সড় প্রভাব ফেলেছে । পাশাপাশি ভারতে পাঁচ বছরের নিচে অপুষ্টির শিকার শিশুদের হার 20.8 শতাংশ । বিশ্ব খাদ্যসূচকের রিপোর্ট অনুসারে এই হার সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ।

চারটি মানদণ্ডের ভিত্তিতে এই খাদ্যসূচকটি তৈরি হয়েছে । সেগুলি হল অপুষ্টি, চাইল্ড ওয়েস্টিং বা পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওজনের ভিত্তি, পাঁচ বছরের নিচের শিশুদের উচ্চতা বয়সের তুলনায় কম এবং পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার ।

বিশ্ব খাদ্যসূচকের এই রিপোর্ট সামনে আসার পর থেকেই বিরোধী দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের নিশানায় রাখে । কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ়্যাক টুইট করেন, "2019 সালের বিশ্ব খাদ্যসূচক প্রকাশ হয়েছে । ভারত 102 নম্বরে নেমেছে । খাদ্যসূচকে ভারতের এই পতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্থানের সঙ্গেই শুরু হয়েছিল ।"

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইট করেন, "বিশ্ব খাদ্যসূচকে ভারত 102 নম্বরে রয়েছে । রিপোর্ট বলছে ভারত যে পর্যায়ের অনাহারে ভুগছে তা চিন্তাজনক । তারপরও অনেকে বিশ্বাস করেন আচ্ছে দিন আয়েগা । কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ?"

দিল্লি, 16 অক্টোবর : ক্ষুধা ও অপুষ্টির নিরিখে খাদ্যসূচকে প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের পিছনে ভারত । মানবিকতার কাজে যুক্ত দুই আন্তর্জাতিক অলাভজনক সংস্থা 117 দেশের একটি তালিকা প্রকাশ করে । সেই তালিকা অনুযায়ী 117 দেশের মধ্যে 102 নম্বরে রয়েছে ভারত । অথচ পাকিস্তান রয়েছে 94, বাংলাদেশ 88 ও নেপাল 73 নম্বরে রয়েছে ।

বিশ্ব খাদ্যসূচক অনুসারে অনাহারের (GHI) 100 পয়েন্টের একটি তীব্রতা স্কেল রয়েছে । এই স্কেল অনুযায়ী যদি কোনও দেশের স্কোর 0 হয় তাহলে সেই দেশ অনাহার মুক্ত । অন্যদিকে তীব্রতা স্কেলে 100 স্কোর পাওয়ার অর্থ চূড়ান্ত অনাহার । রিপোর্ট অনুযায়ী এই তীব্রতা স্কেলে ভারতের স্কোর 30.3 ।

2014 সালে খাদ্যসূচকে ভারত ছিল 55 নম্বরে । সেখানে 2019 সালে ভারত খাদ্যসূচকে 102 নম্বরে রয়েছে । যার থেকে বোঝা যায় প্রতি বছর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । 2014 সালে 76 টি দেশের মধ্যে খাদ্যসূচকে ভারতের স্থান ছিল 55 নম্বরে । 2017 সালে 119 টি দেশের মধ্যে 100-তে স্থান ছিল ভারতের । 2018 সালে 119 টি দেশের মধ্যে 103 নম্বরে ছিল ভারতের স্থান ।

আয়ারল্যাণ্ডের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মানির ওয়েলথহাঙ্গারলাইফ নামক দুটি সংস্থা বিশ্ব খাদ্যসূচকের এই বার্ষিক রিপোর্ট প্রকাশ করে । এই রিপোর্ট অনুযায়ী, বিপুল জনসংখ্যাই ভারতের খাদ্যসূচকে বড়সড় প্রভাব ফেলেছে । পাশাপাশি ভারতে পাঁচ বছরের নিচে অপুষ্টির শিকার শিশুদের হার 20.8 শতাংশ । বিশ্ব খাদ্যসূচকের রিপোর্ট অনুসারে এই হার সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ।

চারটি মানদণ্ডের ভিত্তিতে এই খাদ্যসূচকটি তৈরি হয়েছে । সেগুলি হল অপুষ্টি, চাইল্ড ওয়েস্টিং বা পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওজনের ভিত্তি, পাঁচ বছরের নিচের শিশুদের উচ্চতা বয়সের তুলনায় কম এবং পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার ।

বিশ্ব খাদ্যসূচকের এই রিপোর্ট সামনে আসার পর থেকেই বিরোধী দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের নিশানায় রাখে । কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ়্যাক টুইট করেন, "2019 সালের বিশ্ব খাদ্যসূচক প্রকাশ হয়েছে । ভারত 102 নম্বরে নেমেছে । খাদ্যসূচকে ভারতের এই পতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্থানের সঙ্গেই শুরু হয়েছিল ।"

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইট করেন, "বিশ্ব খাদ্যসূচকে ভারত 102 নম্বরে রয়েছে । রিপোর্ট বলছে ভারত যে পর্যায়ের অনাহারে ভুগছে তা চিন্তাজনক । তারপরও অনেকে বিশ্বাস করেন আচ্ছে দিন আয়েগা । কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ?"

Akola (Maharashtra), Oct 16 (ANI): Prime Minister Narendra Modi addressed a public rally in Maharashtra ahead of Assembly polls in the state. Addressing the rally, PM Modi said, "Yeh Veer Savarkar ke hi sanskar hain jo rashtrawad ko humnein rashtra nirman ke mool mein rakha hai". Targeting Opposition over criticism of revocation of Article 370, PM Modi said, "For political gains, some are openly saying that Article 370 has nothing to do in Maharashtra Assembly Polls, that JandK has nothing to do with Maharashtra. I want to tell such people that JandK and its people are also sons of Maa Bharti only." Reminiscing over past terror attacks in Maharashtra, PM said, "At one time, there were regular incidents of terrorism and hatred in Maharashtra. The culprits got away, and settled in different countries. India wants to ask the people who were in power then, how did all of this happen? How did they escape?"
Last Updated : Oct 16, 2019, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.