ETV Bharat / bharat

ছুটি না দিলে পালিয়ে যাবে স্ত্রী, আবেদন পুলিশের

author img

By

Published : Mar 9, 2020, 6:21 PM IST

ছুটি বাতিলের কথা জানার পর থেকে অবসাদে ভুগছেন । আমার স্ত্রী জানিয়েছেন, এবারে ছুটি না পেলে আমার স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে যাবেন । আবেদনপত্রে কর্তৃপক্ষকে জানালেন এক প্রশিক্ষণরত পুলিশ কর্মী ।

trainee police on letter
এই সেই আবেদনপত্র

ভাগলপুর, 9 মার্চ : দোল বা হোলি । সাধারণ মানুষের নিরাপত্তায় সদা তৎপর পুলিশ প্রশাসন । সকলের আনন্দেই নিজের আনন্দ উপভোগ করতে হয় তাঁদের । কিন্তু তাঁদের পরিবার ? কাছের মানুষ ছাড়া কীভাবে উৎসবের দিনগুলো কাটান তাঁরা? পরিবারের সদস্যকে বাদ দিয়ে বছরের পর বছর চলে উৎসব উদযাপন । পেশার তাগিদে, পেটের তাগিদে বা কখনও প্যাশনের জন্যও এই সব থেকে দূরে থাকেন তাঁরা । কিন্তু এবার সেই পুলিশ কর্মীই অভিনব আবেদন করলেন । তাঁর ছুটির আবেদনের প্রতিলিপি ভাইরাল নেট দুনিয়ায় ।

প্রতিবারের মতো এবারও হোলির ছুটি বাতিল হয়েছে বিহার পুলিশের । ছুটি বাতিল হওয়ায় নাথানগরের প্রশিক্ষণরত পুলিশ কর্মী নাথানগর CTS -এর প্রিন্সিপালকে একটি চিঠি দেন । যেখানে তিনি লেখেন, '' ছুটি বাতিলের কথা জানার পর থেকে আমি অবসাদে ভুগছি । কারণ আমার স্ত্রী জানিয়েছেন, এবারে ছুটি না পেলে আমার স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে যাবেন । আমার পাঁচদিনের ছুটি লাগবে । ''

এই আবেদনপত্র পাওয়ার পর রীতিমতো আলোচনায় বসতে হয়েছে কর্তৃপক্ষকে । শুধু এই নয় । আবেদনে তিনি জানিয়েছেন, প্রিন্সিপাল যদি আমাকে ছুটি দিতে না পারেন তাহলে স্ত্রীকে যেন বোঝান এবং এমন সিদ্ধান্ত নিতে বারণ করেন । তাঁর এই আবেদনপত্রের প্রতিলিপি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । অনেকে বলছেন, পুলিশ বিভাগকে গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার ।

(বিশেষ দ্রষ্টব্য : আবেদনটির প্রতিলিপির সত্যতা যাচাই করেনি ETV ভারত ।)

ভাগলপুর, 9 মার্চ : দোল বা হোলি । সাধারণ মানুষের নিরাপত্তায় সদা তৎপর পুলিশ প্রশাসন । সকলের আনন্দেই নিজের আনন্দ উপভোগ করতে হয় তাঁদের । কিন্তু তাঁদের পরিবার ? কাছের মানুষ ছাড়া কীভাবে উৎসবের দিনগুলো কাটান তাঁরা? পরিবারের সদস্যকে বাদ দিয়ে বছরের পর বছর চলে উৎসব উদযাপন । পেশার তাগিদে, পেটের তাগিদে বা কখনও প্যাশনের জন্যও এই সব থেকে দূরে থাকেন তাঁরা । কিন্তু এবার সেই পুলিশ কর্মীই অভিনব আবেদন করলেন । তাঁর ছুটির আবেদনের প্রতিলিপি ভাইরাল নেট দুনিয়ায় ।

প্রতিবারের মতো এবারও হোলির ছুটি বাতিল হয়েছে বিহার পুলিশের । ছুটি বাতিল হওয়ায় নাথানগরের প্রশিক্ষণরত পুলিশ কর্মী নাথানগর CTS -এর প্রিন্সিপালকে একটি চিঠি দেন । যেখানে তিনি লেখেন, '' ছুটি বাতিলের কথা জানার পর থেকে আমি অবসাদে ভুগছি । কারণ আমার স্ত্রী জানিয়েছেন, এবারে ছুটি না পেলে আমার স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে যাবেন । আমার পাঁচদিনের ছুটি লাগবে । ''

এই আবেদনপত্র পাওয়ার পর রীতিমতো আলোচনায় বসতে হয়েছে কর্তৃপক্ষকে । শুধু এই নয় । আবেদনে তিনি জানিয়েছেন, প্রিন্সিপাল যদি আমাকে ছুটি দিতে না পারেন তাহলে স্ত্রীকে যেন বোঝান এবং এমন সিদ্ধান্ত নিতে বারণ করেন । তাঁর এই আবেদনপত্রের প্রতিলিপি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । অনেকে বলছেন, পুলিশ বিভাগকে গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার ।

(বিশেষ দ্রষ্টব্য : আবেদনটির প্রতিলিপির সত্যতা যাচাই করেনি ETV ভারত ।)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.