ETV Bharat / bharat

ফের উত্তরপ্রদেশ, ধর্ষণের পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার - আত্মহত্যার চেষ্টা ধর্ষিতার

একের পর এক ধর্ষণের অভিযোগ এসেছে উত্তরপ্রদেশ থেকে ৷

-physically-harassed
ফের উত্তরপ্রদেশ, ধর্ষণের পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার
author img

By

Published : Dec 9, 2019, 4:42 AM IST

লখনউ, 9 ডিসেম্বর : ফের উত্তরপ্রদেশ ৷ এবার ধর্ষণের অভিযোগ উঠল লখনউয়ের ট্রান্স গোমতী এলাকায় ৷ ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ৷

ট্রান্স-গোমতী এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে ৷ তদন্তের পরই সবকিছু স্পষ্ট হবে ৷

রাজধানী লখনউয়ের অদূরেই ধর্ষণের অভিযোগে ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের নিরাপত্তা ৷ 11 মাসে 86টি ধর্ষণ ৷ যৌন নির্যাতনের সংখ্যা 185 ৷ না, সম্পূর্ণ উত্তরপ্রদেশের নয় ৷ এটি শুধুমাত্র উন্নাও জেলার পরিসংখ্যান ৷ যোগী-রাজ্য যেন আজ 'ধর্ষণের রাজধানী' ৷ এই পরিসংখ্যান সামনে আসার পর দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার ৷

কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে হিংসার শিকার হয়েছেন মহিলারা ৷ উঠেছে ধর্ষণের অভিযোগ ৷ ধর্ষণের অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি, উঠেছে এমন কথাও ৷ গণধর্ষণে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে, গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে ৷ এই ঘটনাও ঘটেছে সম্প্রতি ৷ মৃত্যু হয়েছে নির্যাতিতার ৷ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ ৷ কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত হয়নি ৷

ট্রান্স গোমতী এলাকায় ধর্ষণের পর নির্যাতিতা বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন আজ ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

লখনউ, 9 ডিসেম্বর : ফের উত্তরপ্রদেশ ৷ এবার ধর্ষণের অভিযোগ উঠল লখনউয়ের ট্রান্স গোমতী এলাকায় ৷ ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ৷

ট্রান্স-গোমতী এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে ৷ তদন্তের পরই সবকিছু স্পষ্ট হবে ৷

রাজধানী লখনউয়ের অদূরেই ধর্ষণের অভিযোগে ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের নিরাপত্তা ৷ 11 মাসে 86টি ধর্ষণ ৷ যৌন নির্যাতনের সংখ্যা 185 ৷ না, সম্পূর্ণ উত্তরপ্রদেশের নয় ৷ এটি শুধুমাত্র উন্নাও জেলার পরিসংখ্যান ৷ যোগী-রাজ্য যেন আজ 'ধর্ষণের রাজধানী' ৷ এই পরিসংখ্যান সামনে আসার পর দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার ৷

কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে হিংসার শিকার হয়েছেন মহিলারা ৷ উঠেছে ধর্ষণের অভিযোগ ৷ ধর্ষণের অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি, উঠেছে এমন কথাও ৷ গণধর্ষণে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে, গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে ৷ এই ঘটনাও ঘটেছে সম্প্রতি ৷ মৃত্যু হয়েছে নির্যাতিতার ৷ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ ৷ কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত হয়নি ৷

ট্রান্স গোমতী এলাকায় ধর্ষণের পর নির্যাতিতা বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন আজ ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Hyderabad, Dec 08 (ANI): Locals staged silent protest in Hyderabad on Dec 08. They protested against National Register of Citizens (NRC) and proposed Citizenship (Amendment) Bill (CAB). Protestors held placards to show their disapproval against NRC and CAB. CAB seeks to grant citizenship to Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christians from Afghanistan, Bangladesh and Pakistan.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.