লখনউ, 9 ডিসেম্বর : ফের উত্তরপ্রদেশ ৷ এবার ধর্ষণের অভিযোগ উঠল লখনউয়ের ট্রান্স গোমতী এলাকায় ৷ ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ৷
ট্রান্স-গোমতী এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে ৷ তদন্তের পরই সবকিছু স্পষ্ট হবে ৷
রাজধানী লখনউয়ের অদূরেই ধর্ষণের অভিযোগে ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের নিরাপত্তা ৷ 11 মাসে 86টি ধর্ষণ ৷ যৌন নির্যাতনের সংখ্যা 185 ৷ না, সম্পূর্ণ উত্তরপ্রদেশের নয় ৷ এটি শুধুমাত্র উন্নাও জেলার পরিসংখ্যান ৷ যোগী-রাজ্য যেন আজ 'ধর্ষণের রাজধানী' ৷ এই পরিসংখ্যান সামনে আসার পর দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার ৷
কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে হিংসার শিকার হয়েছেন মহিলারা ৷ উঠেছে ধর্ষণের অভিযোগ ৷ ধর্ষণের অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি, উঠেছে এমন কথাও ৷ গণধর্ষণে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে, গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে ৷ এই ঘটনাও ঘটেছে সম্প্রতি ৷ মৃত্যু হয়েছে নির্যাতিতার ৷ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ ৷ কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত হয়নি ৷
ট্রান্স গোমতী এলাকায় ধর্ষণের পর নির্যাতিতা বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন আজ ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷