ETV Bharat / bharat

এক বছর যাত্রা করে তিরুবনন্তপুরমে পৌঁছাল মহাকাশ গবেষণার বিশালাকার মেশিন - মহাকাশ গবেষণা মেশিন

মহারাষ্ট্র থেকে এক বছর যাত্রা করে তিরুবনন্তপুরমে পৌঁছাল মহাকাশ গবেষণার জন্য তৈরি মেশিন ৷ যার ওজন প্রায় 70 টন ৷

Giant machine for space project reaches Thiruvananthapuram after year long journey from Maharashtra
তিরুবনন্তপুরমে পৌঁছাল মহাকাশ গবেষণার বিশালাকার মেশিন
author img

By

Published : Jul 21, 2020, 4:40 AM IST

তিরুবনন্তপুরম , 21 জুলাই : মহাকাশ গবেষণার জন্য তৈরি একটি বিশাল মেশিন নিয়ে গত বছর মহারাষ্ট্র থেকে রওনা দিয়েছিল একটি ট্রাক ৷ রবিবার তা পৌঁছায় তিরুবনন্তপুরমে ৷ তারও প্রায় কয়েকঘণ্টা পর গতকাল তা এসে পৌঁছায় বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) ৷

ওই কার্গোর এক আরোহী বলেন, " আমরা 8 জুলাই, 2019-এ মহারাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলাম ৷ এরপর প্রায় এক বছর ধরে সফর করে ও চারটি রাজ্য ঘুরে আমরা তিরুবনন্তপুরমে পৌঁছেছি ৷ "

ট্রাকটি একটি এয়ারস্পেস হোরাইজ়ন্টাল অটোক্লেভ মেশিন বহন করে এনেছে ৷ এই মেশিনটি ওজনবিহীন জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় । ওই বিশালাকার মেশিনটির ওজন প্রায় 70 টন এবং উচ্চতা ও চওড়া যথাক্রমে 7.5 মিটার ও 6.65 মিটার । মেশিনটি নাসিকে তৈরি করা হয়েছিল ৷ শীঘ্রই ভারতের মহাকাশ গবেষণার জন্য এই মেশিনটি চালু করা হবে ৷ এক সদস্য জানান, উচ্চতার জন্য মেশিনটি জাহাজের মাধ্যমে পাঠানো যায়নি ৷ আনতে হয়েছে রাস্তা দিয়েই ৷

তিরুবনন্তপুরম , 21 জুলাই : মহাকাশ গবেষণার জন্য তৈরি একটি বিশাল মেশিন নিয়ে গত বছর মহারাষ্ট্র থেকে রওনা দিয়েছিল একটি ট্রাক ৷ রবিবার তা পৌঁছায় তিরুবনন্তপুরমে ৷ তারও প্রায় কয়েকঘণ্টা পর গতকাল তা এসে পৌঁছায় বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) ৷

ওই কার্গোর এক আরোহী বলেন, " আমরা 8 জুলাই, 2019-এ মহারাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলাম ৷ এরপর প্রায় এক বছর ধরে সফর করে ও চারটি রাজ্য ঘুরে আমরা তিরুবনন্তপুরমে পৌঁছেছি ৷ "

ট্রাকটি একটি এয়ারস্পেস হোরাইজ়ন্টাল অটোক্লেভ মেশিন বহন করে এনেছে ৷ এই মেশিনটি ওজনবিহীন জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় । ওই বিশালাকার মেশিনটির ওজন প্রায় 70 টন এবং উচ্চতা ও চওড়া যথাক্রমে 7.5 মিটার ও 6.65 মিটার । মেশিনটি নাসিকে তৈরি করা হয়েছিল ৷ শীঘ্রই ভারতের মহাকাশ গবেষণার জন্য এই মেশিনটি চালু করা হবে ৷ এক সদস্য জানান, উচ্চতার জন্য মেশিনটি জাহাজের মাধ্যমে পাঠানো যায়নি ৷ আনতে হয়েছে রাস্তা দিয়েই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.