ETV Bharat / bharat

সংসদ ভবনের শিলান্যাসে উপস্থিত থেকে দলের মধ্যেই চাপে গুলাম নবি আজ়াদ - Ghulam Nabi Azad under pressure within Congress

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ইটিভি ভারতকে বলেন যে সমগ্র বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে । "কংগ্রেস হাইকমান্ড বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে বিষয়টি জানানো হবে", বলেন অধীরবাবু । কী কারণে বিজেপির উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন তা নিয়ে মতামত জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরি ।

গুলাম নবি আজ়াদ
গুলাম নবি আজ়াদ
author img

By

Published : Dec 10, 2020, 10:09 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে দলের মধ্যেই সমালোচিত হলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ । কংগ্রেস নেতৃত্বের মতে আজ়াদের এই পদক্ষেপ আসলে দলীয় শৃঙ্খলাভঙ্গের সমতুল্য ।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ইটিভি ভারতকে বলেন যে সমগ্র বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে । লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, "কংগ্রেস হাইকমান্ড বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে বিষয়টি জানানো হবে।" কী কারণে বিজেপির উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন তা নিয়ে মতামত জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরি ।

রাজ্য কংগ্রেসের পরিষদীয় দলনেতা অসিত মিত্রের একই মতামত । তাঁর মতে, এখানে দলীয় শৃঙ্খলার ব্যাপারটা জড়িত । তিনি বলেন, "দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ব্যাপারটা খতিয়ে দেখবে এবং তারপরই যথারীতি ব্যবস্থা নেওয়া হবে । তবে আমার ব্যক্তিগত মতামত ব্যাপারটা নিয়ে যাতে বেশি জলঘোলা না হয় । অল্পের উপর দিয়ে ব্যাপারটা মিতে গেলেই ভালো ।’’

সংসদ ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়া নিয়ে দলের মধ্যেই চাপে গুলাম নবি আজ়াদ

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দলের সাধারণ সম্পাদকের স্তর থেকে সরানো হয় গুলাম নবি আজ়াদকে । মনে করা হয় সম্প্রতি বিদ্রোহী চিঠির জন্যই সরানো হল তাঁকে । দলের অভ্যন্তরের সংস্কার এবং স্থায়ী সভাপতি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন কয়েকজন কংগ্রেস নেতা । গুলম নবি আজ়াদও তাঁদের মধ্যে একজন ।

এরপরেও অবশ্য থেমে থাকেননি আজ়াদ । গত মাসের শেষ দিকে তিনি আবার একটা বিবৃতি দেন । যেখানে তিনি দাবি করেন যে দলের কাঠামোটাই ভেঙে গিয়েছে । একইসঙ্গে তিনি দাবি জানান, দলের সমস্ত সাংগঠনিক পদে নির্বাচনের । তবে বিষয়টি হালকাভাবে নেয়নি কংগ্রেস নেতৃত্ব ৷ অধীর রঞ্জন চৌধুরি ইটিভি ভারতকে বলেন, "যাঁরা দলে থেকে কংগ্রেস সম্পর্কে সমালোচনা করছেন তাঁরা স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যেতে পারেন বা নিজের দল গঠন করতে পারেন । দুষ্টু গোরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো । কংগ্রেসে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার থেকে দল ত্যাগ করা ভালো । কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়েই আগামী দিনে দেশ এবং রাজ্যের কংগ্রেস এগিয়ে চলবে ৷ "

কলকাতা, 10 ডিসেম্বর : বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে দলের মধ্যেই সমালোচিত হলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ । কংগ্রেস নেতৃত্বের মতে আজ়াদের এই পদক্ষেপ আসলে দলীয় শৃঙ্খলাভঙ্গের সমতুল্য ।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ইটিভি ভারতকে বলেন যে সমগ্র বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে । লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, "কংগ্রেস হাইকমান্ড বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে বিষয়টি জানানো হবে।" কী কারণে বিজেপির উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন তা নিয়ে মতামত জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরি ।

রাজ্য কংগ্রেসের পরিষদীয় দলনেতা অসিত মিত্রের একই মতামত । তাঁর মতে, এখানে দলীয় শৃঙ্খলার ব্যাপারটা জড়িত । তিনি বলেন, "দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ব্যাপারটা খতিয়ে দেখবে এবং তারপরই যথারীতি ব্যবস্থা নেওয়া হবে । তবে আমার ব্যক্তিগত মতামত ব্যাপারটা নিয়ে যাতে বেশি জলঘোলা না হয় । অল্পের উপর দিয়ে ব্যাপারটা মিতে গেলেই ভালো ।’’

সংসদ ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়া নিয়ে দলের মধ্যেই চাপে গুলাম নবি আজ়াদ

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দলের সাধারণ সম্পাদকের স্তর থেকে সরানো হয় গুলাম নবি আজ়াদকে । মনে করা হয় সম্প্রতি বিদ্রোহী চিঠির জন্যই সরানো হল তাঁকে । দলের অভ্যন্তরের সংস্কার এবং স্থায়ী সভাপতি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন কয়েকজন কংগ্রেস নেতা । গুলম নবি আজ়াদও তাঁদের মধ্যে একজন ।

এরপরেও অবশ্য থেমে থাকেননি আজ়াদ । গত মাসের শেষ দিকে তিনি আবার একটা বিবৃতি দেন । যেখানে তিনি দাবি করেন যে দলের কাঠামোটাই ভেঙে গিয়েছে । একইসঙ্গে তিনি দাবি জানান, দলের সমস্ত সাংগঠনিক পদে নির্বাচনের । তবে বিষয়টি হালকাভাবে নেয়নি কংগ্রেস নেতৃত্ব ৷ অধীর রঞ্জন চৌধুরি ইটিভি ভারতকে বলেন, "যাঁরা দলে থেকে কংগ্রেস সম্পর্কে সমালোচনা করছেন তাঁরা স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যেতে পারেন বা নিজের দল গঠন করতে পারেন । দুষ্টু গোরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো । কংগ্রেসে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার থেকে দল ত্যাগ করা ভালো । কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়েই আগামী দিনে দেশ এবং রাজ্যের কংগ্রেস এগিয়ে চলবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.