ETV Bharat / bharat

আজ বৈঠকে CWC, সোনিয়ার পদত্যাগ নিয়ে জল্পনা - response to letter on leadership

দলের সংকটের কথা উল্লেখ করে সোনিয়া গান্ধিকে চিঠি কংগ্রেসের একাংশ নেতার । এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধি কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এনিয়ে আজ চূড়ান্ত বৈঠকে CWC ।

Sonia Gandhi
গ্রাফিক্স
author img

By

Published : Aug 23, 2020, 7:22 PM IST

Updated : Aug 24, 2020, 6:08 AM IST

দিল্লি, 23 অগাস্ট : একবছর ধরে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি। বেশ কিছুদিন ধরেই দাবি উঠছে, নতুন সভাপতি নির্বাচন করা হোক। সেক্ষেত্রে ফের একবার সামনে আসছে রাহুল গান্ধির নাম । কিন্তু, সভাপতির দায়িত্ব গ্রহণ নিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় সোনিয়া-তনয়। উপরন্তু তিনি চাইছেন, গান্ধি পরিবারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হোক । একই মতামত প্রিয়াঙ্কা গান্ধিরও । এই পরিস্থিতিতে আজ দলের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দেয় দলের শীর্ষ নেতৃত্ব । তার পর থেকেই সভানেত্রীর দায়িত্ব থেকে সোনিয়া গান্ধি সরে দাঁড়াতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের দলের পরবর্তী সভাপতির নাম জানানোর কথা বলেছেন সোনিয়া গান্ধি। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে যদি দলীয় নেতারা পরবর্তী সভাপতি নির্বাচিত করতে রাজি হন, তাহলে কালই পদত্যাগ করতে পারেন সোনিয়া গান্ধি।

2018-র শেষের দিক । পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফল কংগ্রেসের । তিন রাজ্যে একক জয় । এক রাজ্যে যৌথভাবে । কোথাও যেন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল কংগ্রেস । মনে জোর নিয়ে লড়ে লোকসভাতেও । কিন্তু, লোকসভার ফল কার্যত হতাশ করে তাদের । কংগ্রেসের ভরাডুবি চোখের সামনে ভেসে ওঠে । দলের ভোট বাক্সের খরা কাটাতে উদ্যোগী হয় কংগ্রেস । সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধি । তাঁর পদত্যাগের পর আরও প্রকট হয় দলের ভগ্নদশা ৷

দলের দায়িত্ব যায় বর্ষীয়ান সেই সোনিয়া গান্ধির হাতেই । তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্বভার তুলে নেন । দায়িত্ব নেওয়ার এক বছর কাটতে না কাটতেই আবারও দলের অভ্যন্তরীণ পরিবর্তনের দাবি জানায় শীর্ষ নেতৃত্ব । 20 জন শীর্ষনেতা এই মর্মে সোনিয়া গান্ধিকে চিঠিও লিখেছেন । পাশাপাশি তাঁরা ওয়ার্কিং কমিটির বৈঠকের জন্যও আবেদন জানিয়েছেন । তাঁদের চিঠির উত্তরে সোনিয়া গান্ধি জানিয়েছেন, বৈঠক হবে । সকলে মিলে নতুন সভাপতির খোঁজ করা হবে ।

চিঠির এই উত্তর সামনে আসার পরই শুরু হয়েছে জল্পনা । তাহলে কি সভানেত্রীর পদ ছাড়ছেন সোনিয়া ? রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এবার হয়ত কংগ্রেস গান্ধি পরিবারের বাইরে কাউকে খুঁজে পাবে । কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, কংগ্রেসের দায়িত্ব নিতে ইতিমধ্যেই অনিচ্ছা প্রকাশ করেছেন সোনিয়াপুত্র । আবার প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও গান্ধি পরিবারের কারও হাতে কংগ্রেসের দায়িত্ব যাওয়ার পক্ষে নয় । ফলে, পাল্লা ভারী অ-গান্ধি কোনও নেতা বা নেত্রীর দিকেই । এক্ষেত্রে নাম উঠে আসছে একাধিক কংগ্রেস নেতার ।

কংগ্রেস নেতা অশ্বিনী কুমার অবশ্য চাইছেন, দলের এই কঠিন সময়ে দায়িত্বে থাকুক সোনিয়া গান্ধিই।

দিল্লি, 23 অগাস্ট : একবছর ধরে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি। বেশ কিছুদিন ধরেই দাবি উঠছে, নতুন সভাপতি নির্বাচন করা হোক। সেক্ষেত্রে ফের একবার সামনে আসছে রাহুল গান্ধির নাম । কিন্তু, সভাপতির দায়িত্ব গ্রহণ নিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় সোনিয়া-তনয়। উপরন্তু তিনি চাইছেন, গান্ধি পরিবারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হোক । একই মতামত প্রিয়াঙ্কা গান্ধিরও । এই পরিস্থিতিতে আজ দলের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দেয় দলের শীর্ষ নেতৃত্ব । তার পর থেকেই সভানেত্রীর দায়িত্ব থেকে সোনিয়া গান্ধি সরে দাঁড়াতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের দলের পরবর্তী সভাপতির নাম জানানোর কথা বলেছেন সোনিয়া গান্ধি। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে যদি দলীয় নেতারা পরবর্তী সভাপতি নির্বাচিত করতে রাজি হন, তাহলে কালই পদত্যাগ করতে পারেন সোনিয়া গান্ধি।

2018-র শেষের দিক । পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফল কংগ্রেসের । তিন রাজ্যে একক জয় । এক রাজ্যে যৌথভাবে । কোথাও যেন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল কংগ্রেস । মনে জোর নিয়ে লড়ে লোকসভাতেও । কিন্তু, লোকসভার ফল কার্যত হতাশ করে তাদের । কংগ্রেসের ভরাডুবি চোখের সামনে ভেসে ওঠে । দলের ভোট বাক্সের খরা কাটাতে উদ্যোগী হয় কংগ্রেস । সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধি । তাঁর পদত্যাগের পর আরও প্রকট হয় দলের ভগ্নদশা ৷

দলের দায়িত্ব যায় বর্ষীয়ান সেই সোনিয়া গান্ধির হাতেই । তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্বভার তুলে নেন । দায়িত্ব নেওয়ার এক বছর কাটতে না কাটতেই আবারও দলের অভ্যন্তরীণ পরিবর্তনের দাবি জানায় শীর্ষ নেতৃত্ব । 20 জন শীর্ষনেতা এই মর্মে সোনিয়া গান্ধিকে চিঠিও লিখেছেন । পাশাপাশি তাঁরা ওয়ার্কিং কমিটির বৈঠকের জন্যও আবেদন জানিয়েছেন । তাঁদের চিঠির উত্তরে সোনিয়া গান্ধি জানিয়েছেন, বৈঠক হবে । সকলে মিলে নতুন সভাপতির খোঁজ করা হবে ।

চিঠির এই উত্তর সামনে আসার পরই শুরু হয়েছে জল্পনা । তাহলে কি সভানেত্রীর পদ ছাড়ছেন সোনিয়া ? রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এবার হয়ত কংগ্রেস গান্ধি পরিবারের বাইরে কাউকে খুঁজে পাবে । কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, কংগ্রেসের দায়িত্ব নিতে ইতিমধ্যেই অনিচ্ছা প্রকাশ করেছেন সোনিয়াপুত্র । আবার প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও গান্ধি পরিবারের কারও হাতে কংগ্রেসের দায়িত্ব যাওয়ার পক্ষে নয় । ফলে, পাল্লা ভারী অ-গান্ধি কোনও নেতা বা নেত্রীর দিকেই । এক্ষেত্রে নাম উঠে আসছে একাধিক কংগ্রেস নেতার ।

কংগ্রেস নেতা অশ্বিনী কুমার অবশ্য চাইছেন, দলের এই কঠিন সময়ে দায়িত্বে থাকুক সোনিয়া গান্ধিই।

Last Updated : Aug 24, 2020, 6:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.