ETV Bharat / bharat

গোমূত্র, গোবরেই সারবে কোরোনা, বলছেন BJP বিধায়ক - অসমের বিধায়ক

গোবর ও গোমূত্র ক্যানসারের মতো মারণ রোগ ঠিক করতে সাহায্য করে । এই দুইয়ের ব্যবহারে কোরোনা ভাইরাসে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে । বলছেন অসমের বিধায়ক ।

BJP MLA
BJP বিধায়ক
author img

By

Published : Mar 3, 2020, 1:49 AM IST

গুয়াহাটি, 3 মার্চ : এবার কোরোনা ভাইরাস সারানোর সহজ উপায় বাতলে দিলেন অসমের এক বিধায়ক । বললেন গোমূত্র ও গোবর দিয়ে সারানো যাবে কোরোনা ভাইরাস ।

COVID-19 । যাতে চিনে ইতিমধ্যেই প্রাণ গেছে 2912 জনের । পর্যবেক্ষণে রয়েছেন আরও 25738 জন । সেই মারণ ভাইরাসে আক্রান্তদের সুস্থ হওয়ার ওষুধ বলে দিলেন অসমের বিধায়ক সুমন হরিপ্রিয়া । এবং এই ওষুধ তাঁর কাছে আছে বলেও জানালেন তিনি ।

গোবর ও গোমূত্র ক্যানসারের মতো মারণ রোগ ঠিক করতে সাহায্য করে । গো-মূত্র ছড়ালে জীবাণু দূর হয়ে যায় । তাই এই দুইয়ের ব্যবহারে কোরোনা ভাইরাসে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে । গতকাল অসমের বিধানসভায় অধিবেশন চালকালীন একথা বলেন BJP-র এই বিধায়ক ।

গোমূত্র এবং গোবর নিয়ে এমন কথা বলতে বলতেই তিনি গোরু পাচার নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন । বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেকটাই শক্তিশালী হয়েছে গোরুর মাংস রপ্তানি করে । যার মধ্যে বেশিরভাগটাই ভারত থেকে পাচার হয় ওই দেশে । বিশেষ করে অসম থেকে । কংগ্রেস সরকার এর আগে পাচার রুখতে কিছুই করেনি । কিন্তু এই সরকার এসবের দিকে নজর রেখেছে ।

গুয়াহাটি, 3 মার্চ : এবার কোরোনা ভাইরাস সারানোর সহজ উপায় বাতলে দিলেন অসমের এক বিধায়ক । বললেন গোমূত্র ও গোবর দিয়ে সারানো যাবে কোরোনা ভাইরাস ।

COVID-19 । যাতে চিনে ইতিমধ্যেই প্রাণ গেছে 2912 জনের । পর্যবেক্ষণে রয়েছেন আরও 25738 জন । সেই মারণ ভাইরাসে আক্রান্তদের সুস্থ হওয়ার ওষুধ বলে দিলেন অসমের বিধায়ক সুমন হরিপ্রিয়া । এবং এই ওষুধ তাঁর কাছে আছে বলেও জানালেন তিনি ।

গোবর ও গোমূত্র ক্যানসারের মতো মারণ রোগ ঠিক করতে সাহায্য করে । গো-মূত্র ছড়ালে জীবাণু দূর হয়ে যায় । তাই এই দুইয়ের ব্যবহারে কোরোনা ভাইরাসে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে । গতকাল অসমের বিধানসভায় অধিবেশন চালকালীন একথা বলেন BJP-র এই বিধায়ক ।

গোমূত্র এবং গোবর নিয়ে এমন কথা বলতে বলতেই তিনি গোরু পাচার নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন । বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেকটাই শক্তিশালী হয়েছে গোরুর মাংস রপ্তানি করে । যার মধ্যে বেশিরভাগটাই ভারত থেকে পাচার হয় ওই দেশে । বিশেষ করে অসম থেকে । কংগ্রেস সরকার এর আগে পাচার রুখতে কিছুই করেনি । কিন্তু এই সরকার এসবের দিকে নজর রেখেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.