ETV Bharat / bharat

বস্ত্র শ্রমিকদের এপ্রিল-মে মাসের বেতন দেওয়া সম্ভব নয় : বিজয় জিন্দাল - Garment exporters' body

বুধবার গার্মেন্টস এক্সপোর্টারস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (GEMA) জানিয়েছে, তারা এই শিল্পে যুক্ত শ্রমিকদের এপ্রিল-মে মাসের বেতন দিতে পারবে না ।

Garment
বস্ত্র
author img

By

Published : Apr 23, 2020, 7:34 AM IST

দিল্লি, 22 এপ্রিল : বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা এপ্রিল-মে মাসের বেতন পাবেন না । বুধবার গার্মেন্টস এক্সপোর্টারস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (GEMA) এই কথা জানিয়েছে । সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক লকডাউন চলছে । এই কারণে পোশাক তৈরি ও রপ্তানিতে নিযুক্ত শ্রমিকদের এপ্রিল ও মে মাসে বেতন দেওয়ার মতো অবস্থায় তারা নেই। এই সংস্থাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দুই মাস শ্রমিকদের মজুরি প্রদানের জন্য আবেদন করেছে। GEMA-র সভাপতি বিজয় জিন্দাল এই বিষয়ে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। বিজয় জিন্দাল বলেন, "বিনীতভাবে জানাতে চাই যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এপ্রিল এবং মে মাসের মজুরি দেওয়ার মতো অবস্থা নেই।"


জিন্দাল বলেন", বেশিরভাগ রপ্তানিতে অর্ডার বাতিল হয়েছে অথবা আটকে দেওয়া হয়েছে । এমনকী পাঠানো চালানও আটকে আছে। বিভিন্ন অর্ডারে তৈরি হওয়া পোশাক কারখানায় পড়ে আছে । লকডাউনে পরিবহনে নিষেধাজ্ঞার কারণে কোথাও তৈরি হওয়া পোশাক পাঠানো যাচ্ছে না। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে, অনেক ক্রেতার কাছ থেকে পোশাকের অর্থও পাওয়া যায়নি।"

পোশাক রপ্তানিকারী সংস্থাগুলির মধ্যে কোথাও কোথাও কোনওভাবে মার্চ মাসের পুরো মজুরি দেওয়া গেছে। কিন্তু এপ্রিল মাসের জন্য মজুরি দেওয়া যায়নি। জিন্দাল এই কথা উল্লেখ করে বলেন, ABVKY প্রকল্পে প্রাপ্ত তহবিল থেকে সরকারের উচিত বস্ত্র শিল্পে যুক্ত শ্রমিকদের মজুরি দেওয়ার ব্যবস্থা করা। কারণ এই প্রকল্পে যতটুকু জানা আছে, বহু অর্থ মজুত আছে ।


তিনি বলেন, "ESI এবং শ্রম তহবিলগুলিও এই প্রকল্পগুলির আওতাভুক্ত কর্মচারীদের বেতনের জন্য ব্যবহার করা যেতে পারে ।" সরকারের কাছে জিন্দালের আবেদন, বস্ত্র শিল্প বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে আশা দিতে হবে এবং সহায়তা করতে হবে ।

দিল্লি, 22 এপ্রিল : বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা এপ্রিল-মে মাসের বেতন পাবেন না । বুধবার গার্মেন্টস এক্সপোর্টারস অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (GEMA) এই কথা জানিয়েছে । সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক লকডাউন চলছে । এই কারণে পোশাক তৈরি ও রপ্তানিতে নিযুক্ত শ্রমিকদের এপ্রিল ও মে মাসে বেতন দেওয়ার মতো অবস্থায় তারা নেই। এই সংস্থাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দুই মাস শ্রমিকদের মজুরি প্রদানের জন্য আবেদন করেছে। GEMA-র সভাপতি বিজয় জিন্দাল এই বিষয়ে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। বিজয় জিন্দাল বলেন, "বিনীতভাবে জানাতে চাই যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এপ্রিল এবং মে মাসের মজুরি দেওয়ার মতো অবস্থা নেই।"


জিন্দাল বলেন", বেশিরভাগ রপ্তানিতে অর্ডার বাতিল হয়েছে অথবা আটকে দেওয়া হয়েছে । এমনকী পাঠানো চালানও আটকে আছে। বিভিন্ন অর্ডারে তৈরি হওয়া পোশাক কারখানায় পড়ে আছে । লকডাউনে পরিবহনে নিষেধাজ্ঞার কারণে কোথাও তৈরি হওয়া পোশাক পাঠানো যাচ্ছে না। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে, অনেক ক্রেতার কাছ থেকে পোশাকের অর্থও পাওয়া যায়নি।"

পোশাক রপ্তানিকারী সংস্থাগুলির মধ্যে কোথাও কোথাও কোনওভাবে মার্চ মাসের পুরো মজুরি দেওয়া গেছে। কিন্তু এপ্রিল মাসের জন্য মজুরি দেওয়া যায়নি। জিন্দাল এই কথা উল্লেখ করে বলেন, ABVKY প্রকল্পে প্রাপ্ত তহবিল থেকে সরকারের উচিত বস্ত্র শিল্পে যুক্ত শ্রমিকদের মজুরি দেওয়ার ব্যবস্থা করা। কারণ এই প্রকল্পে যতটুকু জানা আছে, বহু অর্থ মজুত আছে ।


তিনি বলেন, "ESI এবং শ্রম তহবিলগুলিও এই প্রকল্পগুলির আওতাভুক্ত কর্মচারীদের বেতনের জন্য ব্যবহার করা যেতে পারে ।" সরকারের কাছে জিন্দালের আবেদন, বস্ত্র শিল্প বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে আশা দিতে হবে এবং সহায়তা করতে হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.