ETV Bharat / bharat

''বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা''

উত্তরপ্রদেশ পুলিশের টাস্ক ফোর্স ইন্দোর পৌঁছে বিকাশকে ট্রানজ়িট রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে পারে ৷

Vikas dubey
বিকাশ দুবে
author img

By

Published : Jul 9, 2020, 2:28 PM IST

Updated : Jul 9, 2020, 7:28 PM IST

দিল্লি, 9 জুলাই : কানপুরের কুখ্যাত দুষ্কৃতীকে ট্রানজ়িট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ৷ বিকেল চারটেয় উজ্জয়িনীর স্থানীয় আদালতে তাকে তোলা হবে ৷ এই মর্মে উত্তরপ্রদেশ পুলিশের টাস্ক ফোর্স বিশেষ বিমানে উজ্জিয়িনী পৌঁছাবে ৷ সেখান থেকে বিকাশকে সঙ্গে নিয়ে তারা আবার উত্তরপ্রদেশ ফিরে যাবে ৷ আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে বিকাশ দুবেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হাতে ধরা পড়ার পরেও তার তেজ কমেনি ৷ উলটে তাঁকে চিৎকার করে বলতে শোনা গেল, ‘‘আমি বিকাশ দুবে ৷ কানপুরের বিকাশ দুবে ৷’’

শুরু হয়েছিল 3 জুলাই, কানপুরে ৷ যখন কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ ৷ সেইসময় বিকাশ ও তার দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মীর ৷ এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷ শেষ পর্যন্ত আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

কে বিকাশ দুবে ?

আরও পড়ুন : ভগবানের কৃপায় বেঁচে গিয়েছে বিকাশ, বললেন তাঁর মা

যার খোঁজে গোটা উত্তরপ্রদেশ পুলিশের কর্তারা দিন-রাত এক করেছিলেন, সেই বিকাশ দুবের অবশ্য তেজ এতটুকুও কমেনি ৷ বরং তার কোমর ধরে পুলিশ আধিকারিকরা যখন গাড়িতে তোলেন, তখন বুক ফুলিয়ে সে গাড়ির দিকে এগিয়ে যায় ৷ এক পুলিশকর্মী তার ঘাড় শক্ত করে পেঁচিয়ে ধরেন ৷ সেইসময় বিকাশ চেঁচিয়ে ওঠেন, ‘‘আমি বিকাশ দুবে ৷ কানপুরের বিকাশ দুবে ৷’’ তার চিৎকারে অবশ্য কর্ণপাত করেননি পুলিশকর্মীরা ৷ বরং তাকে চুপ করতে বলে পিছন থেকে মাথায় থাপ্পড় মারেন ওই পুলিশকর্মী ৷ এদিকে বিকাশকে আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, কানপুর থেকে পালিয়ে উজ্জয়িনীতে এক মদ বিক্রেতার বাড়িতে আশ্রয় নিয়েছিল বিকাশ ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে গ্রেপ্তার কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে

দিল্লি, 9 জুলাই : কানপুরের কুখ্যাত দুষ্কৃতীকে ট্রানজ়িট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ৷ বিকেল চারটেয় উজ্জয়িনীর স্থানীয় আদালতে তাকে তোলা হবে ৷ এই মর্মে উত্তরপ্রদেশ পুলিশের টাস্ক ফোর্স বিশেষ বিমানে উজ্জিয়িনী পৌঁছাবে ৷ সেখান থেকে বিকাশকে সঙ্গে নিয়ে তারা আবার উত্তরপ্রদেশ ফিরে যাবে ৷ আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে বিকাশ দুবেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হাতে ধরা পড়ার পরেও তার তেজ কমেনি ৷ উলটে তাঁকে চিৎকার করে বলতে শোনা গেল, ‘‘আমি বিকাশ দুবে ৷ কানপুরের বিকাশ দুবে ৷’’

শুরু হয়েছিল 3 জুলাই, কানপুরে ৷ যখন কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ ৷ সেইসময় বিকাশ ও তার দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মীর ৷ এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷ শেষ পর্যন্ত আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

কে বিকাশ দুবে ?

আরও পড়ুন : ভগবানের কৃপায় বেঁচে গিয়েছে বিকাশ, বললেন তাঁর মা

যার খোঁজে গোটা উত্তরপ্রদেশ পুলিশের কর্তারা দিন-রাত এক করেছিলেন, সেই বিকাশ দুবের অবশ্য তেজ এতটুকুও কমেনি ৷ বরং তার কোমর ধরে পুলিশ আধিকারিকরা যখন গাড়িতে তোলেন, তখন বুক ফুলিয়ে সে গাড়ির দিকে এগিয়ে যায় ৷ এক পুলিশকর্মী তার ঘাড় শক্ত করে পেঁচিয়ে ধরেন ৷ সেইসময় বিকাশ চেঁচিয়ে ওঠেন, ‘‘আমি বিকাশ দুবে ৷ কানপুরের বিকাশ দুবে ৷’’ তার চিৎকারে অবশ্য কর্ণপাত করেননি পুলিশকর্মীরা ৷ বরং তাকে চুপ করতে বলে পিছন থেকে মাথায় থাপ্পড় মারেন ওই পুলিশকর্মী ৷ এদিকে বিকাশকে আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, কানপুর থেকে পালিয়ে উজ্জয়িনীতে এক মদ বিক্রেতার বাড়িতে আশ্রয় নিয়েছিল বিকাশ ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে গ্রেপ্তার কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে

Last Updated : Jul 9, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.