মুজফ্ফরনগর, 8 ডিসেম্বর : ধর্ষণের অভিযোগ তুলে না নেওয়ায় অ্যাসিড হামলার শিকার হলেন নির্যাতিতা ৷ উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা । নির্যাতিতা চারজনের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ আসছিল অভিযুক্তদের দিক থেকে ৷ কিন্তু অভিযোগ না তোলায় অভিযুক্তরা ওই নির্যাতিতার উপর অ্যাসিড হামলা চালায় ৷ এমন অভিযোগ তুলছেন নির্যাতিতা ৷ অ্যাসিড হামলায় 30 শতাংশ পুড়ে গিয়েছে নির্যাতিতার দেহ ৷
শাহপুর থানার সার্কেল অফিসার গিরিজা শঙ্কর ত্রিপাঠি বলেছেন, "ধর্ষণের অভিযোগ তুলে না নেওয়ার কারণে বুধবার (4 ডিসেম্বর) রাতে চার ব্যক্তি নির্যাতিতার বাড়িতে ঢুকে তার গায়ে অ্যাসিড ঢেলে দেয় ৷ চার অভিযুক্ত ফেরার ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷" তবে ধর্ষণের ঘটনায় কোনও প্রমাণ পাওয়া না পাওয়ায় সেই মামলাটি ক্লোজ় করে দেওয়া হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন : 11 মাসে 86 ধর্ষণ উন্নাওয়ে! তীব্র সমালোচনার মুখে যোগী সরকার
উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় নির্যাতিতা প্রথমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু কোনও ফল না পাওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন ৷ তারপরেই নির্যাতিতার উপর অ্যাসিড হামলা হয় ।