ETV Bharat / bharat

গান্ধীর স্বাধীনতা সংগ্রাম নাটক, বলে বিতর্কে BJP সাংসদ

BJP নেতা অনন্ত কুমার হেগড়ে মহাত্মা গান্ধির অনশন ও সত্যাগ্রহকে "নাটক" বলে মন্তব্য করেছেন ৷ কংগ্রেসের পক্ষ থেকে তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয় ৷ কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পা লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখেছেন ৷ কোনও মনোরোগ বিশেষজ্ঞর কাছে অনন্ত হেগড়ে পাঠানোর সুপারিশ করার জন্য অধ্যক্ষকে লিখেছেন কংগ্রেস নেতা ৷

BJP's Ananth Kumar Hegde
অনন্তকুমার হেগড়ে
author img

By

Published : Feb 3, 2020, 9:42 PM IST

বেঙ্গালুরু, 3 ফেব্রুয়ারি : BJP সাংসদ অনন্ত কুমার হেগড়ে মহাত্মা গান্ধির নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রামকে "নাটক" বলে বর্ণনা করেন ৷ এরপর তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের এই ইতিহাস পড়লে রক্ত গরম হয়ে যায় ৷

শনিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এই মন্তব্যটি করেন ৷ BJP সূত্রে খবর, গান্ধিজির বিষয়ে অনন্ত হেগড়ের বক্তব্য নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট ৷ এবং তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে ৷

সংবাদসংস্থা ANI-কে হেগড়ে বলেন ,"পুরো স্বাধীনতা আন্দোলনটি ব্রিটিশদের সম্মতি ও সমর্থন নিয়ে মঞ্চস্থ হয়েছিল ৷ এই তথাকথিত নেতাদের কেউ একবারও পুলিশের মার খাননি । তাঁদের স্বাধীনতা আন্দোলনটি ছিল বড় নাটক ৷ ব্রিটিশদের অনুমোদনে এই নেতারা মঞ্চস্থ করেছিলেন ৷ এটি আসল লড়াই ছিল না ৷ এটি সমঝোতার স্বাধীনতা সংগ্রাম ছিল ৷"

হেগড়ে আরও বলেন, "কংগ্রেস সমর্থনকারীরা দাবি করেন অনশন ও সত্যাগ্রহের কারণে ভারত স্বাধীনতা পেয়েছে ৷ কিন্তু এটা সত্য নয় । সত্যাগ্রহের কারণে ব্রিটিশরা দেশ ছাড়েনি । হতাশার কারণে ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছিল । ইতিহাস পড়লে আমার রক্ত ​​ফুটে যায় । এই জাতীয় লোকেরা আমাদের দেশে মহাত্মা হয়ে ওঠেন । "


উত্তর কন্নড় থেকে নির্বাচিত ছয়বারের সাংসদ অনন্ত কুমার হেগড়ে 2017 থেকে 2019-র 24 মে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ তবে গত বছর BJP পুনরায় ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি ।

এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অনন্ত হেগড়ে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি রাহুল গান্ধিকে "হাইব্রিড টাইপ" বলে মন্তব্য করেছিলেন । এবার হেগড়ের গান্ধির স্বাধীনতা সংগ্রামকে "নাটক" মন্তব্যের তীব্র নিন্দা ও বিরোধিতা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে ৷

বেঙ্গালুরু, 3 ফেব্রুয়ারি : BJP সাংসদ অনন্ত কুমার হেগড়ে মহাত্মা গান্ধির নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রামকে "নাটক" বলে বর্ণনা করেন ৷ এরপর তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের এই ইতিহাস পড়লে রক্ত গরম হয়ে যায় ৷

শনিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এই মন্তব্যটি করেন ৷ BJP সূত্রে খবর, গান্ধিজির বিষয়ে অনন্ত হেগড়ের বক্তব্য নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট ৷ এবং তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে ৷

সংবাদসংস্থা ANI-কে হেগড়ে বলেন ,"পুরো স্বাধীনতা আন্দোলনটি ব্রিটিশদের সম্মতি ও সমর্থন নিয়ে মঞ্চস্থ হয়েছিল ৷ এই তথাকথিত নেতাদের কেউ একবারও পুলিশের মার খাননি । তাঁদের স্বাধীনতা আন্দোলনটি ছিল বড় নাটক ৷ ব্রিটিশদের অনুমোদনে এই নেতারা মঞ্চস্থ করেছিলেন ৷ এটি আসল লড়াই ছিল না ৷ এটি সমঝোতার স্বাধীনতা সংগ্রাম ছিল ৷"

হেগড়ে আরও বলেন, "কংগ্রেস সমর্থনকারীরা দাবি করেন অনশন ও সত্যাগ্রহের কারণে ভারত স্বাধীনতা পেয়েছে ৷ কিন্তু এটা সত্য নয় । সত্যাগ্রহের কারণে ব্রিটিশরা দেশ ছাড়েনি । হতাশার কারণে ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছিল । ইতিহাস পড়লে আমার রক্ত ​​ফুটে যায় । এই জাতীয় লোকেরা আমাদের দেশে মহাত্মা হয়ে ওঠেন । "


উত্তর কন্নড় থেকে নির্বাচিত ছয়বারের সাংসদ অনন্ত কুমার হেগড়ে 2017 থেকে 2019-র 24 মে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ৷ তবে গত বছর BJP পুনরায় ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি ।

এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অনন্ত হেগড়ে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি রাহুল গান্ধিকে "হাইব্রিড টাইপ" বলে মন্তব্য করেছিলেন । এবার হেগড়ের গান্ধির স্বাধীনতা সংগ্রামকে "নাটক" মন্তব্যের তীব্র নিন্দা ও বিরোধিতা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে ৷

New Delhi, Feb 03 (ANI): Bharatiya Janata Party (BJP) Kapil Sharma said that Aam Aadmi Party should change its name to 'Muslim League' for doing vote bank politics. He said, "Aam Aadmi Party should change its name now. They should change it to 'Muslim League'. They are doing the divisive politics of Muslim League. Yesterday, they asked for ban on Yogi Adityanath's campaign. Only the person who stands with traitors and terrorists will be fearful of Yogi's speech. AAP is doping vote bank politics of 20% Muslim votes." BJP candidate from Model Town Assembly constituency Kapil Mishra was banned for 48-hours for his inflammatory tweets.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.